আলাপ:নীলুফার ইয়াসমিন

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নীলুফার ইয়াসমীন নামের বানান প্রসঙ্গে[সম্পাদনা]

ফরিদা ইয়াসমিন, সাবিনা ইয়াসমিন, নীলুফার ইয়াসমিন তিনবোনই নামের বানান "ইয়াসমিন" লেখেন। শুধুমাত্র অন্য বোন ফওজিয়া খান ইয়াসমিন লেখেননা, তিনি খান পদবী ব্যবহার করেন। নীলুফার ইয়াসমীন এই নিবন্ধটি তাই শিল্পী নীলুফার ইয়াসমিনকে রিপেজেন্ট করেনা। বিষয়টি সংশোধনের প্রস্তাব করছি। --- ‌‍‍‍ইমন রেজা (আলাপ) ০১:০১, ২১ নভেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

@Imonreza: ঠিক করা হয়েছে। আফতাব (আলাপ) ০১:৩৯, ২১ নভেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
@Aftabuzzaman: অনেক ধন্যবাদ। -- ইমন রেজা (আলাপ) ০১:৪৪, ২১ নভেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

পুনর্লিখন[সম্পাদনা]

@Imonreza: নিবন্ধের লেখা সামহোয়্যার ইন ব্লগের লেখার সাথে হুবুহু মিলে যাচ্ছে, যেখানে ব্লগের লেখক তা আবার দৈনিক জনকণ্ঠ থেকে নকল করেছেন। দৈনিক জনকণ্ঠ তাদের লেখা উন্মুক্ত লাইসেন্সের আওতায় প্রকাশ করে না, তাদের লেখা কপিরাইটযুক্ত। যার অর্থ এই নিবন্ধের সম্পূর্ণ লেখা পুনর্লিখন প্রয়োজন'আফতাব (আলাপ) ২২:৩৫, ২১ নভেম্বর ২০১৭ (ইউটিসি) আফতাব (আলাপ) ২২:৩৫, ২১ নভেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]