কোটপেক কালদেরা

স্থানাঙ্ক: ১৩°৫২′ উত্তর ৮৯°৩৩′ পশ্চিম / ১৩.৮৭° উত্তর ৮৯.৫৫° পশ্চিম / 13.87; -89.55
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কোটপেক কালদেরা আকা কোটপেক হ্রদ (লাগো ডে কোটপেক)
লাগো কোটপেকের পূর্ণাঙ্গ দৃশ্য
সর্বোচ্চ বিন্দু
উচ্চতা৭৪৬ মিটার (২,৪৪৮ ফুট)
স্থানাঙ্ক১৩°৫২′ উত্তর ৮৯°৩৩′ পশ্চিম / ১৩.৮৭° উত্তর ৮৯.৫৫° পশ্চিম / 13.87; -89.55
ভূগোল
অবস্থানএল সালভাদর
ভূতত্ত্ব
পর্বতের ধরনজ্বালামুখ গ্যুহ
সর্বশেষ অগ্ন্যুত্পাতঅজানা
লাগো ডে কোটপেক
স্থানাঙ্ক১৩°৫২′ উত্তর ৮৯°৩৩′ পশ্চিম / ১৩.৮৭° উত্তর ৮৯.৫৫° পশ্চিম / 13.87; -89.55
ধরনজ্বালামুখ হ্রদ
অববাহিকার দেশসমূহএল সালভাদর
পৃষ্ঠতল অঞ্চল২৬ কিমি (১০ মা)
দ্বীপপুঞ্জতিওপ্যান

কালদেরা ডে কোটপেক (স্পেনীয়: Lago de Coatepeque) মধ্য আমেরিকার এল সালভাদোরে অবস্থিত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট জ্বালামুখ। নহুয়াতল ভাষায় এ জ্বালামুখটি ‘সাপের পাহাড়’ নামে পরিচিত। ৭২০০০ বছর থেকে ৫৭০০০ বছর পূর্বে বেশ কয়েকবার বড় ধরনের আগ্নেয়গিরি সংঘটিত হবার ফলে প্রস্থরখণ্ড বেরিয়ে এসে এ জ্বালামুখের সৃষ্টি হয়। এরপর থেকেই কালো চকচকে আগ্নেয়গিরিজাত পাথরলাভা প্রবাহের ফলে জ্বালামুখের পশ্চিম প্রান্ত গঠন করে। এছাড়াও, ছয়টি আগ্নেয়গিরিজাত লাভার উঁচুস্তর গঠন করে। সর্বকনিষ্ঠ চূড়াটি ‘সেরো পাচো’ নামে পরিচিত। এটি খ্রিস্ট-পূর্ব ৮০০০ সালে গঠিত হয়েছে।

কোটপেক হ্রদ[সম্পাদনা]

‘কোটপেক হ্রদ’ বা ‘লাগো ডে কোটপেক’ কোটপেক কালদেরার পূর্ব প্রান্তে গঠিত প্রাকৃতিকভাবে বড় ধরনের খাঁজে গড়া হ্রদের সৃষ্টি করে। এল সালভাদোরের সান্তা অ্যানা ডিপার্টমেন্টের কোটপেক এলাকায় এর অবস্থান। হ্রদের কিনারায় উষ্ণ জলধারা বহমান। ২৬ বর্গকিলোমিটার (১০ বর্গমাইল) আয়তনের এ হ্রদটি এল সালভাদোরের অন্যতম বৃহৎ হ্রদ। তিওপান দ্বীপের এ হ্রদটির পার্শ্ববর্তী এলাকাসমূহে মায়া সভ্যতারও নিদর্শন রয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

গ্যালারী চিত্র[সম্পাদনা]