বন্ধুত্বের জন্য ফুটবল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বন্ধুত্বের জন্য ফুটবল (রুশ: Футбол для дружбы, প্রতিবর্ণীকৃত: Futbol dlja družby) এটা পী.জে.এস.সী গ্যাজপ্রমের দ্বারা ছোটদের জন্য আয়োজিত একটি বার্ষিক আন্তর্জাতিক সামাজিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানের লক্ষ্য হল ফুটবলের মাধ্যমে ছোটদের মধ্যে বিভিন্ন সংস্কৃতি ও দেশগুলির প্রতি সম্মান এবং তরুণ প্রজন্মের মধ্যে আধুনিক মূল্য ও একটি স্বাস্থ্যকর জীবনধারার প্রতি আগ্রহ জাগ্রত করা[১] l অনুষ্ঠানের অংশ হিসাবে বিশ্বজুড়ে  [২] ১২ বছর বয়সী ফুটবলাররা বার্ষিক আন্তর্জাতিক ছোটদের ফোরামে, “বন্ধুত্বের জন্য ফুটবল” ওয়ার্ল্ড কাপে এবং আন্তর্জাতিক ফুটবল ও বন্ধুত্ব দিবসে  [৩] অংশগ্রহণ করে।

এই অনুষ্ঠানটি ফিফা, ইউইএফএ, জাতিসংঘ, অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটি, বিভিন্ন দেশের প্রধান, সরকার এবং ফুটবল ফেডারেশন, আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান, জনসংগঠন এবং বিশ্বের শীর্ষস্থানীয় ফুটবল ক্লাব দ্বারা সমর্থিত[৪]। এই অনুষ্ঠানের বিশ্বব্যাপী সঞ্চালক এজিটি কমিউনিকেশনস গ্রুপ (রাশিয়া) [৫]

ইতিহাস [সম্পাদনা]

বন্ধুত্বর জন্যে ফুটবল ২০১৩ [সম্পাদনা]

২৫ মে ২০১৩ তারিখে লন্ডনে প্রথম ইন্টারন্যাশনাল চিলড্রেনস বন্ধুত্বের জন্য ফুটবল ফোরাম অনুষ্ঠিত হয়, যেটি ৮টি দেশের প্রায় ৭০০ শিশুকে স্বাগত জানায়: বুলগেরিয়াযুক্তরাজ্যহাঙ্গেরিজার্মানিগ্রীসরাশিয়াসার্বিয়া এবং স্লোভানিয়া[৬]

ফোরাম চলাকালে শিশুরা অন্যান্য দেশ থেকে আসা তাদের সঙ্গীদের সাথে, বিখ্যাত ফুটবল খেলোয়াড়দের সাথে কথা আদানপ্রদান করে এবং ইউইএফএ চ্যাম্পিয়নস লীগ ফাইনাল খেলা উইম্বলি স্টেডিয়ামে পরিদর্শন করে।[৭]

ফোরামে শিশুরা একটি খোলা চিঠি লিখে যেখানে তারা প্রকল্পটির আটটি মূল্যবোধের সমন্বয় করে: বন্ধুত্ব, সাম্য, সততা, সুস্বাস্থ্য, শান্তি, নিষ্ঠা, বিজয় এবং ঐতিহ্য। পরবর্তীতে সেই চিঠি ইউইএফএ, ফিফা এবং আইওসি প্রধানদের নিকট পাঠানো হয়।[৮]

বন্ধুত্বর জন্যে ফুটবল ২০১৪[সম্পাদনা]

দ্বিতীয় ইন্টারন্যাশনাল চিলড্রেনস বন্ধুত্বের জন্য ফুটবল ফোরাম ২৩-২৫ মে ২০১৪ তারিখে লিসবনে অনুষ্ঠিত হয়, এবং ১৬টি দেশের ফুটবল খেলোয়াড়দের স্বাগত জানানো হয়: বেলারুশবুলগেরিয়াযুক্তরাজ্যহাঙ্গেরিজার্মানিইতালিনেদারল্যান্ডসপোল্যান্ডপর্তুগালরাশিয়াসার্বিয়াস্লোভিনিয়াতুরস্কইউক্রেনফ্রান্স এবং ক্রোয়েশিয়া। ফোরাম চলাকালে শিশুরা স্ট্রিট সকার টুর্নামেন্টে অংশগ্রহণ করে এবং ইউইএফএ চ্যাম্পিয়নস লীগ ফাইনাল ২০১৪ পরিদর্শন করে।[৯] 

বন্ধুত্বর জন্যে ফুটবল ২০১৫[সম্পাদনা]

তৃতীয় ইন্টারন্যাশনাল চিলড্রেনস ফোরাম বন্ধুত্বের জন্য ফুটবল ৪-৭ জুন ২০১৫ তারিখে বার্লিনেঅনুষ্ঠিত হয়।[৯] এতে ২৪টি দেশের ২৪টি কিশোর ফুটবল দল অংশগ্রহণ করে।[৯]

ফোরাম চলাকালে শিশুরা অন্যান্য দেশ থেকে আসা তাদের সঙ্গীদের সাথে এবং ফুটবল তারকাদের সাথে কথা আদানপ্রদান করে যার মধ্যে ছিলেন প্রকল্পটির বৈশ্বিক দূত ফ্রান্চ বেকেনবাওয়ার,  সেই সাথে ২৪টি দেশ থেকে আসা কিশোর ফুটবল দলের মধ্যে ইন্টারন্যাশনাল স্ট্রিট সকার টুর্নামেন্টে অংশ নেয়।[৯]

ফোরামটি নাইন ভ্যালুজ কাপের উপস্থাপনার মধ্য দিয়ে শেষ হয়, যেটি বন্ধুত্বের জন্য ফুটবল প্রকল্পের কিশোর অংশগ্রহণকারীদের কর্তৃক ইউইএফএ চ্যাম্পিয়নস লীগের পেশাদার ফুটবল ক্লাবগুলোকে সেইসব সামাজিক প্রকল্পগুলোর জন্য প্রদান করা হয় যেগুলো কার্যতই প্রকল্পটির মূল্যবোধগুলোর পালন করে: বন্ধুত্ব, সাম্য, সততা, সুস্বাস্থ্য, শান্তি, নিষ্ঠা, বিজয়, ঐতিহ্য এবং সম্মান। এটি হল ক্রীড়া সম্প্রদায়ের অনন্য একটি ট্রফি, এবং এই বছর এটি প্রথমবারের মত প্রদান করা হয়েছিলো। বিজয়ী নির্ধারণ করা হয় সেইসব শিশুদের মাধ্যমে যারা ফোরামের অল্প কিছুদিন আগে অনুষ্ঠিত বিশ্বব্যাপী ২৪টি দেশের ভোটদানে অংশগ্রহণ করেছিল।[১০] বন্ধুত্বের জন্য ফুটবল নাইন ভ্যালুজ কাপ, এফসি বার্সেলোনা (স্পেন)-এ সরে যায়।[১১]

বন্ধুত্বর জন্যে ফুটবল ২০১৬[সম্পাদনা]

“বন্ধুত্বের জন্য ফুটবল” আন্তর্জাতিক শিশুদের সামাজিক প্রকল্পটির চতুর্থ মৌসুম ঘোষণা করা হয়েছিলো[১২] হ্যাংআউটস অনলাইন প্রেস কনফারেন্স চলাকালে,[১৩] ২৪শে মার্চ ২০১৬ তারিখ মিউনিখে।[১৪]

বন্ধুত্বের জন্য ফুটবল চতুর্থ ইন্টারন্যাশনাল চিলড্রেনস ফোরাম[১৫] মিলানে ২৬-২৯ মে ২০১৬ তারিখে অনুষ্ঠিত হয়[১৬]আলজেরিয়াআর্জেন্টিনাআর্মেনিয়াআজারবাইজানব্রাজিলকিরগিজিস্তানভিয়েতনাম এবং সিরিয়া থেকে কিশোরদের আটটি দল এই বছর অনুষ্ঠানটিতে যোগ দেয়।[১৭]

ফোরামটি শুরু হওয়ার পূর্বে, ৫ এপ্রিল ২০১৬[১৮] তারিখে নাইন ভ্যালুজ কাপের জন্য ভোটদান শুরু হয়। সারা বিশ্বের ফুটবল ভক্তরা বিজয়ী নির্বাচনে যুক্ত ছিলো। তারপরও, একটি ভোটের মাধ্যমে বন্ধুত্বের জন্য ফুটবল প্রকল্পে অংশগ্রহণকারীদের দ্বারা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। কাপটি এফসি বায়ার্ন মিউনিখকে]] পুরস্কার হিসেবে প্রদান করা হয়। বন্ধুত্বের জন্য ফুটবল প্রকল্পটিতে অংশগ্রহণকারীরা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি সহযোগিতা, বিভিন্ন দেশে শিশুদের লক্ষ্যে নেয়া স্বাস্থ্যসেবা উদ্যোগ, এবং অভাবী লোকদের প্রতি সহায়তার কারণে, ফুটবল ক্লাবটির প্রশংসা করে।[১৯]

ফোরামটি ইন্টারন্যাশনাল স্ট্রিট সকার টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের মাধ্যমে সমাপ্ত হয়। স্লোভিনিয়ার এনকে ম্যারিবোর প্রথম পুরস্কার জিতে নেয়।[২০]

বন্ধুত্বর জন্যে ফুটবল ২০১৭ [সম্পাদনা]

গ্যাজপ্রম ইন্টারন্যাশনাল বন্ধুত্বের জন্য ফুটবল (F4F)[২১] প্রকল্পটির[২২] পঞ্চম মৌসুমের অনুষ্ঠানস্থল নির্ধারণ করা হয় সেইন্ট পিটার্সবাগকে (রাশিয়া), ২৬ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত।[২৩]

প্রকল্পটির ভৌগোলিক ব্যাপ্তি ২০১৭ সালে প্রসারিত হয়েছিল, অংশগ্রহণকারী দেশগুলির সংখ্যা ৩২ থেকে ৬৪তে[২৪] উন্নীত করার মাধ্যমে। মেক্সিকো[২৫] এবং যুক্তরাষ্ট্রের[২৬] অভিষেক ঘটেছিলো। এই প্রকল্পটি চারটি মহাদেশের কিশোর ফুটবলারদের একত্রিত করেছে: আফ্রিকা, ইউরেশিয়া এবং উত্তর ও দক্ষিণ আমেরিকা।[২৬]

পঞ্চম মৌসুমের[২৭] একটি নতুন বিন্যাস রয়েছে, যেখানে বিভিন্ন দেশের ফুটবল ক্লাবগুলোর প্রতিনিধিত্ব করার পরিবর্তে কিশোর খেলোয়াড়রা আটটি আন্তর্জাতিক বন্ধুত্বের দলে[২৮] ঐক্যবদ্ধ হয়।

দল গঠন এবং অংশগ্রহণকারীদের খেলার অবস্থানগুলি একটি ড্র পদ্ধতিতে নির্ধারিত হয়েছিলো। ফ্রেন্ডশিপ রিলে প্রতিযগিতায় পৃথকভাবে খেলোয়াড় নির্বাচন করা হয়। F4F আন্তর্জাতিক আয়োজক কমিটিকে[২৭] জাতীয় ফুটবল ফেডারেশনগুলোর সাথে একযোগে প্রতিযোগিতার জন্য কিশোর খেলোয়াড়দের নির্বাচন করতে হবে। আটজন খেলোয়াড়বিশিষ্ট দলগুলোতে থাকবে ১২ থেকে ১৪ বছর বয়সী ছেলে ও মেয়েরা, যাদের মধ্যে শারীরিকভাবে অক্ষমরাও স্থান পাবে। 

একটি অনলাইন সম্মেলনের[২৯] মাধ্যমে ড্রয়ের প্রক্রিয়াটি সম্পন্ন হয়। ড্র চলাকালে দলের গঠন নির্ধারিত হয়। আটটি দলের দলনেতারা তরুণ কোচ হিসেবে নিযুক্ত হন: অ্যানাটলি শেনতুলোয়েভ (রাশিয়া), রেনে ল্যামপার্ট (স্লোভেনিয়া), স্টিফ্যান ম্যাকসিমোভিক (সার্বিয়া), বোগদান ক্রোলেভেটস্কি (রাশিয়া), অ্যানটন ইভানোভ (রাশিয়া), ব্র্যানডন শাবানি (যুক্তরাজ্য), এমি হেনশেন (নেদারল্যান্ডস), চার্লি সুই (চীন)। এছাড়াও F4F ইন্টারন্যাশনাল প্রেস সেন্টার প্রতিনিধি লিলিয়া ম্যাসুমোটো (জাপান)[২৯] ড্র - তে উপস্থিত ছিলেন।

গ্যাজপ্রমের বন্ধুত্বের জন্য ফুটবল ২০১৭ ইন্টারন্যাশনাল চিলড্রেনস ফোরামে উপস্থিত ছিলেন ভিকটর যুবকভ[৩০] (গ্যাজপ্রমের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান), ফাতমা সামোরা (ফিফা সেক্রেটারি জেনারেল), ফিলিপ লে ফ্লখ (ফিফা চীফ কমার্শিয়াল অফিসার), জুলিও ব্যাপতিস্তা (ব্রাজিলের ফুটবল খেলোয়াড়), ইভান জ্যামোরানো (চিলির ফুটবল স্ট্রাইকার), অ্যালেক্সান্ডার কার্ঝাকভ (রাশিয়ার ফুটবল খেলোয়াড়) এবং আরও অনেক স্বনামধন্য অতিথিরা, যারা তরুণ প্রজন্মের মাঝে মূল মানবিক মূল্যবোধগুলো প্রচারের আহ্বান জানান।[৩০]

২০১৭ সালে, বন্ধুত্বের জন্য ফুটবল প্রকল্পটি সারা বিশ্বের ৬,০০,০০০-এর বেশি মানুষকে একত্রিত করে। সেইন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত ফাইনাল ইভেনটিতে ৬৪টি দেশের ১,০০০-এরও বেশি শিশু ও প্রাপ্তবয়স্করা উপস্থিত ছিলেন।[৩০].

বন্ধুত্বর জন্যে ফুটবল ২০১৮[সম্পাদনা]

২০১৮ সালে “বন্ধুত্বের জন্য ফুটবল” অনুষ্ঠানের ষষ্ঠ চক্র ১৫ ফেব্রুয়ারি থেকে ১৫ জুন পর্যন্ত আয়জিত হয়। এর ফাইনালগুলি ২০১৮ সালের ফিফা বিশ্বকাপের প্রাক্কালে মস্কোতে আয়োজিত হয়। বিশ্বের ২১১ টি দেশ   [৩১] l ও অঞ্চলের তরুণ ফুটবলার এবং সাংবাদিকরা এতে অংশগ্রহণ করেন। ২০১৮ সালে অনুষ্ঠানের আধিকারিক আরম্ভ “বন্ধুত্বের জন্য ফুটবল”এর ওপেন ড্র দ্বারা হয়, যার ফলে ৩২ ফুটবল দল গঠন হয় – যাদের “আন্তর্জাতিক বন্ধুত্বের দল” নাম দেয়া হয়। ২০১৮ সালে একটি পরিবেশগত মিশনের অংশ হিসাবে আন্তর্জাতিক বন্ধুত্বের দলগুলির নাম দুর্লভ এবং বিপন্ন প্রজাতির ওপর রাখা হয়।

এছাড়াও ২০১৮ সালের পরিবেশগত মিশনের কাঠামোর মধ্যে ৩০-এ মে তে আন্তর্জাতিক অভিযান “হ্যাপি বজ ডে” আরম্ভ করা হয়ে, যার মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান করা হয় যেনো তারা  দুর্লভ প্রজাতির উদ্ধারের জন্য রত সংগঠনগুলিকে সমর্থন করেন। রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, নেপাল এবং গ্রেট ব্রিটেনের [৩২] জাতীয় উদ্যান এবং রিজার্ভ এই অভিযানে অংশ গ্রহণ করে। এছাড়াও মস্কোতে “বন্ধুত্বের জন্য ফুটবল” অনুষ্ঠানের ফাইনাল কার্যক্রমের সময় অংশগ্রহণকারীরা প্রাকৃতিক গ্যাস দ্বারা চালিত বাস ব্যবহার করেন[[৩৩] l

২০১৮ সালের "বন্ধুত্বের জন্য ফুটবল" বিশ্বকাপে ৩২ টি আন্তর্জাতিক দল অংশগ্রহণ করে। প্রথমবার এই প্রকল্পের ইতিহাসে, ফাইনাল খেলাটির ধারাভাষ্যকার হলেন একজন সিরীয়াবাসী, ইয়জান তাহা[৩৪] আর এর রেফারি ছিলেন রাশিয়ার তরুণ রেফারি বোগদান বাটালিন[৩৫]

২০১৮ সালের "বন্ধুত্বের জন্য ফুটবল" বিশ্বকাপে বিজয়ী হল "শিমপাঞ্জি" দল, যাতে ডমিনিকা, সেন্ট কিটস ও নেভিস, মালাউই, কলম্বিয়া, বেনিন এবং কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের তরুণ খেলোয়াড়েরা ছিল। এই দলের কোচ ছিলেন রাশিয়ার যুবা  অংশগ্রহণকারী সরানস্ক ব্লাদিস্লাব প্যল্যাকব[৩৬]

“বন্ধুত্বের জন্য ফুটবল” অনুষ্ঠানের ষষ্ঠ চক্রের শেষ কার্রক্রম ছিল ছোটদের আন্তর্জাতিক ফোরাম, যেটা ১৩-ই জুন মহাসাগর ও সামুদ্রিক জীববিজ্ঞান কেন্দ্র "মোস্কভেরিয়াম"-এ অনুষ্ঠিত হয়। এই কার্যক্রমে যোগ দেন ভিক্টর জুবকভ (পি জে এ সসি গাজপ্রোমের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান), ওলগা গোলডেট্স (রাশিয়ান ফেডারেশনের উপ-প্রধানমন্ত্রী), ইকার ক্যাসিল্যস (স্প্যানিশ ফুটবলার ও জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক), আলেক্জান্ডার কার্জাকভ (রাশিয়ান ফুটবলার ও রাশিয়ান জাতীয় যুবা ফুটবল দলের প্রশিক্ষক), এবং বিশ্বজুড়ে ৫৪-টি দেশের দূতাবাসের প্রতিনিধি আর অন্যান্য অতিথিগণ[৩৭]

এই ফোরামে ষষ্ঠ চক্রের সেরা তরুণ ফুটবলারদের পুরস্ক্রিত করা হয়: কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের দেও কালেনা মেনেজ (সেরা ফরওয়ার্ড প্লেয়ার), বেনিনের ইমিরা অরু (সেরা মিডফিল্ডার), ওয়েলসের ইভান ভলিনকিন (সেরা গোলরক্ষক) এবং ব্রাজিলের গুস্তাভো সিন্ট্রা রোচা (সবচেয়ে মূল্যবান খেলোয়াড়)[৩৫]

অরুবা থেকে শেইকালি অসিন্শন ২০১৮ সালের “বন্ধুত্বের জন্য ফুটবল” অনুষ্ঠানের সেরা তরুণ সাংবাদিক ঘোষিত হন। মেয়েটি তার ব্লগে ওশেনিয়ার যুবকদের পরিবেশ সম্বন্ধে সচেতন হওয়ার আহ্বান করেন[৩৫]

পূর্ববর্তী চক্রির অংশগ্রহণকারী ভারতের অনন্যা কম্বোজের জন্য ফোরামে একটি বই লঞ্চ ও অটোগ্রাফ সেশনের আয়োজন করা হয়[90]। ২০১৭ সালে বন্ধুত্বের জন্য ফুটবলের পঞ্চম চক্রের পর সে একজন তরুণ সাংবাদিক হিসাবে তার অভিজ্ঞতা সম্পর্কে একটি বই লিখেছিল, "মোহালি থেকে সেন্ট পিটার্সবার্গের আমার যাত্রা"। তার বইতে সে অনুষ্ঠানের নয়টি মূল্যের সম্পর্কে লিখেছিল, যা বিশ্বকে আরও উন্নত করতে সাহায্য করতে পারে।

১৪-ই জুন, আন্তর্জাতিক ছোটদের ফোরাম "বন্ধুত্বের জন্য ফুটবল"-এর সমাপ্তির পর, তরুণ ফুটবলার এবং সাংবাদিকরা রাশিয়ার ফিফা বিশ্বকাপ ২০১৮-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন[৩৮]। লুজনিকি স্টেডিয়ামে ছোটরা এই বছরের অনুষ্টানে অংশগ্রহণকারী সকল ২১১ টি দেশ এবং অঞ্চলগুলির পতাকা উত্তোলন করে। তারপর "বন্ধুত্বের জন্য ফুটবল"-এর তরুণ অংশগ্রহণকারীরা রাশিয়া এবং সৌদি আরবের জাতীয় দলগুলির মধ্যে উদ্বোধনী ম্যাচটি দেখেন। রাশিয়ন ফেডারেশনের রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন "বন্ধুত্বের জন্য ফুটবল" অনুষ্টানে রাশিয়ার যুব রাষ্ট্রদূত অ্যালবার্ট জিনাটোভকে রাষ্ট্রপতির বক্সে এসে একসঙ্গে ম্যাচটি দেখার আমন্ত্রণ জানান। সেখানে আলবার্ট জিনাটোভ ব্রাজিলের ফুটবল চ্যাম্পিয়ন রবার্তো কার্লোস এবং স্প্যানিশ ফুটবলার ইকার ক্যাসিলাসের সাথে বার্তালাপ করেন[৩৯]

মস্কোতে ফাইনাল অনুষ্ঠানগুলিতে বিশ্বের ২১১ টি দেশ ও অঞ্চলের ১৫০০ টির ও বেশি ছোট ও কিশোররা অংশগ্রহণ করে। ষষ্ঠ চক্রে বিশ্ব জুড়ে ১৮০ টির ও বেশি কার্যক্রম করা হয়, যাতে ২৪০০০০ এর ও বেশি ছোটরা অংশগ্রহণ করে[৪০]

২০১৮ সালের "বন্ধুত্বের জন্য ফুটবল" প্রকল্পটি কর্তৃপক্ষ দ্বারা সমর্থিত ছিল। রাশিয়ান ফেডারেশনের উপ-প্রধানমন্ত্রী ওলগা গোলডেট্স ছোটদের আন্তর্জাতিক ফোরামের অংশগ্রহণকারী ও অতিথিদের রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের স্বাগত বক্তৃতা পড়ে শোনান।

রাশিয়ান ফেডারেশনের প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ অংশগ্রহণকারী এবং অন্যন্ন অতিথিদের নিজের স্বাগত সন্দেশ পাঠান[৪১]

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন আধিকারিক প্রতিনিধি মারিয়া জাখারোভা ২৩-এ মে একটি ব্রিফিংয়ে উল্লেখ করেন যে আজকে আন্তর্জাতিক সম্প্রদায় "বন্ধুত্বের জন্য ফুটবল" প্রকল্পটিকে রাশিয়ার আন্তর্জাতিক সামাজিক নীতির একটি গুরুত্বপূর্ণ মানবিক উপাদান হিসাবে দেখেন[৪২]

ঐতিহ্যগতভাবে, ফিফা “বন্ধুত্বের জন্য ফুটবল" প্রকল্পকে সমর্থন করেন। প্রতিষ্ঠানটি উল্লেখ করে যে মস্কোতে ফাইনাল অনুষ্টানগুলির অংশগ্রহণকারী ও অতিথিদের সমগ্র সংখ্যা ৫০০০ এ এসে দাড়ায়[৪৩]

বন্ধুত্বের জন্য ফুটবল ২০১৯[সম্পাদনা]

২০১৯ সালের ১৮ ই মার্চ, শিশুদের “ফুটবল ফর ফ্রেণ্ডশিপ” নামক আন্তর্জাতিক সামাজিক প্রোগ্রামের সপ্তম সিজনের উদ্বোধন হয়েছিল, চূড়ান্ত ইভেন্টগুলি ২৮ শে মে থেকে ২ জুন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল মাদ্রিদে।[৪৪]

২৫ এপ্রিল ইউরোপ, এশিয়া, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকার অর্ধশতাধিক দেশে আন্তর্জাতিক ফুটবল ও বন্ধুত্ব দিবস উদযাপিত হয়েছিল এবং

রাশিয়ান ফুটবল ইউনিয়ন (আরএফইউ) ও উদযাপনে অংশ নিয়েছিল ।[৪৫]

৩০ মে, মাদ্রিদে, গাজপ্রম কর্পোরেশনের আয়োজিত শিশুদের সামাজিক প্রোগ্রাম “ফুটবল ফর ফ্রেন্ডশিপ” ২০১৯ এর আন্তর্জাতিক ফোরাম হয়েছিল. ফোরামটি সারা বিশ্বের বিশেষজ্ঞদের - ফুটবল কোচ, শিশু দলের চিকিৎসক, তারকা, শীর্ষস্থানীয় আন্তর্জাতিক মিডিয়া থেকে সাংবাদিকদের, আন্তর্জাতিক ফুটবল একাডেমী এবং ফেডারেশনগুলির প্রতিনিধিদের একত্রিত করেছিল ।[৪৬]

৩১ মে, মাদ্রিদে, বিশ্বের সবচেয়ে বহুজাতিক ফুটবল প্রশিক্ষণ হয়েছিল। প্রশিক্ষণ সেশনের ফলস্বরূপ, “ফুটবল ফর ফ্রেন্ডশিপ” গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস ® থেকে একটি অফিসিয়াল শংসাপত্র পেয়েছে ।[৪৭]

সপ্তম সিজনে, ইউরোপ, আফ্রিকা, এশিয়া, উত্তর এবং দক্ষিণ আমেরিকার ৩২ জন তরুণ সাংবাদিক “ফুটবল ফর ফ্রেন্ডশিপ” কর্মসূচির কাঠামোয় আন্তর্জাতিক শিশু প্রেস সেন্টার তৈরী করেছিল, যা এই প্রোগ্রামের চূড়ান্ত ইভেন্টগুলি কভার করে এবং আন্তর্জাতিক এবং জাতীয় মিডিয়াগুলির সাথে খবর তৈরীর কাজেও অংশ নিয়েছিল ।[৪৮]

সপ্তম সিজনের অংশগ্রহণকারীরা “লিভারপুল” ফুটবল ক্লাবকে সবচেয়ে সামাজিক দায়বদ্ধ দল হিসাবে নাইন ভ্যালু (নয়টি মূল্য) কাপ (শিশুদের আন্তর্জাতিক সামাজিক অনুষ্ঠান “ফুটবল ফর ফ্রেন্ডশিপ” এর একটি পুরস্কার) দিয়ে পুরস্কৃত করে ।[৪৯]

১ লা জুন, সপ্তম সিজনের সমাপ্তি ঘটেছিল মাদ্রিদের উয়েফা পিচ ফুটবল মাঠে – “ফুটবল ফর ফ্রেন্ডশিপ” এর বিশ্বকাপের চূড়ান্ত ম্যাচ দিয়ে। এর ফলাফল অনুসারে, “অ্যান্টিগুয়ান স্নেক” জাতীয় দল “তাসমানিয়ান ডেভিলের” সাথে ফুল টাইমে ১: ১ স্কোর নিয়ে খেলেছিল এবং তারপরে পেনাল্টি শ্যুটআউটে জিতেছিল এবং প্রধান পুরস্কার পেয়েছিল ।[৫০]

ফুটবল ফর ফ্রেণ্ডশিপ ২০২০[সম্পাদনা]

২০২০ সালে, “ফুটবল ফর ফ্রেন্ডশিপ” এর অষ্টম সিজনের চূড়ান্ত ইভেন্টগুলি ২৭ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত একটি ডিজিটাল প্ল্যাটফর্মে অনলাইনে অনুষ্ঠিত হয়েছিল। ১০০ টিরও বেশি দেশ থেকে ১০,০০০ এরও বেশি অংশগ্রহণকারী মূল ইভেন্টগুলিতে যোগদান করেছিল ।[৫১]

প্রোগ্রামের অষ্টম সিজনের জন্য, মাল্টিপ্লেয়ার অনলাইন ফুটবল সিমুলেটর “ফুটবল ফর ফ্রেন্ডশিপ” ওয়ার্ল্ড তৈরি হয়েছিল, যার ভিত্তিতে ওয়ার্ল্ড

“ফুটবল ফর ফ্রেন্ডশিপ” ২০২০ অনলাইন চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। গেমটি বিশ্বব্যাপী ডাউনলোডের জন্য ১০ ডিসেম্বর, ২০২০ – বিশ্ব ফুটবল দিবসে উপলব্ধ । ব্যবহারকারীরা আন্তর্জাতিক দলে ঐক্যবদ্ধ হয়ে ফুটবলের বন্ধুত্বের নিয়ম অনুসারে ম্যাচে অংশ নেওয়ার

সুযোগ পেয়েছেন । মাল্টিপ্লেয়ার গেমটি বন্ধুত্ব, শান্তি এবং সাম্যের মতো প্রোগ্রামের গুরুত্বপূর্ণ মূল্যগুলির উপর ভিত্তি করে তৈরী হয়েছে ।[৫২]

২৭ নভেম্বর, “ফুটবল ফর ফ্রেণ্ডশিপ”, ২০২০ র অনলাইন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের উন্মুক্ত টস হয়েছিল ।[৫৩]

২৮ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত শিশুদের জন্য মানবিক ও ক্রীড়া শিক্ষামূলক কর্মসূচী সহ একটি অনলাইন বন্ধুত্ব শিবির হয়েছিল ।[৫৪]

৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর অবধি আন্তর্জাতিক অনলাইন ফোরাম “ফুটবল ফর ফ্রেণ্ডশিপ” এর অধিবেশনগুলি অনুষ্ঠিত হয়েছিল, এতে শিশুদের ক্রীড়া উন্নয়নের প্রকল্পগুলি উপস্থাপন করা হয়েছিল। বিশেষজ্ঞ জুরি আন্তর্জাতিক পুরস্কার “ফুটবল ফর ফ্রেণ্ডশিপ”

এর জন্য আবেদনকারী প্রকল্পগুলির উপস্থাপনের প্রশংসা করেছেন ।[৫৫]

৭-৮ ডিসেম্বর, “ফুটবল ফর ফ্রেণ্ডশিপ” অনলাইন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল। এই বছরের চ্যাম্পিয়নশিপ একটি ডিজিটাল প্ল্যাটফর্মে একটি অনলাইন ফর্ম্যাটে অনুষ্ঠিত হয়েছিল এবং মাল্টিপ্লেয়ার ফুটবল সিমুলেটর “ফুটবল ফর ফ্রেন্ডশিপ” এর জন্য বিশেষভাবে এটি তৈরি করা হয়েছিল ।[৫৬]

“ফুটবল ফর ফ্রেন্ডশিপ” এর গ্র্যাণ্ড ফাইনাল ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল [৫৭]

অনুষ্ঠানের অষ্টম সিজনে জাতিসংঘের ৭৫ তম বার্ষিকীর সমর্থনে বিভিন্ন দেশ থেকে আসা শিশুদের জন্য একাধিক ওয়েবিনার তৈরি করা হয়েছিল ।[৫৮]

অনুষ্ঠানের অষ্টম সিজনে, বিশ্বজুড়ে ফুটবল ফ্রিস্টাইলারদের সাথে একযোগে সাপ্তাহিক শো "স্টেডিয়ামটি সেখানে আমি যেখানে" চালু হয়েছিল। প্রতিটি পর্বে, ফ্রিস্টাইলাররা তরুণ অ্যাম্বাসেডারদের কৌশলগুলি করতে শিখিয়েছিল এবং প্রতিটি পর্বের শেষে সেরা কৌশলটির জন্য একটি প্রতিযোগিতা ঘোষণা করা হয়েছিল । শোটি একটি বিশ্বব্যাপী অনলাইন মাস্টার ক্লাস দিয়ে শেষ হয়েছিল, যেটায় সর্বাধিক সংখ্যক অংশগ্রহণকারী যোগদান করায় “ফুটবল ফর ফ্রেণ্ডশিপ” দ্বিতীয়বার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী নির্বাচিত হয়েছিল ।[৫৯]

গুড নিউজ এডিটোরিয়াল – “ফুটবল ফর ফ্রেন্ডশিপ” এর তরুণ সাংবাদিকদের শুরু করা একটি সাপ্তাহিক অনুষ্ঠান যেখানে শিশুরা সারা বিশ্বের দর্শকদের সাথে ভাগ করে নিয়েছিল বিশ্বের সব ইতিবাচক সংবাদ ।[৬০]

বন্ধুত্বর জন্যে ফুটবলেতে বিশ্ব চ্যাম্পিয়নশিপ[সম্পাদনা]

বন্ধুত্বর জন্যে ফুটবল অনুষ্ঠানের রূপরেখার অন্তর্গত, অন্তর্জাতিক শিশুদের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত করা হয় l চ্যাম্পিয়নশিপেতে অংশগ্রহণকারী বন্ধুত্বর দলগুলির গঠন মুক্ত ড্র’এর সময়কালীন করা হয়[৬১] l বন্ধুত্বর জন্যে ফুটবলের সিদ্ধান্ত ওপর দলগুলিকে সংগঠিত করা হয়: বিভিন্ন জাতীয়তা, লিঙ্গ ও শারীরিক ক্ষমতাশীল ক্রীড়াবিদ একই দলেতে খেলা করে l[৬২]  

বন্ধুত্বর জন্যে অন্তর্জাতিক শিশুদের ফুটবল মঞ্চ[সম্পাদনা]

বন্ধুত্বর জন্য ফুটবলের বার্ষিক অন্তর্জাতিক শিশুদের মঞ্চেতে, প্রকল্পের যুবা প্রতিভাগীরা বয়স্কদের সঙ্গে পুরো বিশ্ব জুড়ে এই অনুষ্ঠানের মুল্যগুলির উন্নয়ন ও বিকাসের বিষয়ে আলোচনা করে l মঞ্চের সময়কালীন, বাচ্ছারা অন্যান্য দেশের থেকে ওদের সমকক্ষ, বিখ্যাত ফুটবলার্স, সাংবাদিক ও বৈশিষ্ট লোকেদের সঙ্গে সাক্ষাত করে ও কথা বলে এবং তাদের যুবা রাষ্ট্রদূতও বানিয়ে দেওয়া হয়, যারা ভবিষ্যতে নিজের সমকক্ষ খেলোয়াড়দের মধ্যে সার্বজনীন মূল্যগুলি স্বাধীনভাবে প্রচার করতে থাকবে [৬৩] l

শিশুদের আন্তর্জাতিক প্রেস কেন্দ্র[সম্পাদনা]

বন্ধুত্বর জন্যে ফুটবল অনুষ্ঠানের একটি বৈশিষ্ট্য আছে, এর নিজের শিশুদের অন্তর্জাতিক প্রেস কেন্দ্র[৬৪] l বন্ধুত্বর জন্যে ফুটবল অনুষ্ঠানের অন্তর্গতে, 2014’তে এর প্রথম অনুষ্ঠান করা হয়েছিল l প্রেস সেন্টারেতে যুবা সংবাদিকরা নিজের দেশের জন্যে অনুষ্ঠানের ইভেন্টগুলি আচ্ছাদন করে [৬৫]: তারা জাতীয় ও অন্তর্জাতীয় স্পোর্টস মিডিয়ার জন্যে খবর তৈরী করে, বন্ধুত্বর জন্যে ফুটবল টি.ভি. চ্যানেলের জন্যে, শিশুদের বন্ধুত্বর জন্যে  সংবাদ-পত্রিকার জন্যে ও অনুষ্ঠানের অধিকারিক রেডিও স্টেশনের জন্যে উপাদান তৈরী করাতে অংশগ্রহণ করে l শিশুদের অন্তর্জাতিক প্রেস কেন্দ্র শ্রেষ্ঠ যুবা সাংবাদিক জাতীয় প্রতিযোগিতার বিজেতা, যুবা ব্লগার্স, ফটোগ্রাফার্স ও লেখকদের একজোট করে l প্রেস কেন্দ্রর থেকে যুবা সংবাদিকরা “শিশুর সম্পর্কে শিশু” প্রারূপকে বাস্তবায়ন করে[৬৬], প্রকল্পনার মধ্যের থেকে নিজের বিচার প্রস্তুত করে l

ফুটবল ও বন্ধুত্বের অন্তর্জাতিক দিবস[সম্পাদনা]

বন্ধুত্বর জন্যে ফুটবল প্রকল্পনার অন্তর্গতে, ফুটবল ও বন্ধুত্ব অন্তর্জাতীয় দিবস 25’সে এপ্রিল এতে পালন করা হয় l 2014’তে 16টি দেশে প্রথম বার এই ছুটির দিন পালন করা হয়েছিল l এই দিনেতে, বন্ধুত্তপর্ণ ম্যাচ , ফ্ল্যাশ মব্স, রেডিও ম্যারাথন্স, মাস্টার ক্লাস্সেস, টেলিভশন প্রদর্শন, মুক্ত প্রশিক্ষণ সত্র, ইত্যাদি অনুষ্ঠিত হয়[৬৭] l এই উত্সবে 50,000 থেকে বেশি লোকেরা অংশগ্রহণ করে l

2015’তে 24টি দেশে ফুটবল ও বন্ধুত্ব দিবস পালন করা হয়েছিল l এই উত্সবের সময়কালীন, বন্ধুত্বপর্ণ ফুটবল ম্যাচ ও অন্যান্য ইভেন্টগুলি সম্পন্ন হয়েছিল l জার্মানিতে, শাল্কে 04 ফুটবলের খেলোয়াড়রা একটা মুক্ত প্রশিক্ষণ সত্র , সার্বিয়া একটা টি.ভি. শো, ইউক্রেন ভলীন এফসি’র কনিষ্ঠ দল ও বাচ্ছাদের; যারা পরিবারের, বাচ্ছাদের ও যুবা লোকেদের জন্যে লুট্স্ক সিটি সেন্টার অফ সোশ্যাল সার্ভিসেস’র  মধ্যে একটা ম্যাচ অনুষ্ঠিত করেছিল [৬৮] l

রাশিয়ার 11টি শহরে 25শে এপ্রিল’তে ফুটবল ও বন্ধুত্ব দিবসের পালন করা হয়েছিল l এই অনুষ্ঠানের মুখ্য মূল্যগুলি প্রত্যাহার করবার জন্যে ভ্লাদিভস্টক, নোভোসিবির্স্ক, য়েকাটেরিনবর্গ, ক্রাস্নোয়ার্স্ক, বার্নল, সেন্ট পিটার্সবার্গ ও সারান্স্ক শহরেতে বন্ধুত্বপর্ণ ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল l ক্রাস্নোয়ার্স্ক, সোচি ও রস্টভ-অন-ডন এতে, অলিম্পিক মশাল রিলে 2014’র থেকে মশালবাহকদের অংশগ্রহণের সহিত, একটি বন্ধুত্ব রিলের অনুষ্ঠান করা হয়েছিল l মস্কোতে, অন্ধদের ক্রীড়া সংঘের সহযোগিতায় একটি সমান অবসর টুর্নামেন্টের অনুষ্ঠান হয়েছিল l 5 মে’তে নিজ্নী নভগোরদ ও কাজান এতে ফুটবল ও বন্ধুত্ব দিবস পালন করা হয়েছিল l   [৬৯]

2016’তে, 32টি শহরেতে ফুটবল ও বন্ধুত্ব দিবসের পালন করা হয়েছিল l রাশিয়ার নয়টি শহরেতে এই দিবসটি পালন করা হয়েছিল: মস্কো, সেন্ট পিটার্সবার্গ, নোভোসিবির্স্ক, বার্নল, বিরোবিঝান, ইর্কুত্স, ক্রাস্নোডার, নিজ্নী নভগরদ ও রস্টভ-অন-ডন l নিজ্নী নভগরদ শহরে ভলগা এফসি’র থেকে যুবা ফুটবল খেলোয়াড়দের জন্যে একটা বন্ধুত্বপর্ণ ম্যাচের আয়োজন করা হয়েছিল এবং ক্লাবের থেকে বয়স্ক খেলোয়াড়রা বাচ্ছাদের জন্যে বার্ম-আপ ও প্রশিক্ষণ এর ব্যবস্থা করেছিল l নোভোসিবির্স্ক এতে, একটা বন্ধুত্বপর্ণ ম্যাচেতে, অক্ষম বাচ্ছারা নোভোসিবির্স্ক এলাকার দল; য়ার্মাক-সিবির পক্ষ থেকে অংশগ্রহণ করেছিল l  [২৯]

2017’তে, 64টি দেশেতে ফুটবল ও বন্ধুত্ব দিবসের পালন করা হয়েছিল l সার্বিয়ান রক্ষক; ব্রানিস্লাভ ইভানোভিচ ও ডাচ স্ট্রাইকার; ডির্ক কুইট সহিত, প্রখ্যাত ফুটবলা খেলোয়াড়রা পুরো বিশ্বতে অনুষ্ঠিত ইভেন্টগুলিতে অংশগ্রহণ করেছিল l গ্রীসেতে অনুষ্ঠিত ইভেন্টেতে থীয়্ডরাস জাগোরাকিস; নিজের দেশের জাতীয় দলের সঙ্গে ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ 2004’র বিজেতা, উপস্থিত হয়েছিল l জেনিট এফসি  রাশিয়াতে জাখার ব্যাডিউক; 2017’তে বন্ধুত্বর জন্যে ফুটবল অনুষ্ঠান যুবা রাষ্ট্রদূতের জন্যে একটি বিশেষ প্রশিক্ষণ সত্রের ব্যবস্থা করেছিল l প্রশিক্ষণ’এর মধ্যে, জেনিট এফ.সি.’র গোলকীপার; ইউরী লোডিগিন জাখার’এর অক্ষমতাকে উচ্চ রেটিং দিয়েছিল ও তাঁর সঙ্গে গোল রক্ষার রসস্যগুলি ভাগ করেছিল l [৩০]

“বন্ধুত্বের জন্য ফুটবল”-এর নয়টি মূল্য[সম্পাদনা]

২৫-এ মে, ২০১৩ তে আয়োজিত প্রথম আন্তর্জাতিক ছোটদের ফোরামে গ্রেট ব্রিটেন, জার্মানি, স্লোভেনিয়া, হাঙ্গেরি, সার্বিয়া, বুলগেরিয়া, গ্রিস এবং রাশিয়ায় যুব দূতরা অনুষ্ঠানের আটটি মূল্যর প্রণয়ন করে - বন্ধুত্ব, সমতা, ন্যায়, স্বাস্থ্য, শান্তি, ভক্তি, বিজয় ও ঐতিহ্য - এবং একটি খোলা চিঠির মাধ্যমে এগুলি প্রস্তুত করা হয়। এই চিঠিটি আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলির প্রধানদের পাঠানো হয়: ইন্টারন্যাশনাল ফুটবল ফেডারেশন (ফিফা), ইউরোপীয় ফুটবল অ্যাসোসিয়েশন ইউনিয়ন (ইউইএফআ) এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ২০১৩ সালের সেপ্টেম্বরে ভ্লাদিমির পুতিন এবং ভিটালি মুতোর সঙ্গে এক বৈঠকে জোসেফ ব্লাটার চিঠিটি পাওয়ার কথা জানান এবং বলেন যে তিনি “বন্ধুত্বের জন্য ফুটবল” অনুষ্ঠানকে সমর্থন করার জন্য প্রস্তুত আছেন[১১]

২০১৫ সালে, চীন, জাপান এবং কাজাখস্তানের অংশগ্রহণকারীরা "বন্ধুত্বের জন্য ফুটবল" অনুষ্ঠানে যোগ দেন এবং একটি নবম মূল্য – সম্মান - যোগ করার প্রস্তাব করেন[৭০]

নাইন ভ্যালুস কাপ[সম্পাদনা]

নাইন ভ্যালুস কাপ শিশুদের অন্তর্জাতিক সামাজিক পরকল্পনা; বন্ধুত্বর জন্যে ফুটবলের একটি পুরস্কার হচ্ছে l প্রত্যেক বছর এই কাপটি প্রকল্পের মূল্যকে: বন্ধুত্ব, সমতা, বিচার, স্বাস্থ্য, শান্তি, আনগত্য, বিজয়, পরম্পরা এবং সম্মানের প্রতি সর্বাধিক প্রতিশ্রুতির জন্যে পুরস্কৃত করা হয় l সমস্ত বিশ্বের থেকে প্রশংসকেরা বিজেতার চয়ন প্রক্রিয়াতে অংশগ্রহণ করে, কিন্তু অন্তিম রায় ভোটিং এর মাধ্যমে বন্ধুত্বর জন্যে ফুটবলের অংশগ্রহণকারীদের দ্বারা দেওয়া হয় l ফুটবল ক্লাব যারা নাইন ভ্যালুস কাপের ধারক হচ্ছে: বার্সেলোনা (2015), বেয়ার্ন মিউনিখ (2016), আল বাহ্দা (বিশেষ পুরস্কার), রিয়েল মাদ্রিদ (2017) [৭১] l

বন্ধুত্ব ব্রেসলেট[সম্পাদনা]

বন্ধুত্বর জন্যে ফুটবল অনুষ্ঠানের সমস্ত কার্যকলাপ সমতা ও সুস্থ্য জীবনধারার প্রতীক; বন্ধুত্ব ব্রেসলেটের বিনিময়ের সঙ্গে আরম্ভ হয় l ব্রেসলেটেতে নীল ও সবুজ রঙের দুটো সুতা অন্তর্ভুক্ত আছে এবং এটাকে কারোর দ্বারা পরা যেতে পারে, যারা এই অনুষ্ঠানের মুল্যগুলি অন্যদের জানায় l

ফ্রাঞ্জ বেক্কেনবয়ারের অনুযায়ী:

“আন্দোলনের প্রতীক হচ্ছে, দুই রঙের ব্রেসলেট, এইটা ততটাই সরল ও বোধগম্য হচ্ছে, যতটা বন্ধুত্বর জন্যে ফুটবলের সহজাত গুনগুলি l

যুবা প্রতিভাগীরা এই অনুষ্ঠানের মধ্যে প্রখ্যাত খেলোয়াড় ও বিশিষ্ট লোকের কব্জির ওপরে বন্ধুত্ব ব্রেসলেট বেঁধেছে [৭২]; ডিক অ্যাডভোকেট , আনাতোলি টিমসচুক[৭৩], লুইস নেটু, ফ্রাঞ্জ বেক্কেনবয়ার[৭৪], লুইস ফর্নানডেভ, ডিডিয়ার দ্রগবা, ম্যাক্স মেয়ার, ফাতমা সামুরা, লীয়ন গোরেকা, ডমেনিকো কৃষিটো, মিশেল সালগাডো, আলেক্সান্ডার কার্ঝাকভ, ডিমাস পিরস, মায়োড্র্যাগ বোঝোভিক, এডেলিনা সত্নিকোভা, ইউরি কামেনেট্স

বিভিন্ন পর্বের মধ্যে প্রতিভাগীদের কার্যকলাপ[সম্পাদনা]

বন্ধুত্বর জন্যে ফুটবল অনুষ্ঠানের থেকে যুবা ফুটবল খেলোয়াড়রা অধিকারিক পর্বের বাহিরে বিভিন্ন ইভেন্টগুলিতে অংশগ্রহণ করে l মে, 2013’তে, মারিবর কনিষ্ঠ ফুটবল ক্লাব (স্লোভেনিয়া)এর থেকে খেলোয়াড়রা কাম্বোডিয়ান বাচ্ছাদের সঙ্গে একটা দানশীল বন্ধুত্বপর্ণ ম্যাচের আয়োজন করলো[৭৫] l 14ই সেপ্টেম্বর, 2014’তে সোচিতে, অনুষ্ঠানের রাশিয়ান প্রতিভাগীরা ফিফা সভাপতি; সেপ্প ব্ল্যাটারের সঙ্গে রাশিয়ান ফেডারেশনের সভাপতির বৈঠকের মধ্যে ভ্লাদিমির পুতিনের সঙ্গে বার্তালাপ করলো[৭৬] l জুন 2014’তে, ফ্রেঞ্চ রাষ্ট্রপতি; ফ্রাঙ্কয়েস হল্যান্ডে বন্ধুত্বর জন্যে ফুটবল অনুষ্ঠানের একটি সদস্য; টাভের্নি দলকে ফ্রান্স ও নাইজেরিয়ার মধ্যে 2014’র ফিফা বিশ্ব কাপ ম্যাচ দেখার জন্যে এলিসী প্যালেসে আসার জন্যে আমন্ত্রণ দিয়েছিল[৭৭] l এপ্রিল, 2016’তে, ইউরি ভাশ্চুক, 2015’র বন্ধুত্বর জন্য ফুটবল অনুষ্ঠানের রাষ্ট্রদূত প্রকল্পতে অংশগ্রহণকারীদের নিজের অনুভব ভাগ করবার জন্য বেলারুসের সর্বাধিক শক্তিমান পুরুষ; কিরিল শিম্কো এবং বে.এ.টি.ই. এফসি’র যুবা ফুটবলারদের সঙ্গে সাক্ষাত করেছিল l ইউরি ভাশ্চুক, কিরিল শিম্কোকে একটা প্রতিকাত্মক বন্ধুত্ব ব্রেসলেট প্রদান করেছিল, এই ভাবে তিনি প্রকল্পের আদর্শ; বন্ধুত্ব, বিচার, সুস্থ্য জীবনধারাকে প্রত্সাহন দেবার জন্যে ওনাকে ব্যাটন এগিয়ে দিয়েছিল l     

পুরস্কার ও পারিতোষিক[সম্পাদনা]

বন্ধুত্বর জন্যে ফুটবলের অনুষ্ঠান বিভিন্ন প্রতিযোগিতা জিতেছে এবং অনেক রাশিয়ান ও অন্তর্জাতীয় পুরস্কার ধারণ করছে l এর মধ্যে আছে: ‘অন্তর্জাতিক সহযোগের বিকাস’ শ্রেণীতে “রাশিয়ার শ্রেষ্ঠ সামাজিক প্রকল্প”, ‘কর্পোরেট সামাজিক দায়িত্ব’(২০১৬) শ্রেণীতে “ব্যবসা সংবাদকর্তা’র অন্তর্জাতিক পরিষদের  (আইএবিসি)গোল্ড কুইল অ্যাওয়ার্ডস” (২০১৬), ‘এই গ্রহের শ্রেষ্ঠতম সামাজিক প্রকল্প’(২০১৬) শ্রেণীতে “সাবের অ্যাওয়ার্ডস”, ‘শ্রেষ্ঠতম অন্তর্জাতিক কৌশল’ (২০১৭) শ্রেণীতে “দ ড্রাম সোশ্যাল বাজ অ্যাওয়ার্ডস’[৭৮], ‘শ্রেষ্ঠ মিডিয়া কৌশল’ (2017) শ্রেণীতে “ইন্টারন্যাশনলিস্ট অ্যাওয়ার্ডস ফর ইন্নোভেটিভ  ডিজিটাল মার্কেটিং সল্যুশন্স”[৭৯], ‘রাশিয়ার শ্রেষ্ঠ সামাজিক প্রকল্প’ (২০১৭) শ্রেণীতে “সিল্ভার আর্চার” ও গ্রান্ড প্রিক্স “সিল্ভার আর্চার” (২০১৮)l

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Football For Friendship project returns"www.sportindustry.biz (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৩-৩০। ২০১৬-০৯-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-০৫ 
  2. "Gazprom's "Football for friendship 2014" | InSerbia Today"inserbia.info (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৪-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-০৫ 
  3. "Europe and Asia to Meet Within Football for Friendship International Children's Social Project of Gazprom"www.newswire.ca (ইংরেজি ভাষায়)। ২০১৫-০৫-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-০৫ 
  4. ""Футбол для дружбы" 2018: объявлены имена участников программы от России!"www.sport-express.ru। ২০১৮-০৪-২৫। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-১১ 
  5. center, The International Children's Social FOOTBALL FOR FRIENDSHIP project press। "Young Football Players From 24 Countries of Europe and Asia Meet at Third International Children's Football for Friendship Forum"www.prnewswire.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-০৫ 
  6. ntv.ru। "В Москве подвели итоги детского форума «Футбол для дружбы»" (রুশ ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০৫-০৩ 
  7. FIFA.com। "FIFA Partners - FIFA.com" (ইংরেজি ভাষায়)। ২০১৮-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৫-০৩ 
  8. "Football for Friendship: Teaching values through football"। ২০১৪-০৫-২৭। ২০১৭-০৯-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৫-০৩ 
  9. Sputnik। "Young Players Meet at Int'l Children's Football for Friendship Forum" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০৫-০৪ 
  10. center, The International Children's Social FOOTBALL FOR FRIENDSHIP project press। "Young Football Players From 24 Countries of Europe and Asia Meet at Third International Children's Football for Friendship Forum" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০৫-০৪ 
  11. "Football for Friendship ready for fourth edition"। ২০১৬-০৩-২৫। সংগ্রহের তারিখ ২০১৭-০৫-০৪ 
  12. "YouTube" 
  13. "Football For Friendship project returns | www.sportindustry.co.za" (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৪-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৫-০৪ 
  14. "Beyond Sport"। সংগ্রহের তারিখ ২০১৭-০৫-০৪ 
  15. "Sporting Goods Business | Fourth Gazprom Football For Friendship project launches" (ইংরেজি ভাষায়)। ২০১৭-০২-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৫-০৪ 
  16. RBTH (২০১৬-০৩-৩১)। "Gazprom soccer project unites world's children for 4th year"Russia Beyond The Headlines (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০৫-০৪ 
  17. Mosko, Alexey (২০১৬-০৬-০১)। "Gazprom brings soccer-crazy kids to Milan for UEFA Champions League final"Russia Beyond The Headlines (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০৫-০৪ 
  18. "Football for Friendship: Syrian youth team make tournament debut in Milan"। ২০১৬-০৫-৩১। সংগ্রহের তারিখ ২০১৭-০৫-০৪ 
  19. "Beyond Sport"। সংগ্রহের তারিখ ২০১৭-০৫-০৪ 
  20. center, International Children's Social FOOTBALL FOR FRIENDSHIP programme press। "Fourth International FOOTBALL FOR FRIENDSHIP Forum Brings Together Young Footballers from Three Continents"। সংগ্রহের তারিখ ২০১৭-০৫-০৪ 
  21. "Fifth Season of Gazprom's Football for Friendship International Children's Project Launched" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০৫-০৪ 
  22. "CNW Group"। ২০১৭-০৪-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৫-০৪ 
  23. "Fifth Season of Gazprom's Football for Friendship International Children's Project Launched" (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৫-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৫-০৪ 
  24. "Fifth Season of Gazprom's Football for Friendship International Children's Project Launched" (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৪-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৫-০৪ 
  25. "Fifth Season of Gazprom's Football for Friendship International Children's Project Launched" (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৫-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৫-০৪ 
  26. "Fifth Season of Gazprom's Football for Friendship International Children's Project Launched | Daily Herald" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০৫-০৪ 
  27. "Fifth Season of Gazprom's Football for Friendship International Children's Project Launched" (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৫-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৫-০৪ 
  28. "News Story"। সংগ্রহের তারিখ ২০১৭-০৫-০৪ 
  29. "Fifth Season of Gazprom#s Football for Friendship International Children#s"। ২০১৯-০৩-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৭-২৪ 
  30. "Football brings kids together" (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৭-০৬। সংগ্রহের তারিখ ২০১৭-০৭-২৪ 
  31. "Football for friendship sets stage for 2018 World Cup"euronews (ইংরেজি ভাষায়)। ২০১৮-০২-১৬। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-০৫ 
  32. "Russia opportunity for Zim youngsters | The Chronicle"www.chronicle.co.zw (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-০৫ 
  33. AfricaNews। "Football for Friendship draw held ahead of the 2018 World Cup | Africanews"Africanews (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-০৫ 
  34. "Шикарный футбол, крепкая дружба!"Советский спорт (রুশ ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-১১ 
  35. "Их подружил футбол"Советский спорт (রুশ ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-১১ 
  36. "Юный тренер из России стал чемпионом мира по "Футболу для дружбы""www.sport-express.ru। ২০১৮-০৬-১৩। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-১১ 
  37. "Море счастья, дружбы и футбола!"www.sport-express.ru। ২০১৮-০৬-২৯। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-১১ 
  38. "Юные послы "Футбола для дружбы" приняли участие в церемонии открытия ЧМ-2018"Спорт РИА Новости (রুশ ভাষায়)। 20180615T2036+0300Z। সংগ্রহের তারিখ 2019-04-11  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  39. "Юный посол "Футбола для дружбы" встретился с президентом России на ЧМ в Москве"www.sport-express.ru। ২০১৮-০৬-২১। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-১১ 
  40. "Участники "Футбола для дружбы" из 211 стран и регионов прибыли в Москву"www.sport-express.ru। ২০১৮-০৬-০৯। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-১১ 
  41. "Участникам и гостям Международного детского форума «Футбол для дружбы»"government.ru (রুশ ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-১১ 
  42. "Брифинг официального представителя МИД России М.В.Захаровой, Москва, 23 мая 2018 года"www.mid.ru (রুশ ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-১১ 
  43. FIFA.com। "2018 FIFA World Cup Russia™ - News - 211 countries and regions take part in the Sixth International Football for Friendship Children's Forum - FIFA.com"www.fifa.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-১১ 
  44. "The Daily Times Leader"business.dailytimesleader.com। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৯ 
  45. Friendship, Gazprom Football for। "International Day of Football and Friendship Celebrated in Schools Around the World"www.prnewswire.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৯ 
  46. "Int'l Football for Friendship Forum 2019 in Madrid Unites Kids' Soccer Experts From Around the Globe"sputniknews.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৯ 
  47. "Most nationalities in a football (soccer) training session"Guinness World Records (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৯ 
  48. "Football for Friendship Young Participants became correspondents of international media"TASS। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৯ 
  49. "End of Seventh Season of Football for Friendship in Madrid"sputniknews.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৯ 
  50. "Football for Friendship: Sportsmanship has no borders"euronews (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৬-০৬। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৯ 
  51. "Gazprom Football For Friendship International Children's Programme | F4F"footballforfriendship.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৯ 
  52. "New 'Football for Friendship' Simulator to be Released on World Football Day"sputniknews.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৯ 
  53. "Gazprom Football: Newsdetail"Gazprom Football (জার্মান ভাষায়)। ২০২০-১২-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৯ 
  54. "Friendship Camp | F4F"footballforfriendship.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৯ 
  55. "Shortlist | F4F"footballforfriendship.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৯ 
  56. "World Championship | F4F"footballforfriendship.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৯ 
  57. "Live Broadcast: Grand Final | F4F"footballforfriendship.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৯ 
  58. "F4F Ambassadors and FC Schalke 04 discussed the role of football in our future celebrating #UN75 - YouTube"www.youtube.com। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৯ 
  59. "STADIUM IS WHERE I AM | Easy Learning V-Move With Freestyle Blogger - YouTube"www.youtube.com। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৯ 
  60. "Good News Show From Young Journalists To Cheer You Up - YouTube"www.youtube.com। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৯ 
  61. "Chelsea foundation plays part in children forum"www.chelseafc.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-০৫ 
  62. Mosko, Alexey (২০১৪-০৫-৩০)। "Big football for little Europeans" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-০৫ 
  63. FIFA.com (২০১৭-০৮-০২)। "Football and friendship, a perfect combination"FIFA.com (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৬-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-০৫ 
  64. "Bu Domain Satılıktır..."www.habermonitor.com। ২০১৭-০৮-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-০৫ 
  65. "Football For Friendship Are On The Hunt For Talented Young Journalists"It's Round And It's White (ইংরেজি ভাষায়)। ২০১৪-০৪-১৫। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-০৫ 
  66. "Mission XI Million picks Chandigarh girl Ananya Kamboj"The Financial Express (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৫-২৮। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-০৫ 
  67. Hills, David (২০১৫-০৪-২৫)। "Said & Done: David Cameron; Sepp in Sochi; and how to say sorry like you mean it"the Guardian (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-০৫ 
  68. Gazdyuk, Pavel (২০১৫-০৫-১৩)। "The International Day of Football and Friendship" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-০৫ 
  69. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; :0 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  70. User, Super। "В рамках программы «Футбол для дружбы» учрежден Кубок «Девяти ценностей»"www.joblenobl.ru (রুশ ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-১১ 
  71. "F4F "Nine values cup" 2017 goes to Real Madrid"euronews (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৭-১৭। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-০৫ 
  72. "Vitor Baia tips Portugal for 'special' World Cup in Brazil"Mail Online। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-০৫ 
  73. "Второй международный детский форум «Футбол для дружбы» • НОВОСТИ В ФОТОГРАФИЯХ"। ২০১৪-১২-২৩। Archived from the original on ২০১৪-১২-২৩। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-০৫ 
  74. "Interview sends Megan Mackey to Champions League final"The Bolton News (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-০৫ 
  75. ""Футбол для дружбы" шагает по планете"РБК। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-০৫ 
  76. "Meeting with FIFA President Joseph Blatter"President of Russia (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-০৫ 
  77. "Mondial 2014. Hollande invite deux clubs amateurs à l'Elysée pour France-Nigéria"leparisien.fr (ফরাসি ভাষায়)। 2014-06-28CEST11:22:00+02:00। সংগ্রহের তারিখ 2018-05-05  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  78. t.akulov_63369 (২০১৭-০৮-৩১)। "How to make kids voices to be heard globally?"The Drum Awards (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৬-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-০৫ 
  79. "Internationalists Awards for Innovative Digital Solutions 2017"www.internationalist-awards.com। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-০৫