২০১৭ ইসলামিক সলিডারিটি গেমস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
৪র্থ ইসলামিক সলিডারিটি গেমস
স্বাগতিক শহরবাকু, আজারবাইজান
নীতিবাক্যGücümüz həmrəylikdədir (একতাই আমাদের শক্তি!)
অংশগ্রহণকারী জাতিসমূহ৫৪
অংশগ্রহণকারী ক্রীড়াবিদ৬০০০
উদ্বোধনী অনুষ্ঠান১২ মে ২০১৭ (2017-05-12)
সমাপ্তি অনুষ্ঠান২২ মে ২০১৭ (2017-05-22)
প্রধান মিলনস্থনবাকু জাতীয় স্টেডিয়াম
২০১৩ পালেমব্যাংন ২০২১ ইস্তানবুল  >
ওয়েবসাইটwww.baku2017.com

৪র্থ ইসলামিক সলিডারিটি গেমস একটি বহু জাতি বহু ক্রীড়াভিত্তিক ইভেন্ট, যা ২০১৭ সালের ১২-২২ মে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হয়।[১] আগের গেমসগুলো ২০০৫-এ সৌদি আরবে২০১৩-এ ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় গেমস ২০০৯ সালের অক্টোবরে ইরানে অনুষ্ঠিত হবার কথা ছিলো, পরে তা পিছিয়ে দেয়া হয় এবং বাতিল হয়।

অংশগ্রহণকারী দেশসমূহ[সম্পাদনা]

ইসলামী সলিডারিটি স্পোর্টস ফেডারেশনের সকল ৫৬ সদস্য এই খেলায় অংশগ্রহণ করেন।

তালিকা নিচে দেয়া হলো; বন্ধনীতে অংশগ্রহণকারীর সংখ্যা দেয়া হলো।

পদক তালিকা[সম্পাদনা]

অবজাতিস্বর্ণরৌপ্যব্রোঞ্জমোট
 আজারবাইজান (AZE)*৭৫৫০৩৭১৬২
 তুরস্ক (TUR)৭০৬৮৫৭১৯৫
 ইরান (IRI)৩৯২৬৩৩৯৮
 উজবেকিস্তান (UZB)১৫১৭৩১৬৩
 বাহরাইন (BHR)১২২১
 আলজেরিয়া (ALG)১২২১৪০
 মরক্কো (MAR)১৫২৭
 ইন্দোনেশিয়া (INA)২৯২৩৫৮
 মিশর (EGY)১৮
১০ কিরগিজস্তান (KGZ)১৭
১১ সৌদি আরব (KSA)১১
১২ জর্ডান (JOR)১১১৫
১৩ ইরাক (IRQ)১৪
১৪ কাজাখস্তান (KAZ)১২১৯
১৫ তুর্কমেনিস্তান (TKM)১৩
১৬ কাতার (QAT)১২
১৭ নাইজেরিয়া (NGR)
১৮ সিরিয়া (SYR)১০
১৯ তিউনিসিয়া (TUN)১২
২০ ক্যামেরুন (CMR)
২১ বাংলাদেশ (BAN)
 সেনেগাল (SEN)
২৩ গাম্বিয়া (GAM)
২৪ গিনি-বিসাউ (GBS)
 বেনিন (BEN)
 মোজাম্বিক (MOZ)
২৭ পাকিস্তান (PAK)১২
২৮ ওমান (OMA)
২৯ সংযুক্ত আরব আমিরাত (UAE)
৩০ গায়ানা (GUY)
 সুরিনাম (SUR)
৩২ জিবুতি (DJI)
৩৩ উগান্ডা (UGA)
 মালি (MLI)
৩৫ আফগানিস্তান (AFG)
৩৬ কোত দিভোয়ার (CIV)
 তাজিকিস্তান (TJK)
৩৮ ইয়েমেন (YEM)
 মালয়েশিয়া (MAS)
৪০ লেবানন (LBN)
মোট (৪০টি জাতি)২৬৮২৬৮৩৫০৮৮৬

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "About ISSF"। ২০ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৭ 

বহিঃসযোগ[সম্পাদনা]