ফ্রেড রসার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ড্যারেন ইয়াং থেকে পুনর্নির্দেশিত)
ড্যারেন ইয়াং
এপ্রিল ২০১৬ সালে ড্যারেন ইয়াং
জন্ম নামফ্রেডরিক ডগলাস রোসার ৩
জন্ম (1983-11-02) ২ নভেম্বর ১৯৮৩ (বয়স ৪০)[১]
ইউনিয়ন, নিউ জার্সি,
মার্কিন যুক্তরাষ্ট্র[২]
বাসস্থানমায়ামি বিচ ফ্লোরিডা,
মার্কিন যুক্তরাষ্ট্র
শিক্ষা প্রতিষ্ঠানফেয়ারলেই ডিকিনসন ইউনিভার্সিটি
পেশাদারি কুস্তি ক্যারিয়ার
রিংয়ে নামড্যারেন ইয়াং[২]
ফ্রেড রোসেন[৩]
ফ্রেড রোসার[২]
ফ্রেড স্যাম্পসন[২]
ফ্রেড সেনফর্ড[২]
ফ্রেডরিক অফ হলিউড[৩]
অফিসার স্যাম্পসন[৩]
কথিত উচ্চতা৬ ফুট ১ ইঞ্চি (১.৮৫ মিটার)[৪]
কথিত ওজন২৩৯ পা (১০৮ কেজি)[৪]
কথিত
প্রশিক্ষণকেন্দ্র
মায়ামি, ফ্লোরিডা[৪]
প্রশিক্ষকডেনিস কোন্ড্রি[২]
ফ্লোরিডা চ্যাম্পিয়নশিপ রেসলিং[২]
অভিষেক২০০২

ফ্রেডরিক ডগলাস রোসার ৩ (জন্ম: নভেম্বর ২, ১৯৮৩),[৫] অধিক পরিচিত তার রিংয়ের নাম ড্যারেন ইয়াং নামে, হলেন একজন মার্কিন পেশাদার কুস্তিগির, যিনি বর্তমানে ডাব্লিউডাব্লিউইর সাথে সংযুক্ত রয়েছেন, যেখানে তিনি ব্র্যান্ডে কুস্তি করেন। তিনি বর্তমানে ডাব্লিউডাব্লিউইতে ইনজুরির কারণে অকার্যকর রয়েছেন।

ডাব্লিউডাব্লিউইতে সংযুক্ত হওয়ার পূর্বে, রোসার উত্তর-পূর্ব এবং মধ্য-আটলান্টিকের বিভিন্ন স্বাধীন সার্কিটে কুস্তি করেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো: কেওটিক রেসলিং, ইস্ট কোস্ট রেসলিং এসোসিয়েশন, স্বাধীন রেসলিং ফেডারেশন এবং জাতীয় কুস্তি জোট। ২০০৯ সালে রোসার ডাব্লিউডাব্লিউইর উন্নয়নমূলক ব্রান্ড ফ্লোরিডা চ্যাম্পিয়নশিপ রেসলিংয়ে কুস্তি করেছেন এবং ২০১০ সালে তার বর্তমান রিং নামে এনএক্সটির ১ম আসরে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছেন। উক্ত বছরের শেষের দিকে, তিনি দ্য নেক্সাসের সদস্য হিসেবে ডাব্লিউডাব্লিউইর প্রধান রোস্টারে অন্তর্ভুক্ত হন। ইয়াং পরবর্তীতে টাইটাস ও'নেইলের সাথে দ্য প্রাইম টাইম প্লেয়ারস গঠন করেন, যেখানে তিনি এক বারের ডাব্লিউডাব্লিউই ট্যাগ টিম চ্যাম্পিয়ন ছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Darren Young (Frederick Rosser III) Profile Info Bio Matches"। ১৬ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৭ 
  2. "Darren Young"। Online World of Wrestling। সংগ্রহের তারিখ এপ্রিল ২৭, ২০১০ 
  3. "Cagematch profile"Cagematch। সংগ্রহের তারিখ মার্চ ৪, ২০১০ 
  4. "Darren Young Bio"WWE। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২৮, ২০১১ 
  5. "Darren Young News, Results, Videos & Twitter Of WWE Wrestler - WrestleHeat.com" 

বহিঃসংযোগ[সম্পাদনা]