পিয়া বিপাশা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আজমেরী সুলতানা বিপাশা
পিয়া বিপাশা
জন্ম (1990-07-18) ১৮ জুলাই ১৯৯০ (বয়স ৩৩)
জাতীয়তাবাংলাদেশী
অন্যান্য নামপিয়া বিপাশা
পেশামডেল
অভিনেত্রী
কর্মজীবন২০১২–বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
রুদ্র দ্যা গ্যাংস্টার
উচ্চতা৫ ফুট ৪ ইঞ্চি
সন্তান
আত্মীয়লুৎফুন্নাহার আশা (বোন) আমির রহমান (ভাই)

পিয়া বিপাশা ( জন্মঃ ১৮ জুলাই ১৯৯০, খুলনা) একজন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী। রুদ্র দ্য গ্যাংস্টার চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু করেন। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন।[১]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

পিয়ার বড় বোন লুৎফুন্নাহার আশা ভিট চ্যানেল আই প্রতিযোগিতার প্রথম রানার আপ। পিয়া এক কন্যা সন্তানের মা। সিদ্ধেশ্বরী গার্লস কলেজে পড়াশোনা করছেন পিয়া।[২]

অভিনয় জীবন[সম্পাদনা]

মডেলিং এর মাধ্যমে জনপ্রিয় হলেও পিয়া বিপাশা মিডিয়ায় আসেন লাক্স চ্যানেল আই ২০১২ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে। সেরা দশে পৌছানোর পর হঠাৎ ক্যাম্পেইন বুথ ছেড়ে দিয়ে চলে আসেন তিনি। পরবর্তীতে আড়ং বিলবোর্ডের মডেল হন। ক্যাটস আই, এক্সট্যাসি, চৈতি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মডেল হলেও ইউনিলিভারের ভ্যাসলিন বিলবোর্ডের মডেল হয়ে তিনি পরিচিতি পান। গ্রামীণ ফোনের বিজ্ঞাপনে মডেল হয়ে অন্যরকম পরিচিতি পান পিয়া। তার অভিনীত বিজ্ঞাপনগুলো হচ্ছে- ইস্পাহানি চা, পোলার আইসক্রিম, গ্রামীণফোন, অলিম্পিক টি-টোয়েন্টি বিস্কুট, প্যারাসুট তেল, ফ্রুটো ম্যাংগো জুস ইত্যাদি। মিউজিক ভিডিওর মডেলও হন পিয়া বিপাশা।[৩]

মডেল পিয়া বিপাশা বেশকিছু একক নাটককে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে মাসুদুল হাসানের দ্বিতীয় মাত্রা, মাসুদ হাসান উজ্জ্বলের ১০ পর্বের সিরিয়াল ট্রেড ফেয়ার, আহনাফের পরিচালনায় ‘দ্য মাস্টার পিস’, বিইউ শুভর ‘সময়ের গল্প অসময়ের স্বপ্ন’ ও ‘অসমাপ্ত ভালোবাসা’ ইত্যাদি।[৪]

নাটকসমূহ[সম্পাদনা]

বছর নাটক সহ-শিল্পী ভূমিকা পরিচালক টীকা
২০১৩ দ্বিতীয় মাত্র তাহসান রহমান খান মাসুদুল হাসান অভিনয় অভিষেক[৫][৬]
২০১৪ অসমাপ্ত ভালোবাসা রিপন ---
২০১৫ বিহ্বল দিশেহার জিয়াউল ফারুক অপূর্ব রূপান্তি
২০১৫ দূরত্ব বজায় রাখুন আফরান নিশো মিলন ভট্টাচার্য
২০১৬ বিপ্রতীপ আফরান নিশো সাইফুল আলম শামীম [৭]
২০১৬ ভালোবাসা দুজনে মামনুন হাসান ইমন --- শেখ সেলিম [৮]
২০১৬ শার্ট আহমেদ রুবেল --- অঞ্জন আইচ [৯]
২০১৬ পুতুল পুতুল আফজাল হোসেন সামারা টপু [১০]
২০১৬ সময়ের স্বপ্ন অসময়য়ের গল্প জিয়াউল ফারুক অপূর্ব --- [৬]
২০১৬ ভালোবেসে যদি সুখ নাহি মামনুন হাসান ইমন --- ---
২০১৬ প্রেমিকা রিয়াজ --- পিকলু চৌধুরী [১১]
২০১৬ হিপ হিপ হুড়ি (পর্ব ৭) মামনুন হাসান ইমন --- ---
২০১৬ ভানুমোতির খেলা নাঈম --- ---
২০১৭ সময় অসময় ভালোবাসি সবসময় মিশু, যাকের ---
২০১৭ বাইসাইকেল প্রেম তৌসিফ মাহবুব বিশ্বজিৎ দত্ত [১২]
২০১৭ এম রিপোর্ট জিয়াউল ফারুক অপূর্ব শেখ সেলিম [১৩]
২০১৭ সুটকেট মিশু সাব্বির --- ---
২০১৭ প্রেম ও অচনা শহর মামনুন হাসান ইমন --- ---
২০১৭ লোকশানী পোলা ডিএ তায়েব পার্থিব মামুন
২০১৭ একটি পারিবারিক প্রেম কাহিনী চঞ্চল চৌধুরী মোহাম্মদ মোস্তফা কামাল রাজ [১৪]
২০১৭ ঘটনাগুলি কল্পনিক সজল নূর সিমন্তো সজল [১৫]
২০১৭ পেনডুলুম আফরান নিশো মাহবুব নীল
২০১৭ আপ ও ডাউন তৌসিফ মাহবুব শায়কত রেজা
২০১৭ আয়না ফারহান আহমেদ জোভান নীরা আরিফ এ আহনাফ
২০১৮ সুখ পাখি আফরান নিশো সানজয় সোমাদদার [১৬]
২০১৮ বেসিক আলী(মরসুম ৩) তৌসিফ মাহবুব রিয়া গৌতম কইরি
২০১৮ অ্যাপার্টমেন্ট ২বি মনোজ কুমার
২০১৮ প্লিজ বি মাইন জন কবির স্নেহা মাবরুর রশিদ বান্নাহ
২০১৮ অমি বিবাহ করিবো না জাহিদ হাসান
২০১৮ নীল মেঘের চবি সজল নূর
২০১৮ ভালো থাকুক ভালোবাসা আফরান নিশো অনন্যা সানজয় সোমাদদার
২০১৮ আর্জেন্টিনা বনাম ব্রাজিল আফরান নিশো মাবরুর রশিদ বান্নাহ
২০১৮ হেলফুল সাইফুল আফরান নিশো মহিদুল মহিম
২০১৮ আনমনে তুমি জিয়াউল ফারুক অপূর্ব সানজয় সোমাদদার
২০১৮ রোদ্র ছায়ার সংসার মামনুন হাসান ইমন
২০১৮ কাঁচ সমুদ্র মামনুন হাসান ইমন শফিকুর শান্তনু
২০১৮ সাত সমুদ্র দূরে সজল নূর
২০১৮ গল্পটা শুধু তোমার আমার মামনুন হাসান ইমন শরিফুল ইসলাম শামীম [১৭]
২০১৬৯ অমি তুমি এবং ভালোবাসা ইরফান সাজ্জাদ এলি জুয়েল হাসান
২০১৬৯ গেরাকল ফারহান আহমেদ জোভান
২০১৬৯ শুন্য হৃদয় মামনুন হাসান ইমন
২০১৬৯ শ্রীঙ্কোল মামনুন হাসান ইমন
২০১৯ প্রেমের ডায়েরি মামনুন হাসান ইমন শরিফুল ইসলাম বিজয়
২০১৯ ধূসর প্রেম মামনুন হাসান ইমন
২০১৯ অবিশপ্ত ক্যামেরা মামনুন হাসান ইমন
২০১৯ বাজপাঠর মামনুন হাসান ইমন, নিলয় আলমগীর সাইয়েদ শাকিল
২০১৯ মামুন মামা জাহিদ হাসান পরি সেখ সেলিম
২০১৯ রিয়ার ভিউ মিরর ফারহান আহমেদ জোভান নদী আরিফ এ। আহনাফ
২০১৯ টু বি ওয়াইফ জিয়াউল ফারুক অপূর্ব তাসনিম ইমরুল রাফাত
২০১৯ মিস্টার হেলানম্যান জাহিদ হাসান আদিবাশি মিজান
২০১৯ চাইনিজ প্রেম কুমার মামনুন হাসান ইমন অঞ্জন আইচ
২০১৯ বিশেষ বিবাহ আইন মনোজ কুমার আমজাদ মাহমুদ

উল্লেখযোগ্য বিজ্ঞাপন[সম্পাদনা]

  • ইস্পাহানি চা
  • পোলার আইসক্রিম
  • গ্রামীণফোন
  • অলিম্পিক টি-টোয়েন্টি বিস্কুট
  • প্যারাসুট তেল
  • ফ্রুটো ম্যাংগো জুস

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. webdesk@somoynews.tv। "প্রথম বিয়ে নিয়ে যা বললেন পিয়া বিপাশা"somoynews.tv (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২৬ 
  2. "আবারও বিয়ের পিঁড়িতে বসছেন পিয়া বিপাশা"Jugantor। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২৬ 
  3. "পিয়া বিপাশার পথচলা" 
  4. "প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ ছবি ভাইরাল হতেই সরিয়ে ফেললেন পিয়া বিপাশা | কালের কণ্ঠ"Kalerkantho। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২৬ 
  5. "ছোট থেকে বড় পর্দায়"প্রথম আলো। ১২ ডিসেম্বর ২০১৩। ৮ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২১ 
  6. "তিনি পিয়া বিপাশা"জনকণ্ঠ। ২৫ জুন ২০১৫। ২ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০২০ 
  7. "Nisho and Peya pair up for 'Biprotip'"দ্য ডেইলি স্টার। ১৮ ফেব্রুয়ারি ২০১৬। 
  8. "Emon, Peya, Sabi in Bhalobasha Dujonaye"দ্য ডেইলি স্টার। ১৪ মার্চ ২০১৬। 
  9. "কক্সবাজারে শুটিংয়ের কথা শুনলেই ভয় লাগে: পিয়া বিপাশা"Banglanews24.com। ১২ মে ২০১৬। 
  10. "Peya Bipasha pairs up with Afzal Hossain for first time"দ্য নিউ নেশন। ২ জুন ২০১৬। ২৭ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০২০ 
  11. "Peya Bipasha pairs up with Riaz for first time"দ্য নিউ নেশন। ২ আগস্ট ২০১৬। ২৭ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০২০ 
  12. "Bicycle Prem on Rtv"দ্য ডেইলি স্টার। ৯ জানুয়ারি ২০১৭। 
  13. "Apurba, Peya Bipasha in 'M Report' Thursday"দ্য ইন্ডিপেন্ডেন্ট। ঢাকা। ২০ এপ্রিল ২০১৭। 
  14. "'একটি পারিবারিক প্রেম কাহিনী'"archive1.ittefaq.com.bd। ১ জুলাই ২০১৭। ৪ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০২০ 
  15. "Peya Bipasha returning to work with Eid tele-drama"দ্য ইন্ডিপেন্ডেন্ট। ঢাকা। ৯ আগস্ট ২০১৭। ১৫ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০২০ 
  16. "তিন তারকার 'সুখ পাখি'"একুশে টিভি। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০২০ 
  17. "'গল্পটা শুধু তোমার আমার'"জনকন্ঠ। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]