আলাপ:বাংলাদেশের কওমি মাদ্রাসার তালিকা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

তালিকা নিবন্ধ[সম্পাদনা]

তালিকা নির্বাচন নীতিমালা অনুসারে (ইংরেজিতে) সাধারণত নিবন্ধ আছে কিংবা নিবন্ধ থাকার মত উল্লেখযোগ্য ভুক্তিগুলো নিয়ে তালিকা তৈরি করা যায়। তাই নিবন্ধের তালিকা বড় অংশই লুকানো হলো। -মেরাজ (আলাপ) ১৯:১৮, ১০ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

@Owais Al Qarni: উপরোল্লিখিত আলোচনা সাপেক্ষে তালিকা পুনরায় ঝাড়ু দেওয়া হচ্ছে। এতে অধিকাংশ প্রতিষ্ঠানের নামই সরিয়ে দেওয়া হতে পারে এবং ইতোমধ্যেই কয়েকটি সরানো হয়েছে। কোনো মন্তব্য থাকলে এখানে করার জন্য অনুরোধ করা হলো, ধন্যবাদ। হীরক রাজা ১২:২৫, ৯ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Aishik Rehman: ঝাড়ু দেওয়ার জন্য ধন্যবাদ। তবে কিসের ভিত্তিতে কিছু রাখলেন আর কিছু ডিলিট করলেন?–ধর্মমন্ত্রী (আলাপ) ১৬:০৩, ৯ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Owais Al Qarni ভিত্তি ইতোমধ্যেই মেরাজ ভাই সংযুক্ত করেছেন। যেগুলো রয়ে গেছে সেগুলোতে এখনও ঝাড়ু দেওয়া হয় নি। আমি যুক্ত করেছিলাম এমন কিছু মাদ্রাসাও বাদ পড়েছে। হীরক রাজা ১৬:১১, ৯ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Owais Al Qarni: তালিকায় মাদ্রাসার ক্রম বদলাম ও টুকটাক সংশোধন করুন। বর্তমানে কিছু অংশের তালিকার ক্রম একটি সাইটের সাথে মিলে যায়। --আফতাবুজ্জামান (আলাপ) ২৩:২৬, ২৯ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

সম্পাদনার অনুরোধ, ৫ ডিসেম্বর ২০২১[সম্পাদনা]

"জামিয়া মাদানিয়া কোলাপাড়া হেলাল" নামে একটি মাদ্রাসার নাম মু্ন্সীগঞ্জ জেলা তে ছুটে গেছে। যোগ করুন। 103.94.135.146 (আলাপ) ১৭:৫৬, ৫ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

করা হয়নি। এই পুরো নিবন্ধটি পরিষ্কার করতে হবে। গণহারে নাম যোগ করা যাবে না। আফতাবুজ্জামান (আলাপ) ০১:৪০, ১৯ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
রংপুর বিভাগের মাদরাসাগুলোর ডিটেইলস নেই। যোগ করতে চাই। জাহিদ হাসান হামিদপুরী (আলাপ) ০৮:২৫, ২৮ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@জাহিদ হাসান হামিদপুরী: উপযুক্ত সূত্র সহ যোগ করুন। সাহায্য লাগলে জানাবেন।–ধর্মমন্ত্রী (আলাপ) ০৮:৫৫, ২৮ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
কিভাবে যোগ করতে হয়? Usama najid (আলাপ) ১৯:৫৪, ১৪ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

খাদিজা রা. মহিলা মাদরাসার নাম যুক্ত করার আবেদন[সম্পাদনা]

খাদিজা রা. মহিলা মাদরাসা।

দক্ষিণগাঁও, সবুজবাগ, ঢাকা-১২১৪।

স্থাপিত - ২০১৫ ঈসাব্দ। হেদায়া জামায়াত পর্যন্ত। নিজস্ব ভবনে।

ঢাকা দক্ষিণ সিটির ৭৩ নং ওয়ার্ডে অবস্থিত।

আশা করি মাদসাটির নাম আপনাদের তালিকায় অন্তর্ভুক্ত করবেন। আল্লাহ তাআলা আপনাদের খিদমতের পরিপূর্ণ জাযা দান করুন। 103.89.24.223 (আলাপ) ০৩:০৪, ৫ জুলাই ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

সম্পাদনার অনুরোধ, ৬ এপ্রিল ২০২৪[সম্পাদনা]

আমার আরো কিছু জেলার আরো কিছু প্রসিদ্ধ মাদাসার নাম জানা আছে তাই আমি মাদ্দ্রাসার নাম আরো সংযোজনের জন্য আবেদন করছি। যেমন

           নরসিংদী
  • [দারুল উলুম দত্তপাড়া মাদ্রাসা,নরসিংদী]
  • [জামিয়া এমদাদিয়া আরাবিয়া,শেখেরচর,নরসিংদী]
  • [জামিয়া কুরআনিয়া মে'রাজুল উলুম বৌয়াকুড়,নরসিংদী]
  • [জামিয়া ইসলামিয়া আরাবিয়া দক্ষিণ মির্জানগর,রায়পুরা,নরসিংদী] Shakirur Rahman (আলাপ) ০৯:৪২, ৬ এপ্রিল ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
 করা হয়নি নিবন্ধে কোনো মাদ্রাসার নাম যোগ করতে চাইলে মাদ্রাসাটিকে উল্লেখযোগ্য হতে হবে, অর্থাৎ উইকিপিডিয়ায় মাদ্রাসাটিকে নিয়ে নিবন্ধ থাকতে হবে। উল্লেখিত মাদ্রাসাগুলোকে নিয়ে নিবন্ধ না থাকায় তালিকায় যুক্ত করা হয়নি —শাকিল (আলাপ · অবদান) ১৩:২৫, ৬ এপ্রিল ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]