ব্লো-ব্জাং-থুব-ব্স্তান-দ্গে-লেগ্স-র্গ্যাল-ম্ত্শান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ব্লো-ব্জাং-থুব-ব্স্তান-দ্গে-লেগ্স-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: blo bzang thub bstan dge legs rgyal mtshan) (১৭২৯-১৭৯৬) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের চতুর্থ ঝাব্স-দ্রুং-দ্কার-পো (ওয়াইলি: zhabs drung dkar po) উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী[সম্পাদনা]

ব্লো-ব্জাং-থুব-ব্স্তান-দ্গে-লেগ্স-র্গ্যাল-ম্ত্শান ১৭২৯ খ্রিষ্টাব্দে তিব্বতে জন্মগ্রহণ করেন। সপ্তম দলাই লামা তাকে ঙ্গাগ-দ্বাং-ব্স্তান-পা'ই-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: ngag dbang bstan pa rgyal mtshan) নামক তৃতীয় ঝাব্স-দ্রুং-দ্কার-পো (ওয়াইলি: zhabs drung dkar po) উপাধিধারী বৌদ্ধ লামার পুনর্জন্ম রূপে চিহ্নিত করেন। ঙ্গাগ-দ্বাং-'ফ্রিন-লাস (ওয়াইলি: ngag dbang 'phrin las) নামক প্রথম আ-ম্দো-ঝ্বা-দ্মার (ওয়াইলি: a mdo zhwa dmar) উপাধিধারী বৌদ্ধ লামা তার অন্যতম শিক্ষক ছিলেন। তিনি র্মা-ম্গুর-র্নাম-র্গ্যাল-গ্লিং (ওয়াইলি: rma mgur rnam rgyal gling) বৌদ্ধবিহারে একটি চারতল বিশিষ্ট র্নাম-পার-র্গ্যাল-বা'ই-খাং-ব্জাং (ওয়াইলি: rnam par rgyal ba'i khang bzang) নামক একটি মন্দির এবং একটি বিশালাকার গৌতম বুদ্ধের মূর্তি নির্মাণ করান।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Tsehua, : (জুন ২০১২)। "The Fourth Zhabdrung Karpo, Lobzang Tubten Gelek Gyeltsen"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৮-০৪ 
পূর্বসূরী
ঙ্গাগ-দ্বাং-ব্স্তান-পা'ই-র্গ্যাল-ম্ত্শান
ব্লো-ব্জাং-থুব-ব্স্তান-দ্গে-লেগ্স-র্গ্যাল-ম্ত্শান
চতুর্থ ঝাব্স-দ্রুং-দ্কার-পো
উত্তরসূরী
ফান-ব্দে'ই-দ্বাং-ফ্যুগ-ম্খাস-ব্ত্সুন-র্গ্যা-ম্ত্শো