২০১৭–১৮ শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাংলাদেশ সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০১৭-১৮ শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাংলাদেশ সফর
 
  বাংলাদেশ শ্রীলঙ্কা
তারিখ ৩১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি ২০১৮
অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ দিনেশ চান্ডিমাল
টেস্ট সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ১–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান মমিনুল হক (৩১৪) কুশল মেন্ডিস (২৭১)
সর্বাধিক উইকেট তাইজুল ইসলাম (১২) রঙ্গনা হেরাথ (৯)
সিরিজ সেরা খেলোয়াড় রোশেন সিলভা (শ্রীলঙ্কা)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ২–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান মাহমুদুল্লাহ রিয়াদ (৮৪) কুশল মেন্ডিস (১২৩)
সর্বাধিক উইকেট নাজমুল ইসলাম (২) দানুষ্কা গুণতিলকা (৩)
জীবন মেন্ডিস (৩)
সিরিজ সেরা খেলোয়াড় কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা)

শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল দুইটি টেস্ট ক্রিকেট এবং তিনটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলার জন্য বাংলাদেশ সফর করে, যা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ২০১৮-এ অনুষ্ঠিত হয়।[১][২] এই সফরের পূর্বে, উভয় দলই জিম্বাবুয়ের সাথে ত্রি-দেশীয় সিরিজ খেলে থাকবে।[৩][৪]

ডিসেম্বর ২০১৭-তে, মুশফিকুর রহিমকে পরিবর্তন করে বাংলাদেশ টেস্ট স্কোয়াডের নতুন অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করা হয়েছে।[৫]

দলীয় সদস্য[সম্পাদনা]

টেস্ট টি২০আই
 বাংলাদেশ  শ্রীলঙ্কা  বাংলাদেশ  শ্রীলঙ্কা

টেস্ট সিরিজ[সম্পাদনা]

১ম টেস্ট[সম্পাদনা]

৩১ জানুয়ারি–৪ ফেব্রুয়ারি ২০১৮
স্কোরকার্ড
৫১৩ (১২৯.৫ ওভার)
মমিনুল হক ১৭৬ (২১৪)
সুরঙ্গা লকমল ৩/৬৮ (২৩.৫ ওভার)
৭১৩/৯ঘো (১৯৯.৩ ওভার)
কুশল মেন্ডিস ১৯৬ (৩২৭)
তাইজুল ইসলাম ৪/২১৯ (৬৭.৩ ওভার)
৩০৭/৫ (১০০ ওভার)
মমিনুল হক ১০৫ (১৭৪)
রঙ্গনা হেরাথ ২/৮০ (২৮ ওভার)
  • বাংলাদেশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • সানজামুল ইসলাম (বাংলাদেশ) তার টেস্ট অভিষেক হয়।
  • মাহমুদুল্লাহ রিয়াদ টেস্টে প্রথমবারের মতো বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন এবং টেস্টে ২০০০ রান করেছিলেন।
  • মমিনুল হক টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি (৯৬ বল) এবং টেস্টে ২০০০ রান করার সবচেয়ে দ্রুততম বাংলাদেশ ব্যাটসম্যান হয়েছেন।
  • একদিনের টেস্টে (৩৭৪) একদিনের ম্যাচে বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ করে।
  • ধনঞ্জয় ডি সিলভা পাশাপাশি শ্রীলঙ্কার হয়ে ১,০০০ টেস্ট রানের লক্ষ্যে পৌঁছে যাওয়া যুগ্ম-দ্রুততম ব্যাটসম্যান হয়েছিলেন রয় ডায়াসমাইকেল ভ্যানডর্ট (২৩ ইনিংস)।
  • কুশল মেন্ডিস তাঁর জন্মদিনে শ্রীলঙ্কার হয়ে টেস্ট সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান এবং টেস্টে তার সর্বোচ্চ রান (১৯৬) নথিভুক্ত করেছেন।
  • রোশেন সিলভা (শ্রীলঙ্কা) তার টেস্ট অভিষেক হয়।
  • শ্রীলঙ্কার স্কোর ৭১৩/৯ d তার যৌথ পঞ্চম-সর্বোচ্চ মোট টেস্টে।

২য় টেস্ট[সম্পাদনা]

৮–১২ ফেব্রুয়ারি ২০১৮
স্কোরকার্ড
২২২ (৬৫.৩ ওভার)
কুশল মেন্ডিস ৬৮ (৯৮)
আব্দুর রাজ্জাক ৪/৬৩ (১৬ ওভার)
১১০ (৪৫.৪ ওভার)
মেহেদী হাসান ৩৮* (৭৮)
আকিলা ধনঞ্জয় ৩/২০ (১০ ওভার)
২২৬ (৭৩.৫ ওভার)
রোশেন সিলভা ৭০* (১৪৫)
তাইজুল ইসলাম ৪/৭৬ (১৯.৫ ওভার)
১২৩ (২৯.৯ ওভার)
মমিনুল হক ৩৩ (৪৭)
আকিলা ধনঞ্জয় ৫/২৪ (৫ ওভার)
শ্রীলঙ্কা ২১৫ রানে জয়ী
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
আম্পায়ার: রড টাকার (অস্ট্রেলিয়া) ও জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচসেরা: রোশেন সিলভা (শ্রীলঙ্কা)
  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • আকিলা ধনঞ্জয় (শ্রীলঙ্কা) তার টেস্ট অভিষেক হয়।
  • সুরঙ্গা লকমল (শ্রীলঙ্কা) টেস্টে তার ১০০ তম উইকেট গ্রহণ করেন।
  • রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা) টেস্টে সবচেয়ে সফল বামহাত বোলার হয়ে ওঠে, যখন তিনি ৪১৫ তম উইকেট শিকার করেন ওয়াসিম আকরামের (পাকিস্তান) মোট ৪১৪ উইকেট।

টি২০আই সিরিজ[সম্পাদনা]

১ম টি২০আই[সম্পাদনা]

১৫ ফেব্রুয়ারি ২০১৮
১৭:০০ (রাত)
স্কোরকার্ড
বাংলাদেশ 
১৯৩/৫ (২০ ওভার)
 শ্রীলঙ্কা
১৯৪/৪ (১৬.৪ ওভার)
কুশল মেন্ডিস ৫৩ (২৭)
নাজমুল ইসলাম ২/২৫ (৪ ওভার)

২য় টি২০আই[সম্পাদনা]

১৮ ফেব্রুয়ারি ২০১৮
১৭:০০ (রাত)
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
২১০/৪ (২০ ওভার)
 বাংলাদেশ
১৩৫ (১৮.৪ ওভার)
কুশল মেন্ডিস ৭০ (৪২)
সৌম্য সরকার ১/২৫ (২ ওভার)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Future Tours Programme" (পিডিএফ)International Cricket Council। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৬ 
  2. "Bangladesh, SL, Zim series confirmed"News Day। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৭ 
  3. "Itinerary for Tri-Nation (BAN-SL-ZIM) ODI Series, Test Series (BAN – SL) and T20i Series (BAN – SL)"Bangladesh Cricket Board। ১৭ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৭ 
  4. "Bangladesh to host first tri-series since 2010"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৭ 
  5. "Shakib named new Bangladesh Test captain"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]