রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রতীক-রামকৃষ্ণ-মিশন

রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানহল কলকাতায় শরৎ বসু রোডে অবস্থিত একটি চিকিৎসা প্রতিষ্ঠান এবং হাসপাতাল, যা রামকৃষ্ণ মঠরামকৃষ্ণ মিশনের অধীনে কাজ করে। ১৯৩২ সালের জুলাই মাসে সারদা দেবীর শিষ্য স্বামী দয়ানন্দের দ্বারা মাতৃত্ব ও শিশুকল্যাণ ক্লিনিক শিশুমঙ্গল প্রতিষ্ঠান পথ চলা শুরু করে।[১][২]

স্বামী দয়ানন্দ (জন্ম নাম- বিমল) রামকৃষ্ণ মঠের ও রামকৃষ্ণ মিশনের নবম সভাপতি স্বামী মাধবানন্দের, (১৯৬২-১৯৬৫) ছোট ভাই ছিলেন। [৩] ১৯৫৬ সালে, ক্লিনিক বর্তমান হাসপাতালে জন্য পথ চলা শুরু করে। বর্তমানে প্রতিষ্ঠানটি ৬০০ শয্যার সাধারণ হাসপাতালে, মা সারদা স্কুল অফ নার্সিং, বিবেকানন্দ ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস, গ্রামীণ এলাকায় মোবাইল স্বাস্থ্যকেন্দ্র এবং কমিউনিটি স্বাস্থ্য সেবা প্রদান করে।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Ramakrishna Mission Shishumangal Pratishthan"। Doctor NDTV। ২০১৪-০২-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০২-১৩ 
  2. "Seva Pratishthan Branch of the Ramakrishna Math and Ramakrishna Mission"। Ramakrishna Math and Ramakrishna Mission। সংগ্রহের তারিখ ২০১৪-০২-১৩ 
  3. "The Presidents of Ramakrishna Order"। Vedanta Society of St. Louis - A Branch of The Ramakrishna Order of India। ২০১৪-০২-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০২-১৩