সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়

স্থানাঙ্ক: ২৫°০৭′২৪″ উত্তর ৮৮°৩৫′৩২″ পূর্ব / ২৫.১২৩৪° উত্তর ৮৮.৫৯২৩° পূর্ব / 25.1234; 88.5923
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়
Sapahar Pilot High School
সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়
অবস্থান
মানচিত্র
প্রফেসর পাড়া, কলেজ রোড, সাপাহার, নওগাঁ

স্থানাঙ্ক২৫°০৭′২৪″ উত্তর ৮৮°৩৫′৩২″ পূর্ব / ২৫.১২৩৪° উত্তর ৮৮.৫৯২৩° পূর্ব / 25.1234; 88.5923
তথ্য
ধরনআধা সরকারী
নীতিবাক্যপড় তোমার প্রভুর নামে
প্রতিষ্ঠাকাল১৯৬২ (1962)
বিদ্যালয় বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী
বিদ্যালয় জেলানওগাঁ
সেশনজানুয়ারি-ডিসেম্বর
বিদ্যালয় কোড১২৩৭৫০
ইআইআইএন১২৩৭৫০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সভাপতিমোঃ আঃ বারী শাহ্ চৌধুরী (বাবু)
প্রধান শিক্ষকমোঃ সাজেদুল আলম
শ্রেণী৬ষ্ঠ-১০ম
লিঙ্গছেলে-মেয়ে
শিক্ষার্থী সংখ্যাপ্রায় ৯৫০ জন
ভাষাবাংলা
বিদ্যালয়ের কার্যসময়সকাল ৯ঃ০০টা-বিকাল ৪ঃ০০টা
ক্যাম্পাসের ধরনশহুরে
রং         
White and Navy Blue
ওয়েবসাইটhttp://www.sphs1962.edu.bd/

সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় বাংলাদেশের একটি প্রাচীন মাধ্যমিক বিদ্যালয়। এটি নওগাঁ জেলার সাপাহার থানার সাপাহার সদরে অবস্থিত।[১] এটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী এর অধীনে পরিচালিত।[২]

ইতিহাস[সম্পাদনা]

এটি ১৯৬২ সালে প্রতিষ্ঠিত।[৩] এটি সাপাহার এর প্রধান মাধ্যমিক বিদ্যালয় হিসেবে বিবেচিত হয়। বিদ্যালয়টি ২০১২ সালে তাদের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন করে। বিদ্যালয়টির EIIN No. ১২৩৭৫০।

একাডেমিক কার্যক্রম[সম্পাদনা]

বিধ্যালয়টিতে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত সহঃশিক্ষা কার্যক্রম চালু আছে। বিদ্যালয়ে বিজ্ঞান, মানবিক ও কারিগরি শাখা চালু আছে। বালাক ও বালিকা পৃথক শাখার ব্যবস্থা আছে। শিক্ষক ও শিক্ষার্থীদের পড়ালেখার জন্য সমৃদ্ধ গ্রন্থাগার রয়েছে। শিক্ষর্থীদের জন্য সহঃশিক্ষা কার্যক্রম এর ব্যবস্থা আছে, ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব এবং ডিবেটিং ক্লাব বিশেষ ভাবে সক্রিয়।[৪]

সাফল্য[সম্পাদনা]

বিদ্যালয়টি বরাবরই সফলতার সাথে প্রতি বছর জেলার অন্যান্য বিদ্যালয় এর সাথে প্রতিযোগিতামূলক ফলাফল করে থাকে। জেএসসি ২০১৯ এ উপজেলায় সর্বোচ্চ সংখ্যক, ৭৭ জন জিপিএ-৫ অর্জন করে। জেএসসি ২০১৯ এ উপজেলায় সর্বোচ্চ সংখ্যক ৩৩ জন বৃত্তি লাভ করে। এসএসসি ২০২০ এ উপজেলায় ১ম, ২য় এবং ৩য় স্থান অধিকার সহ ১০৬ জন জিপিএ-৫ অর্জন করে যেখানে নম্বরের ভিত্তিতে জেলায় প্রথম স্থান অর্জন করে। এসএসসি ২০২০ এর ফলাফলের ভিত্তিতে উপজেলায় সর্বোচ্চ সংখ্যক ১৫ জন এর বৃত্তি লাভ করে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Institute Basic Info"Education Management Information System। Directorate of Secondary And Higher Education। ৩১ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৯ 
  2. "ইএসআইএফ"মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী। রাজশাহী শিক্ষা বোর্ড। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২৩ 
  3. মো. মোখলেছুর রহমান (২০১২)। "সাপাহার উপজেলা"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  4. স্কুলের বাৎসরিক প্রকাশনা