আর. ডি. বনশল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আর. ডি. বনশল
জন্ম১৯২৩ খ্রিঃ
মৃত্যু১১ ডিসেম্বর, ২০১০ (৮৭ বছর)
পেশাচলচ্চিত্র প্রযোজক
উল্লেখযোগ্য কর্ম
চারুলতা, নায়ক[১]
পুরস্কাররাষ্ট্রপতি স্বর্ণ পুরস্কার, গোল্ডেন হুগো পুরস্কার

আর. ডি. বনশল (১৯২৩ - ২০১০) ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র প্রযোজক[২] তিনি মূলত বাংলা চলচ্চিত্র প্রযোজনার জন্য পরিচিত। সত্যজিৎ রায় পরিচালিত জয় বাবা ফেলুনাথ, চারুলতা, নায়কঅজয় কর পরিচালিত সাত পাকে বাঁধা ইত্যাদি ব্যবসা সফল তথা জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী চলচ্চিত্রের তিনি প্রযোজনাকারী ছিলেন। এছাড়াও তিনি পরিচালক সুধীর মুখোপাধ্যায় মৃণাল সেন, তপন সিংহ ও অন্যান্যদের সাথে কাজ করেছেন।

জন্ম ও প্রাথমিক জীবন[সম্পাদনা]

আর. ডি. বনশল ১৯২৩ খ্রিষ্টাব্দে ভারতের আগ্রায় (তৎকালী, ব্রিটিশ ভারত) জন্মগ্রহণ করেন।

চলচ্চিত্র[সম্পাদনা]

সাল চলচ্চিত্র
১৯৬৩ মহানগর
সাত পাকে বাঁধা
ছায়া সূর্য
১৯৬৪ চারুলতা
১৯৬৫ কাপুরুষ
মহাপুরুষ
কাঁচ কাটা হিরে
১৯৬৬ নায়ক
১৯৬৮ ঝুক গয়া আসমান
১৯৭৯ জয় বাবা ফেলুনাথ
১৯৮০ সীত
১৯৮১ ওগো বধূ সুন্দরী
২০০৫ নিশি যাপন
২০০৮ টিনটোরেটর যীশু

মৃত্যু[সম্পাদনা]

আর.ডি বনশল ১১ই ডিসেম্বর, ২০১০-এ কলকাতায় মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "মহানায়কের উত্তম একাদশ"BDNews24। ২৪ জুলাই ২০১৫। ২৪ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৭ 
  2. "R. D. Bansal on IMDb" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

ইন্টারনেট মুভি ডেটাবেজে D. Bansal/ আর. ডি. বনশল (ইংরেজি)