২০১২ ফেডারেশন কাপ (বাংলাদেশ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(২০১২ বাংলাদেশ ফেডারেশন কাপ থেকে পুনর্নির্দেশিত)
২০১২ ফেডারেশন কাপ (বাংলাদেশ)
দেশ বাংলাদেশ
চ্যাম্পিয়নশেখ রাসেল ক্রীড়া চক্র
রানার্স-আপশেখ জামাল ধানমন্ডি ক্লাব

২০১২ ফেডারেশন কাপ ফেডারেশন কাপের ২৫তম আসর। টুর্নামেন্ট শুরু হয় ৫ অক্টোবর এবং শেষ হয় ২২ অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনালের মাধ্যমে।

১৫টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে গ্রুপ পর্বে অংশগ্রহণ করে, এরমধ্যে ৩টি গ্রুপে ৪টি দল ও একটি গ্রুপে ৩টি দল ছিল। প্রতিটি গ্রুপে শীর্ষ ২টি দল কোয়াটার ফাইনালে উর্ত্তীর্ণ হয়।

ফাইনালে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে অতিরিক্ত সময়ে ১-২ গোলে হারিয়ে শেখ রাসেল ক্রীড়া চক্র প্রথমবারের মত শিরোপা লাভ করে।

গ্রুপ পর্ব[সম্পাদনা]

গ্রুপ এ[সম্পাদনা]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট
শেখ রাসেল ক্রীড়া চক্র ১৩ +১৩
ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব +৫
বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব −৮
রামপুর বয়েজ ক্লাব ১১ −১০
৩ জুলাই ২০১২ তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: সকারওয়ে
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) গোল পার্থক্য; ৩) মোট গোল সংখ্যা।


গ্রুপ বি[সম্পাদনা]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট
শেখ জামাল ধানমন্ডি ক্লাব +৭
মুক্তিযোদ্ধা সংসদ +৩
নোয়াখালী ফুটবল একাডেমী ১১ −১০
৩ জুলাই ২০১২ তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: সকারওয়ে
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) গোল পার্থক্য; ৩) মোট গোল সংখ্যা।


গ্রুপ সি[সম্পাদনা]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট
ব্রাদার্স ইউনিয়ন +৩
ঢাকা আবাহনী লিমিটেড +৩
রহমতগঞ্জ এমএফএস +৩
যশোর জেলা ক্রীড়া সংস্থা একাদশ ১০ −৯
৩ জুলাই ২০১২ তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: সকারওয়ে
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) গোল পার্থক্য; ৩) মোট গোল সংখ্যা।


গ্রুপ ডি[সম্পাদনা]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট
বিজেএমসি দল +৩
ফেনী সকার ক্লাব +২
আরামবাগ ক্রীড়া সংঘ −১
খুলনা আবাহনী −৪
৩ জুলাই ২০১২ তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: সকারওয়ে
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) গোল পার্থক্য; ৩) মোট গোল সংখ্যা।


কোয়াটার ফাইনাল[সম্পাদনা]

দল ১  ফলাফল  দল ২
শেখ রাসেল ক্রীড়া চক্র বাংলাদেশ ১-০ বাংলাদেশ ফেনী সকার ক্লাব
বিজেএমসি দল বাংলাদেশ ২-২ (০-৩) বাংলাদেশ ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব
শেখ জামাল ধানমন্ডি ক্লাব বাংলাদেশ ২-১ বাংলাদেশ ঢাকা আবাহনী লিমিটেড
ব্রাদার্স ইউনিয়ন বাংলাদেশ ০-০ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ

সেমি-ফাইনাল[সম্পাদনা]

দল ১  ফলাফল  দল ২
শেখ রাসেল ক্রীড়া চক্র বাংলাদেশ ২-১ বাংলাদেশ ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব
শেখ জামাল ধানমন্ডি ক্লাব বাংলাদেশ ২-০ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ

ফাইনাল[সম্পাদনা]

দল ১  ফলাফল  দল ২
শেখ রাসেল ক্রীড়া চক্র বাংলাদেশ ২-১ বাংলাদেশ শেখ জামাল ধানমন্ডি ক্লাব