উইকিপিডিয়া:অধিকারের আবেদন/সফল/স্বয়ংক্রিয় পরীক্ষণ/২০১৭

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

Rafi Bin Tofa[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

উইকিতে আছি দুই বছরের বেশি সময় ধরে। এখন পর্যন্ত আমি ৫৯০+ সম্পাদনা করেছি এবং ৫০+ নিবন্ধ তৈরি করেছি। এই অধিকারটি পেলে আরো ভালো ভাবে উইকিতে অবদান রাখতে পারব। রাফি ১২:৩৮, ৬ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

@Rafi Bin Tofa: আপনি নিয়মিত সম্পাদনা করেন ও আপনি ৫০টি নিবন্ধও তৈরি করেছেন। এই অধিকারের প্রায় সব নীতিমালাই আপনি পূরণ করেছেন কিন্তু আপনার বেশ কিছু নিবন্ধ দুই লাইন বা তিন/চার লাইন করে লেখা। অধিকারটি পেলে আপনি কি সম্প্রদায়কে এ ব্যাপারে নিশ্চয়তা দিচ্ছেন যে, নিবন্ধ তৈরির সময় কমপক্ষে তিন/চার প্যারা তৈরি করবেন ও পূর্বের ছোট নিবন্ধগুলো সম্প্রসারণের চেষ্ঠা করবেন?--যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:২৩, ৬ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
অবশ্যই নাহিদ ভাই। সে নিশ্চয়তা দিতে পারি। অন্যথায় যে কোন সিদ্ধান্ত আমি মেনে নেব।রাফি ১৪:৪৯, ৬ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
 করা হয়েছে--যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:৪১, ৬ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

NahidSultan (WMF)[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

এই একাউন্টটি আমার কাজের অংশ হিসেবে অফিস কর্তৃক তৈরিকৃত এবং সামনের দিনগুলোতে অফিসিয়াল কাজে এই উইকিতেও একাউন্টটি ব্যবহার হবে। একাউন্টটিতে স্বয়ংক্রিয় পরীক্ষণ সুবিধা যুক্ত করলে আশা করছি অন্যদের প্যাট্রোলের কাজ একটু হলেও কমবে :) আমার ব্যক্তিগত একাউন্ট NahidSultan। অগ্রীম ধন্যবাদ। – NahidSultan (WMF) (আলাপ) ১৮:৩৪, ৯ মার্চ ২০১৭ (ইউটিসি) – NahidSultan (WMF) (আলাপ) ১৮:৩৪, ৯ মার্চ ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে --আফতাব (আলাপ) ১৮:৫২, ৯ মার্চ ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

Abu Sayeem Mahfooz Khan[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমার নিবন্ধ ইতিহাসে অবাঞ্ছিত লেখা যোগের পরিসংখ্যান নাই এবং প্রায়শই নতুন বিষয়বস্তু যোগ করার চেষ্টা করি। -মাহ্‌ফুজ (আলাপ) ১০:০৬, ২৫ মে ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে  – তানভির মোর্শেদ (আলাপ) ১৪:৫৫, ২৫ মে ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

খাঁ শুভেন্দু[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি বাংলা উইকিতে গত ১ বছর ৬ মাসের বেশি কাজ করছি। বাংলা ইউকিতে কাজ করতে ভালো লাগে বিষেশত নতুন নিবন্ধ তৈরি করতে। আমি নতুন নিবন্ধ তৈরির সঙ্গে সঙ্গে উইকিতে স্বয়ংক্রিয় পরীক্ষণ হিসাবে কাজ কতে চাই বাংলা নিবন্ধের মান উন্নয়নে ও নতুন উইকিপিডিানদের নিবন্ধ উন্নয়নে। খাঁ শুভেন্দু (আলাপ) ১৯:০৩, ৩১ আগস্ট ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

@খাঁ শুভেন্দু: ইতিমধ্যে আপনার এই অধিকারটি রয়েছে। আফতাব (আলাপ) ১৯:৩১, ৩১ আগস্ট ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

Tahmid02016[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি বাংলা উইকিপিডিয়ার একজন নিয়মিত এবং অভিজ্ঞ ব্যবহারকারী। বাংলা উইকিপিডিয়াতে আমার তৈরি সম্পাদনা ২২০০ এরও বেশী। বিভিন্ন উইকিমিডিয়া প্রকল্পে আমার তৈরি সম্পাদনা সংখ্যা ৭০০০ এরও বেশী। আমি বাংলা উইকিপিডিয়াতে ৫০ টিরও অধিক নিবন্ধ রচনা করেছি। উইকিপিডিয়ার কপিরাইট এবং উল্লেখযোগ্যতাসহ অন্যান্য নীতিমালা এবং নির্দেশাবলি সম্পর্কে আমার পর্যাপ্ত জ্ঞান রয়েছে। অর্থাৎ একজন স্বয়ংক্রিয় পরিক্ষক হওয়ার সব শর্তই আমি পূরণ করেছি। যদি আমি এই অধিকারটি পাই তাহলে আমার সম্পাদনাসমূহ অন্য ব্যবহারকারীদের পরিক্ষিত হিসেবে চিহ্নিত করতে হবে না যা তাদের সময় অপচয় হওয়া থেকে রক্ষা করবে। আশা করি আমাকে এই অধিকারটি দেওয়া হবে। Tahmid02016 (আলাপ) ১৪:০৮, ১৯ নভেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে --আফতাব (আলাপ) ১৬:৪৫, ২২ নভেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]