ব্লাইদের ট্রাগোপ্যান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ব্লাইদের ট্রাগোপ্যান
Blyth's tragopan
ব্লাইদের ট্রাগোপ্যান
Blyth's tragopan
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Chordata
শ্রেণী: Aves
বর্গ: Galliformes
পরিবার: Phasianidae
উপপরিবার: Phasianinae
গণ: Tragopan
প্রজাতি: T. blythii
দ্বিপদী নাম
Tragopan blythii
(Jerdon, 1870)

ব্লাইদের ট্রাগোপ্যান (বৈজ্ঞানিক নাম: Tragopan blythii) (ইংরেজি Blyth's Tragopan বা Grey-bellied Tragopan) Phasianidae পরিবারের Tragopan গণের একটি পাখি।

বিস্তৃতি[সম্পাদনা]

এই পাখি শীত, চিরহরিৎ অঞ্চলে থাকতে পছন্দ করে। ভারত, চীন, ভুটান, মায়ানমার পর্যন্ত বিস্তৃত।

বর্তমান অবস্থা এবং সংরক্ষণ[সম্পাদনা]

বৈশ্বিক অবস্থা সংকটাপন্ন এবং বাংলাদেশের অবস্থায় অনিশ্চিত ও অনুমান নির্ভর, অনিশ্চিত ও অনুমান নির্ভর।কেবলমাত্র একটি তালিকায় বাংলাদেশের পাখি বলে উল্লিখিত, তবে অপ্রমাণিত। সবচেয়ে কাছের আবাস ভারতের মিজোরাম ও মায়ানমার।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Tragopan blythii"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.2প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। ২০১২। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৩