ভারতীয় নাগরিকদের জন্য ভিসার প্রয়োজনীয়তা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাধারণ ভারতীয় পাসপোর্টের প্রথম প্রচ্ছদ পাতা

ভারতীয় নাগরিকদের জন্য ভিসার প্রয়োজনীয়তা বলতে অন্যান্য রাষ্ট্রসমূহে প্রবেশের ক্ষেত্রে ঐ সব রাষ্ট্রের কর্তৃপক্ষ দ্বারা ভারতীয় নাগরিকদের উপরে প্রযুক্ত বিধিনিষেধকে বোঝায়। ১ জুলাই ২০২০ (2020-07-01)-এর হিসাব অনুযায়ী ভারতীয় নাগরিকেরা বিশ্বের ৫৮টি দেশ ও অঞ্চলে হয় ভিসা ছাড়া কিংবা আগমনমাত্র ভিসার সুবিধা নিয়ে প্রবেশ করতে পারেন। হেনলি পাসপোর্ট সূচক অনুযায়ী আন্তর্জাতিক ভ্রমণ স্বাধীনতার ক্ষেত্রে ভারতের অবস্থান ৮৫তম।[১]

ভারতীয়রা বিভিন্ন দেশে অবৈধভাবে পাড়ি জমায় বিশেষভাবে ইউরোপ-আমেরিকাতে, সেইজন্যে ভারতীয়দের ক্ষেত্রে ইউরোপ-আমেরিকা ভ্রমণে কড়াকড়ি আরোপ করা আছে। ৮ আগস্ট ২০১৭ তারিখ থেকে ভারতীয় টুরিস্ট এবং ব্যবসায়ীরা বা চিকিৎসা সেবা নিতে ইচ্ছুক মানুষরা রাশিয়াতে ভিসা ছাড়াই যেতে পারবে।[২] ভারতীয় ভ্রমণকারীদের ভুটান এবং নেপাল ছাড়া অন্য রাষ্ট্রে ভ্রমণকালে অপরিশোধযোগ্য কাজে লিপ্ত হতে হলে একটা ভিসা বা কাজের স্বীকৃতিপত্র নিতে হয়। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড বা মিজোরাম রাজ্যের বাসিন্দা নয় এমন ভারতীয় নাগরিকদের জন্য এইসব রাজ্যে ভ্রমণকালে ইনার লাইন পারমিট (ILP) নিতে হয়। আইএলপি অনলাইন বা এইসব রাজ্যের বিমানবন্দর সমূহ থেকে সংগ্রহ করা যেতে পারে।

ভিসার প্রয়োজনীয়তা নির্দেশক মানচিত্র[সম্পাদনা]

সাধারণ পাসপোর্টধারী ভারতীয়দের জন্য ভিসার প্রয়োজন/অপ্রয়োজন
  ভারত
  ভিসামুক্ত
  যাওয়ার পর ভিসা ইস্যু
  ই-ভিসা
  যাওয়ার পর ভিসা এবং অনলাইনে ভিসা
  ভিসা প্রয়োজন

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "The Henley Passport Index"। Henley & Partners Holdings Ltd। ২৫ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২০This graph shows the full Global Ranking of the 2020 Henley Passport Index. As the index uses dense ranking, in certain cases, a rank is shared by multiple countries because these countries all have the same level of visa-free or visa-on-arrival access. 
  2. "Об утверждении перечня государств, для граждан которых устанавливается упрощённый порядок въезда в Россию через пункты пропуска свободного порта Владивосток"m.government.ru