আলাপ:বাংলাদেশে মঞ্চনাটক

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মন্তব্য[সম্পাদনা]

সুধী, নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধটি তৈরি করায় আপনাকে ধন্যবাদ। নিবন্ধ পড়ে মনে হলো আপনি অন্য কোন স্থান থেকে কপি করে এটি লিখেছেন (যদিও আমি সিউড় না)। কারণ ইংরেজি নিবন্ধের সাথে বাংলাটি খুব একটা মিল নেই বাক্যের দিক থেকে। তবে সে যাইহোক, ইংরেজি Sanskrit theatre অনুচ্ছেদ থেকে নিচের দিকে প্রতিটি অনুচ্ছেদ অর্থাৎ পুরু ইংরেজি নিবন্ধ অনুবাদ করতে হবে। দয়া করে ক্রসচেক করে দেখুন ও নিবন্ধ সম্প্রসারণ করুন। সংশোধনের পর আপনাকে নতুন করে জমা দিতে হবে না। আমি পুনরায় দেখে দেব। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৩১, ২ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

মন্তব্য- উত্তর[সম্পাদনা]

সুধী, ইংরেজি নিবন্ধটি অসম্পূর্ণ থাকায় কিছু কিছু ক্ষেত্রে উইকিপিডিয়ারই অন্য নিবন্ধের সাহায্য নিতে হয়েছে। সংস্কৃত থিয়েটার অংশটির প্রথম অংশটুকু ইংরেজী Sanskrit drama নিবন্ধের কিছু অংশের অনুবাদ। অনুরূপভাবে যাত্রা অংশটিতে ইংরেজী Jatra (theatre) নিবন্ধ ও পুতুলনাচ অংশটুকুতে Kathputli (Puppet) নিবন্ধের আংশিক অনুবাদ যুক্ত হয়েছে। যদি হুবহু ইংরেজী থেকে 'আক্ষরিক' অনুবাদই কেবল গ্রহণযোগ্য হয়, সেক্ষেত্রে জানালে হুবহু তাই এডিট করে দেব। ধন্যবাদ। --SMS_Shuvo (আলাপ) ১৪:৩৫, ৩ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

হ্যাঁ, শুধু ইংরেজি সংশ্লিষ্ঠ নিবন্ধটিই অনুবাদ করতে হবে। এক্ষেত্রে এক্ষেত্রে আক্ষরিকই করতে হবে এমন কোন কথা নেই তবে ইংরেজি ওই নিবন্ধের সাথে মিল থাকলেই হলো। অন্য নিবন্ধ থেকে এনে যুক্ত করার প্রয়োজন নেই কারণ অন্য নিবন্ধ সম্পূর্ণ আলাদা এবং সেগুলো বাংলাতে আলাদাভাবেই আছে বা পরবর্তীতে যুক্ত হবে। আপনার অনুবাদের জন্য ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:৫৮, ৩ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

পুনঃযাচাই প্রসঙ্গে[সম্পাদনা]

ইংরেজী নিবন্ধের অনুবাদ সম্পূর্ণ করা হলো। পুনঃযাচাইয়ের মাধ্যমে নিবন্ধ প্রতিযোগিতায় গ্রহণের জন্য অনুরোধ করা হলো! --শাহনেওয়াজ শুভ (আলাপ) ১৫:৪২, ৬ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]