১৯৩৮ ফার ইস্টার্ন গেমস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

১১তম ফার ইস্টার্ন গেমস ১৯৩৮ সালে ওসাকা, জাপানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ঘটনাবলী[সম্পাদনা]

দ্বিতীয় সিনো জাপানি যুদ্ধের সময় যুদ্ধে চীনা সৈন্যরা।

নির্ধারিত ১১তম ফার ইস্টার্ন চ্যাম্পিয়নশিপ গেমস ওসাকা, জাপানে ১৯৩৮ সালে হওয়ার কথা থাকলেও ১৯৩৭ সালের ৭ জুলাই দ্বিতীয় সিনো জাপানি যুদ্ধের কারণে তা পরে বাতিল করা হয়। এই যুদ্ধ ফার ইস্টার্ন অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের দুই প্রধান সদস্য চীন এবং জাপানের মধ্যকার, যেটি ২ সেপ্টেম্বর ১৯৪৫ দ্বিতীয় বিশ্বযুদ্ধর সাথে শেষ হয়।

এর পর ফার ইস্টার্ন গেমস আর অনুষ্ঠিত হয়নি।

বহিঃসংযোগ[সম্পাদনা]