সেলিম ওসমান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এ কে এম সেলিম ওসমান
সংসদ সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২০১৪ - বর্তমান
নারায়ণগঞ্জ-৫
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২০১৪-বর্তমান 
পূর্বসূরীনাসিম ওসমান
ব্যক্তিগত বিবরণ
জন্মনারায়ণগঞ্জ
জাতীয়তাবাংলাদেশী
সম্পর্কশামীম ওসমান (ভাই)
নাসিম ওসমান (ভাই)
পিতামাতাএ কে এম শামসুজ্জোহা (বাবা)
নাগিনা জোহা (মা)
বাসস্থানগুলশান, ঢাকা, বাংলাদেশ
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
পেশারাজনীতিবিদ, ব্যবসায়ী
জীবিকাবাংলাদেশ নিটওয়ার ম্যানুফ্যাকচারারস এন্ড এক্সপোর্ট এসোসিয়েশন এর সভাপতি

এ কে এম সেলিম ওসমান একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও সংসদ সদস্য। তিনি বাংলাদেশ জাতীয় পার্টির সদস্য। তার নির্বাচনী এলাকা হলো নারায়ণগঞ্জ-৫[১]

কর্মজীবন[সম্পাদনা]

২০১৪ সালে তিনি  বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির সভাপতি নির্বাচিত হন।[২] ২০১৪ সালে তার বড় ভাই মারা যাওয়ার পর তিনি নারায়ণগঞ্জ-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[১]

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

সেলিম ওসমান জাতীয় পার্টির সদস্য। ২০১৪ সালের ২৬ জুন নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে সেলিম ওসমান জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে নির্বাচন করে সাংসদ নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নাগরিক ঐক্যের নেতা সাবেক এমপি এস এম আকরাম।[৩]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

সেলিম ওসমানের বাবা এ কে এম শামসুজ্জোহা ছিলেন প্রখ্যাত আওয়ামী লীগ নেতা ও প্রতিষ্ঠাকালীন সদস্য। তিনি ১৯৭০ সালের নির্বাচনে নারায়ণগঞ্জ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর আবার ১৯৭৩ সালে তিনি একই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। সেলিম ওসমানের মায়ের নাম নাগিনা জোহা। সেলিমের ভাই শামীম ওসমান বাংলাদেশ আওয়ামী লীগের একজন সংসদ সদস্য। সেলিম ওসমানের অপর ভাই নাসিম ওসমান ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।[তথ্যসূত্র প্রয়োজন]

বিতর্ক[সম্পাদনা]

২০১৬ সালে পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে ইসলাম অবমাননার অভিযোগে কান ধরে উঠ-বস করানো হয়।[৪] ঘটনাটি সারাদেশে ছড়িয়ে পড়ে ও তুমুল বিতর্কের জন্ম দেয়।[৫] এতে অভিযোগ উঠে যে সেলিম ওসমানের নির্দেশেই শ্যামল কান্তি ভক্তকে লাঞ্চিত করা হয়। লাঞ্ছিত করার ঘটনায় মামলা দায়ের করা হয়। এই মামলায় সেলিম ওসমানসহ দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হয়।[৬]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "শপথ নিলেন সেলিম ওসমান"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৮ জুলাই ২০১৮। ৪ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৭ 
  2. "আবার বিকেএমইএর সভাপতি হলেন সেলিম ওসমান"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২ সেপ্টেম্বর ২০১৭। ২৮ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৭ 
  3. "শামীম ও সেলিম ওসমানের আসনে আইভীর প্রভাব"Dhakatimes News। সংগ্রহের তারিখ ২০১৮-০১-২৪ 
  4. "নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্ত কারাগারে"BBC News বাংলা (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৫-২৪। সংগ্রহের তারিখ ২০১৮-০১-২৪ 
  5. "শ্যামল কান্তিকে কান ধরে উঠবস : সত্যতা পেয়েছে বিচারিক তদন্ত কমিটি"jagonews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০১-২৪ 
  6. "সেলিম ওসমানের বিরুদ্ধে চার্জগঠনের শুনানি আজ | আদালত | The Daily Ittefaq"। ২০১৭-০৯-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০১-২৪