শিবশঙ্করী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শিবশঙ্করী
জন্ম (1942-10-14) ১৪ অক্টোবর ১৯৪২ (বয়স ৮১)
পেশালেখিকা

শিবশঙ্করী (জন্মঃ ১৪ অক্টোবর ১৯৪২) একজন জনপ্রিয় তামিলভাষী লেখিকা।

পূর্ব জীবন[সম্পাদনা]

শিবশঙ্করী মাদ্রাজে জন্ম নেন। তারা ছিলেন ১২ ভাই বোন, তিনি শ্রী রামকৃষ্ণ সারদা বিদ্যালয়ে পড়েন।[১][স্পষ্টকরণ প্রয়োজন]এরপর তিনি সিয়েট কলেজ ফর উইমেনে পড়েন।[২]

উল্লেখযোগ্য কর্ম[সম্পাদনা]

তার লেখা একটি উপন্যাস এর উপর ভিত্তি করে ১৯৮১ সালে ৪৭ নাটকাল নামের একটি তামিল চলচ্চিত্র তৈরি হয় যেটি কে. বলচন্দ পরিচালনা করেছিলেন এবং চিরঞ্জীবীজয়া প্রদা মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "நான் தமிழன்"। Kumudam (Tamil ভাষায়)। জুলাই ১৫, ২০০৯। পৃষ্ঠা 112। 
  2. "SriRamakrishnaVijayam November 2015 page 12"। ৬ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]