শান্তনু কায়সার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শান্তনু কায়সার
জন্ম৩০ ডিসেম্বর, ১৯৫০
মৃত্যু১২ এপ্রিল ২০১৭(2017-04-12) (বয়স ৬৬)
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ব বাংলাদেশ
পরিচিতির কারণবাংলা একাডেমি পুরস্কারজয়ী

শান্তনু কায়সার (জন্ম: ৩০ ডিসেম্বর, ১৯৫০ - মৃত্যু:১২ এপ্রিল, ২০১৭) বাংলাদেশের একজন সাহিত্যিক। তিনি ২০১৪ সালে প্রবন্ধে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।[১]

জন্ম ও শিক্ষা[সম্পাদনা]

শান্তনু কায়সার চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সাচনমেঘ (সাজনমেঘ) গ্রামের মুন্সীবাড়িতে ১৯৫০ সালের ৩০ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার বাবা সিরাজুল হক ও মা মাকসুদা খাতুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর শেষে অধ্যাপনাকে জীবনের ব্রত হিসেবে নেন। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শেষে অবসরের পর তিনি কুমিল্লা নগরীতে থাকতেন এবং লেখালেখিতে মনোনিবেশ করেন। তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৪৫টি। জীবনের বিভিন্ন সময় তিনি কুমিল্লা সরকারি কলেজ, জামালপুর জাহেদা সাফির মহিলা কলেজ, লক্ষ্মীপুর চর আলেকজান্ডার কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া অধ্যাপনা করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে।[২]

গ্রন্হাবলী[সম্পাদনা]

কবিতা[সম্পাদনা]

  • রাখালের আত্মচরিত
  • শুভ সুবর্ণ জয়ন্তী

ছোটগল্প[সম্পাদনা]

  • ফুল বাসে
  • পাখি ডাকে
  • অর্ধ শতাব্দী

উপন্যাস[সম্পাদনা]

  • শকুন

নাটক[সম্পাদনা]

  • তুমি
  • নাট্যত্রয়ী

সম্পাদনা[সম্পাদনা]

  • খান মোহাম্মদ ফারাবী রচনাসমগ্র

প্রবন্ধ[সম্পাদনা]

  • শওকত ওসমান
  • বঙ্কিমচন্দ্র
  • তৃতীয় মীর
  • গভীর গভীরতর অসুখ গদ্যসত্তার জীবনানন্দ

মৃত্যু[সম্পাদনা]

শান্তনু কায়সার ১২ এপ্রিল ২০১৭ সালে মৃত্যুবরণ করেন।[৩]

পুরস্কার[সম্পাদনা]

শান্তনু কায়সার প্রাপ্ত পুরস্কারসমূহ:[৪]

  • প্রত্যাশা সাহিত্য পুরস্কার (১৯৯০)
  • আলাওল সাহিত্য পুরস্কার (১৯৯৫)
  • অদ্বৈত মলস্নবর্মণ স্মৃতি পুরস্কার, ভারত (১৯৯৯)
  • অদ্বৈত মলস্নবর্মণ পুরস্কার, ব্রাহ্মণবাড়িয়া (২০১৩)
  • বাংলা একাডেমি পুরস্কার (২০১৪)
  • জীবনানন্দ পুরস্কার (২০১৩)
  • কুমিলস্নার কাগজ পুরস্কার (২০০৫)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৭ 
  2. http://www.prothomalo.com/art-and-literature/article/1152346/সাহিত্যে-ও-সক্রিয়তায়[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. http://www.ittefaq.com.bd/print-edition/second-edition/2017/04/13/188871.html
  4. মাওলা, আহমেদ। "শান্তনু কায়সার"কালি ও কলম। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]