ময়মনসিংহ সিটি কর্পোরেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ময়মনসিংহ সিটি কর্পোরেশন
প্রতীক বা লোগো
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সিলমোহর
ধরন
ধরন
মেয়াদসীমা৫ বছর
ইতিহাস
শুরু২ এপ্রিল ২০১৮; ৫ বছর আগে (2018-04-02)
পূর্বসূরীময়মনসিংহ পৌরসভা
নতুন অধিবেশন শুরু১৬ এপ্রিল ২০১৯
নেতৃত্ব
ডেপুটি মেয়র
মোঃ আসিফ হোসেন ডন
মোঃ ইউসুফ আলী
গঠন
আসন৪৪ (নারীদের জন্য সংরক্ষিত ১১টি আসন-সহ)
রাজনৈতিক দল
প্রশাসন (৪৪)
নির্বাচন
ফার্স্ট-পাস্ট-দ্য-পোস্ট ভোটদান
সর্বশেষ নির্বাচন
২০১৯
পরবর্তী নির্বাচন
২০২৪
সভাস্থল
নগর ভবন, ময়মনসিংহ
ওয়েবসাইট
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) বাংলাদেশের ময়মনসিংহের একটি স্থানীয় সরকার সংস্থা। ১৭৯১ খ্রিষ্টাব্দে জেলা সদরের পত্তন হয় এবং ১৮৬৯ খ্রিষ্টাব্দে ময়মনসিংহ শহরের সার্বিক উন্নয়ন এবং ব্যবস্থাপনা করার লক্ষ্যে পৌরসভা গঠিত হয়। ২০১৮ সালের ২ এপ্রিল ময়মনসিংহ সিটি কর্পোরেশন ঘোষণা করা হয়। ২০১৮ সালের ১৪ই অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।[১] এটি বাংলাদেশের দ্বাদশ সিটি কর্পোরেশন ও এর আয়তন ৯১ দশমিক ৩১৫ বর্গ কি.মি.।

ইতিহাস[সম্পাদনা]

১৭৯১ সালে ময়মনসিংহ জেলার সেহড়া গ্রামে নাসিরাবাদ শহর স্থাপিত হয়। ময়মনসিংহ শহর প্রতিষ্ঠিত হয় ১৮১১ সালে। মুক্তাগাছার জমিদার রঘুনন্দন আচার্য এই শহরের জন্য জায়গা দেন। ১৮৮৪ সালে রাস্তায় প্রথম কেরোসিনের বাতি জ্বালানো হয়। ১৮৮৬ সালে ঢাকা‌-ময়মনসিংহ রেলপথ ও ১৮৮৭ সালে জেলা বোর্ড গঠন করা হয়। ১৮৬৯ সালে স্থাপিত ময়মনসিংহ পৌরসভা একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী পৌরসভা। তৎকালীন নাম ছিল নাসিরাবাদ টাউন কমিটি। পাঁচটি গ্রাম যথা নাসিরাবাদ, কৃষ্টপুর, সেহড়া, চরপাড়া এবং কাশর নিয়ে পৌরসভার বিস্তৃতি ছিল, যার আয়তন ছিল ২.১৫ বর্গ কিলোমিটার। ১৯৭৭ সালে এটি মিউনিসিপ্যাল কমিটিতে উন্নীত হয়। ১৯০৫ সালে নাসিরাবাদের পরিবর্তে ময়মনসিংহ নাম ধারণ করে এবং ১৯৩৬ সালে কৃষ্টপুর ছাড়া বাকি চারটি গ্রাম মিলে ময়মনসিংহ শহর মৌজা গঠিত হয়। ১৯৭২ সালের বাংলাদেশ স্থানীয় কাউন্সিল এবং পৌর কমিটির আদেশের মাধ্যমে ময়মনসিংহ টাউন কমিটি বিলুপ্ত করে ময়মনসিংহ পৌরসভা নামকরণ করা হয়। ১৯৭৮ সালে Declaration and Alteration of Municipalities Rules অনুসারে ৮.৩৯ বর্গকিলোমিটার এলাকা বর্ধিত করা হয়। সাবেক পৌরসভার আয়তন ছিল ২১.৭৩ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা ছিল প্রায় পাঁচ লক্ষাধিক। শহরটি রাজধানী ঢাকা থেকে ১২১ কি.মি. উত্তরে প্রায় সমতল ভূমির ওপর অবস্থিত। ময়মনসিংহ শহরের উত্তর পূর্ব প্রান্ত দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদ, মহাপর্বত হিমালয় সরোবর হতে উৎসরিত হয়ে, আসাম ও ময়মনসিংহ শহরের উপকন্ঠের ওপর দিয়ে প্রবাহিত হয়ে, ভৈরবের কাছে মেঘনায় মিলিত হয়ে, দক্ষিণে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। [২]

আত্মপ্রকাশ[সম্পাদনা]

২ এপ্রিল ২০১৮ তারিখে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় অনুমোদনের মধ্য দিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশন গঠিত হয়।[৩] ২০১৮ সালের ১৪ই অক্টোবর ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর প্রজ্ঞাপন জারি হয়।[১] ময়মনসিংহ সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে বয়ড়া ও আকুয়া সম্পূর্ণ এবং খাগডহর, চর ঈশ্বরদিয়া (চায়নামোড়-চরকালিবাড়ী), দাপুনিয়া, ভাবখালী, সিরতা ও চর নিলক্ষীয়ার আংশিক পল্লী এলাকাকে পৌরসভার অন্তর্ভুক্ত করে ১২টি ওয়ার্ড ও প্রাক্তন পৌরসভার ২১টি ওয়ার্ড নিয়ে সিটি কর্পোরেশন এলাকা নির্ধারণ করা হয়। নবগঠিত সিটি কর্পোরেশনে মোট ওয়ার্ডের সংখ্যা ৩৩। পূর্বে এ শহরটি ছিল ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীর কেন্দ্রীক। কিন্তু নবগঠিত সিটি কর্পোরেশন ব্রহ্মপুত্র নদের দুই তীরেই তথা পূর্ব ও পশ্চিম তীর কেন্দ্রীক। পশ্চিম তীরের প্রাণকেন্দ্র গাঙ্গিনাপাড়, আমলাপাড়া, অভিজাত এলাকা নতুন বাজার, মধ্যবিত্তের প্রিয় মাসকান্দা-কাঠগোলা-আকুয়া-নওমহল-সানকিপাড়া-কেওয়াটখালী-কাশর-ভাটিকাশর-বাঘমারা-বলাশপুর-ঢাকা বাইপাস-বা.কৃৃ.বি.শেষমোড়, উচ্চ মধ্যবিত্তের চরপাড়া-নয়াপাড়া-আমিরাবাদ-কলেজ রোড-কাঁচিঝুলী-সেনবাড়ী আর পূর্ব তীরের উদীয়মান এলাকা হচ্ছে চায়নামোড়, গোদারাঘাট, দক্ষিণ চরকালিবাড়ী ও শম্ভুগঞ্জ বাজার।

প্রশাসনিক অবকাঠামো[সম্পাদনা]

২০১৮ সালের ১৬ ই অক্টোবর বিলুপ্ত ময়মনসিংহ পৌরসভার প্রাক্তন মেয়র ইকরামুল হক টিটুকে ১৮০ দিনের জন্য প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়। [৪] ৫ মে ২০১৯ ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৪২জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মেয়র পদে কোনো প্রার্থী না থাকায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক মেয়র ও কর্পোরেশন প্রশাসক ইকরামুল হক টিটু বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন।

ভৌগোলিক সীমানা[সম্পাদনা]

ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর আয়তন ৯১.৩১৫ বর্গ কি.মি.।[৫]

ময়মেনসিংহ সিটি কর্পোরশনের ৩৩টি সাধারণ ও ১১টি সংরক্ষিত ওয়ার্ড নির্ধারণ করা হয়েছে। সাধারণ ওয়ার্ড নির্ধারণ বিলুপ্ত ময়মনসিংহ পৌরসভার ২১টি ওয়ার্ডের  সীমানা ঠিক রেখে  নতুন আরও ১২টি ওয়ার্ড  সংযোজন করা হয়েছে। ফলে ময়মনসিংহ সিটি কর্পোরশনের র্নিবাচনের সকল বাধা কেটে যায় ও ২০১৯ সালের মে মাসে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।

পৌরসভার ২১টি ওয়ার্ডের বাহিরে নতুন যে ১২টি ওয়ার্ড সংযোজন করা হয়েছে। তার সীমানা হচ্ছে ২২ নং ওয়ার্ডে বিলুপ্তু বয়ড়া ইউনিয়নের ১, ২ ও ৩ ওয়ার্ডের সর্ম্পূণ অংশ; ২৩ নং ওয়ার্ডে সুতিয়াখালী ও বেলতলী; ২৪ নং ওয়ার্ডে বয়ড়া ইউনিয়নের ৭ ও ৯ ওয়ার্ডে এবং ছভাগিয়া ও ছালাকান্দি; ২৫ নং ওয়ার্ডে দিঘারকান্দা ও ফকিরাকান্দা; ২৬ নং ওয়ার্ডে উজান বাড়েরা (আকুয়া ইউনিয়নের আগের ৩ নং ওয়ার্ডের অংশ), কান্দাপাড়া, মধ্যবাড়েরা, ভাটিবাড়েরা ও শিকারীকান্দা; ২৭ নং ওয়ার্ডে আকুয়া দক্ষিণপাড়া (আকুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের অংশ) ও মোড়লপাড়া; ২৮ নং ওয়ার্ডে চুকাইতলা, আকুয়া দক্ষিণপাড়া (আকুয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের অংশ); ২৯ নং ওয়ার্ডে উত্তর দাপুনিয়া (দাপুনিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের অংশ), কলাপাড়া (দাপুনিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের অংশ), হাড় গুজিরপাড়, দাপুনিয়া ভাটিপাড়া (পশ্চিম) (দাপুনিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের অংশ), বাদকেল্পা (নাজমি), বাদকেল্পা (রুস্তম), উজানবাড়রো (আকুয়া ইউনিয়নের আগরে ২ নং ওয়ার্ডের অংশ) ও গন্দ্রপা; ৩০ নং ওয়ার্ডের খাগডহর (খাগডহর ইউনিয়নের পুরাতন ৯ নং ওয়ার্ডের অংশ), কিসমত, হাসিবাসী, বৈশাখাই, বাঘেরকান্দা, নিজকল্পা, রহমতপুর (খাগডহর ইউনিয়নের আগরে ৩ নং ওয়ার্ডের অংশ); ৩১ নং ওয়ার্ড জেলখানার চর (খাগডহর ইউনিয়নের আগের ৯ নং ওয়ার্ডের অংশ), চরঈশ্বরদিয়া ও চরগোবিন্দপুর; ৩২ নং ওয়ার্ডে চায়নামোড়-চরকালিবাড়ি; এবং ৩৩ নং ওয়ার্ডে চরঝাউগড়া, চরগোবদিয়া, শম্ভুগঞ্জ বাজার ও রঘুরামপুর।

জনসংখ্যা[সম্পাদনা]

ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মোট জনসংখ্যা ৫ লাখের বেশি।

অর্থনীতি ও বিদ্যুৎ কেন্দ্র[সম্পাদনা]

ময়মনসিংহ মহানগরীর একমাত্র ভারী শিল্পপ্রতিষ্ঠান হলো ময়মনসিংহ জুট মিলস লি: যা নগরীর চায়নামোড় এলাকায় (সিটি কর্পোরেশন ওয়ার্ড নং ৩২) অবস্থিত।

এখানে রয়েছে ২১০ মেগাওয়াট ক্ষমতার রুরাল পাওয়ার কোম্পানি (আরপিসিএল) বিদ্যুত কেন্দ্র।

এছাড়াও ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর আওতায় রয়েছে ১৯৬৮ সালে তৎকালীন পাকিস্তান সরকার কর্তৃক প্রতিষ্ঠত বিসিক শিল্পনগরী যা ২১.০০ একর জায়গার উপর শহরের মাসকান্দা এলাকায় অবস্থিত।

শিক্ষাব্যবস্থা[সম্পাদনা]

শিক্ষাবোর্ড - ১ টি

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, ময়মনসিংহ

পাবলিক বিশ্ববিদ্যালয় - ১ টি

মেডিক্যাল কলেজ - ২ টি

সরকারী প্রকৌশল কলেজ -১ টি

ক্যাডেট কলেজ -১ টি

সরকারী শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়- ২ টি

  • টিচার্স ট্রেনিং কলেজ (মহিলা)
  • টিচার্স ট্রেনিং কলেজ (পুরুষ)

প্রাথমিক শিক্ষা একাডেমী- ১ টি

  • জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (ন্যাপ)

সরকারী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান - ২টি

  • পলিটেকনিক ইন্সটিটিউট, ময়মনসিংহ
  • কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), ময়মনসিংহ

সরকারী/বেসরকারী প্রাথমিক বিদ্যালয়, স্কুল, স্কুল এন্ড কলেজ ও কলেজ সমূহের তালিকা-

  • ময়মনসিংহ জিলা স্কুল, ময়মনসিংহ
  • বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ
  • গভর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুল,ময়মনসিংহ
  • আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ
  • ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, মোমেনশাহী
  • ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুল (MIS), মোমেনশাহী সেনানিবাস, ময়মনসিংহ
  • ক্যান্টমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়, মোমেনশাহী সেনানিবাস, ময়মনসিংহ
  • মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ
  • শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ
  • নাসিরাবাদ কলেজ, ময়মনসিংহ
  • নটর ডেম কলেজ, ময়মনসিংহ
  • রয়েল মিডিয়া কলেজ
  • ময়মনসিংহ সরকারী কলেজ, ময়মনসিংহ
  • পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন, ময়মনসিংহ
  • ময়মনসিংহ কমার্স কলেজ, ময়মনসিংহ
  • ব্রহ্মপুত্র রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ময়মনসিংহ
  • হাজী কাশেম আলী কলেজ, ময়মনসিংহ
  • কৃষি বিশ্ববিদ্যালয় (কেবি) কলেজ, ময়মনসিংহ
  • কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল, ময়মনসিংহ
  • মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ
  • বর্ডার গার্ড পাবলিক স্কুল ও কলেজ, বিজিবি সেক্টর সদর দপ্তর, বিজিবি, ময়মনসিংহ
  • আলমগীর মনসুর মেমোরিয়াল কলেজ (মিন্টু), ময়মনসিংহ
  • প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল, ময়মনসিংহ।
  • হাজী উসমান আলী উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ।
  • কেওয়াটখালী রেলওয়ে উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ
  • মৃত্যুঞ্জয় স্কুল, ময়মনসিংহ
  • সিটি কলেজিয়েট স্কুল, ময়মনসিংহ
  • নাসিরাবাদ কলেজিয়েট স্কুল, ময়মনসিংহ
  • সেন্ট্রাল পাবলিক স্কুল এন্ড কলেজ, ময়মনসিংহ
  • ন্যাশনাল পাবলিক কলেজ, ময়মনসিংহ
  • ক্যাপিটাল কলেজ, ময়মনসিংহ
  • ফ্লোরেস বয়েজ কলেজ, ময়মনসিংহ
  • প্রগ্রেসিভ মডেল স্কুল, ময়মনসিংহ
  • এ্যাডভন্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ময়মনসিংহ
  • মহাকালী গার্লস স্কুল ও কলেজ, ময়মনসিংহ
  • কলেজ অব বিজনেস সায়েন্স এন্ড টেকনোলজি (সিবিএসটি), ময়মনসিংহ
  • স্টেট ইন্সটিটিউট, ময়মনসিংহ
  • ময়মনসিংহ সিটি কলেজ, ময়মনসিংহ
  • ডি এস কামিল মাদ্রাসা, ময়মনসিংহ
  • শাহীন স্কুল এন্ড কলেজ, ময়মনসিংহ
  • জামিয়া আরাবিয়া মাখযানুল উলূম (তালতলা মাদ্রাসা), ময়মনসিংহ
  • মুসলিম গার্লস স্কুল এন্ড কলেজ, ময়মনসিংহ
  • প্রবাহ বিদ্যানিকেতন, ময়মনসিংহ
  • রাধা সুন্দরী বালিক উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ
  • জেলখানা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার, ময়মনসিংহ
  • পুলিশ লাইন সরকারী প্রাথমিক বিদ্যালয়, পুলিশ লাইন, ময়মনসিংহ
  • আফরোজ খান মডেল স্কুল, ময়মনসিংহ
  • জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ
  • কুমার উপেন্দ্র বিদ্যাপীঠ, ময়মনসিংহ
  • এডওয়ার্ড ইন্সটিটিউশন, ময়মনসিংহ
  • আমলীতলা উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ
  • আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ, ময়মনসিংহ
  • বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান একাডেমী (স্কুল ও কলেজ), ময়মনসিংহ
  • কেওয়াটখালী উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ
  • হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ
  • ময়মনসিংহ উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ
  • এ.আর. খন্দকার উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ
  • ময়মনসিংহ আইডিয়াল কলেজ, ময়মনসিংহ
  • পাটগুদাম উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ
  • পাটগুদাম বালিকা উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ
  • মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসা, ময়মনসিংহ
  • জামিয়া ফয়জুর রহমান (র.), বড় মসজিদ, ময়মনসিংহ
  • ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয় (বেসরকারী), ময়মনসিংহ
  • মুসলিম হাই স্কুল, ময়মনসিংহ
  • নাসিরাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ
  • প্রাইম সেন্ট্রাল কলেজ, ময়মনসিংহ
  • জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ
  • সিরতা উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ
  • গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ময়মনসিংহ
  • শহীদ জিয়া উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ
  • মাসকান্দা হাই স্কুল, ময়মনসিংহ
  • গোহাইলকান্দি উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ
  • ময়মনসিংহ মহিলা কলেজ, ময়মনসিংহ
  • মহিলা মানবিক কলেজ, ময়মনসিংহ
  • জামিয়া ইসলামিয়া, সেহড়া, মোমেনশাহী
  • জিকেপি কলেজ, ময়মনসিংহ
  • ইউসি স্কুল, ময়মনসিংহ
  • কিং স্কুল, ময়মনসিংহ
  • আল আরাবিয়া দাখিল মাদ্রাসা, ময়মনসিংহ
  • ময়মনসিংহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট, ময়মনসিংহ
  • ময়মনসিংহ ডিভিশনাল স্কুল ও কলেজ, ময়মনসিংহ
  • নাজিরাবাদ উচ্চ বিদ্যালয়, চুরখাই, ময়মনসিংহ
  • বলাশপুর বেসরকারী প্রাথমিক বিদ্যালয়, ময়মনসিংহ
  • পাটগুদাম সরকারী প্রাথমিক বিদ্যালয়, ময়মনসিংহ
  • কালেক্টরেট স্কুল ও কলেজ, ময়মনসিংহ
  • জুট মিল আদর্শ বিদ্যানিকেতন, ময়মনসিংহ
  • উদয়ন উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ
  • মোমেনশাহী টেকনিক্যাল কলেজ, ময়মনসিংহ
  • হোসাইন মেমোরিয়াল হাই স্কুল, ময়মনসিংহ
  • দাপুনিয়া হাফিজিয়া মাদ্রাসা, ময়মনসিংহ
  • তানজিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা, ময়মনসিংহ

এছাড়াও আরোও অসংখ্য ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

যাতায়াত ব্যবস্থা[সম্পাদনা]

ময়মনসিংহ থেকে দেশের বিভিন্ন স্থানের সাথে রয়েছে ট্রেন,সড়ক ও নৌপথের যোগাযোগ। রয়েছে আন্তঃনগর এবং মেইল ট্রেন উভয়ই।

আন্তঃনগর ট্রেন সমূহঃ

  • আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস
  • আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস
  • আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস
  • আন্তঃনগর যমুনা এক্সপ্রেস
  • আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস
  • আন্তঃনগর বিজয় এক্সপ্রেস
  • আন্তঃনগর হাওর এক্সপ্রেস

মেইল ট্রেনসমূহ হলো:

  • ধলেশ্বরী এক্সপ্রেস,
  • ভাওয়াল এক্সপ্রেস,
  • ময়মনসিংহ এক্সপ্রেস,
  • ঈশাখা এক্সপ্রেস,
  • মহুয়া এক্সপ্রেস,
  • জামালপুর কমিউটার,
  • বলাকা কমিউটার,
  • দেওয়ানগঞ্জ এক্সপ্রেস।[৬]

সড়কপথেঃ-

  • এনা পরিবহন,
  • সৌখিন পরিবহন,
  • আলম এশিয়া,
  • ইমাম পরিবহন

এছাড়া আরো কয়েক ধরনের বাস সার্ভিস রয়েছে যাতে করে ঢাকা থেকে ময়মনসিংহ সহজেই আসা যায়। এছাড়া অন্যান্য জেলা-উপজেলা থেকে সহজেই ময়মনসিংহ আসা যায়।

প্রত্নসম্পদ, দর্শনীয় স্থাপনা এবং পর্যটন কেন্দ্র[সম্পাদনা]

  • চকবাজার জামে মসজিদ (বড় মসজিদ)
  • বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
  • আলেকজান্ডার ক্যাসল
  • গৌরিপুর লজ
  • ময়মনসিংহ রাজবাড়ী (শশী লজ)
  • ময়মনসিংহ জাদুঘর (মদন বাবুর বাগান বাড়ি)
  • ময়মনসিংহ সেনানিবাস
  • ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার
  • ময়মনসিংহ পুলিশ লাইন
  • বিজিবি সেক্টর সদর দপ্তর, ময়মনসিংহে সেক্টর
  • র‌্যাব-১৪, সদর দপ্তর ময়মনসিংহ
  • বাংলাদেশ ব্যাংক, ময়মনসিংহ
  • ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, ময়মনসিংহ সেনানিবাস
  • শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা
  • আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ
  • এস কে হাসপাতাল (সূর্যকান্ত কালাজ্বর গবেষণা কেন্দ্র)
  • হাসান মঞ্জিল (ধনবাড়ি জমিদারের শহরের বাড়ি)
  • ধলা জমিদার বাড়ি
  • তাজভাঙ্গা জমিদার বাড়ি (তাজভাঙ্গা জমিদারের শহরের বাড়ি)
  • চাকলাদার হাউজ
  • রামগোপালপুর জমিদার বাড়ি (রামগোপালপুর জমিদারের শহরের বাড়ি)
  • অঘোর বন্ধু গুহের বাড়ি
  • মসুয়ার জমিদার বাড়ি (মসুয়ার জমিদারের শহরের বাড়ি)
  • পুরাতন ব্রহ্মপুত্র নদী
  • সার্কিট হাউজ
  • সিলভার প্যালেস
  • বিপিন পার্ক
  • বোটানিক্যাল গার্ডেন
  • জার্ম প্লাজম সেন্টার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
  • কৃষি মিউজিয়াম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
  • মৎস জাদুঘর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যািলয়
  • মৎস্য গবেষণা ইনস্টিটিউট , বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
  • বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা), বাকৃবি
  • টিচার্স ট্রেনিং কলেজ (পুরুষ)
  • টিচার্স ট্রেনিং কলেজ (মহিলা)
  • ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ
  • সরকারী ল্যাবরেটরি হাই স্কুল
  • ময়মনসিংহ টাউন হল
  • দূর্গাবাড়ী
  • জয়নুল আবেদিন পার্ক
  • ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল
  • কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতাল, উইনারপাড়
  • ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ (প্রস্তাবিত ময়মনসিংহ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মুয়েট)
  • জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (ন্যাপ)
  • স্বাধীনতা স্মৃতিস্তম্ব, বলাশপুর
  • মুক্তিযুদ্ধ যাদুঘর, ময়মনসিংহ সেনানিবাস
  • বিজয় ৭১, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
  • শহীদ মিনার, টাউন হল, ময়মনসিংহ
  • ডিসি পার্ক
  • বুড়া পীরের মাজার
  • লালকুঠি দরবার শরীফ
  • হযরত বুরহান উদ্দিন আউলিয়ার মাজার শরীফ
  • রামকৃষ্ণ মিশন
  • ধর্মপ্রদেশ মিশন হাউজ
  • ময়মনসিংহ সার্কিট হাউজ
  • রিভার প্যালেস
  • ময়মনসিংহ জুট মিলস
  • ময়মনসিংহ পাওয়ার স্টেশন

উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. [১],ময়মনসিংহ বিভাগ প্রজ্ঞাপন।
  2. [২] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ জুন ২০১৮ তারিখে,ময়মনসিংহ বিভাগ।
  3. "ময়মনসিংহ এখন সিটি করপোরেশন"দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৮ 
  4. https://lgd.portal.gov.bd/sites/default/files/files/lgd.portal.gov.bd/divisional_noc/1233f28f_c3f0_4fdc_aab7_7d71c1ce9174/669(16-10-18).pdf,প্রশাসক।
  5. [৩],দৈনিক যুগান্তর।
  6. বাংলাদেশ রেলওয়ে ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৩ মার্চ ২০১৩ তারিখে, www.railway.gov.bd; সংগ্রহের তারিখ: ২৪ মার্চ ২০১৩ খ্রিস্টাব্দ।

বহিঃসংযোগ[সম্পাদনা]