বাহাদুর (কমিক্স)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাহাদুর
প্রকাশনার তথ্য
প্রকাশকইন্দ্রজাল কমিক্স
প্রথম আবির্ভাব১৯৭৬
নির্মাতাআবিদ সুর্তি
কাহিনীর তথ্য
দলের অন্তর্ভুক্তিগনিবা (গণ নিরাপত্তা বাহিনী), মুখিয়া (গ্রামের প্রধান), লাখান, সুখিয়া(প্রাক্তন পুলিস)[১]

বাহাদুর ইন্দ্রজাল কমিক্স দ্বারা প্রকাশিত আবিদ সুর্তির লেখা একটি কমিক বই চরিত্র যার ১৯৭৬ সালে আবির্ভাব ঘটে। গোবিন্দ ব্রাহ্মনিয়া এর ছবি আঁকতেন।[২]

চরিত্র[সম্পাদনা]

বাহাদুর[সম্পাদনা]

বাহাদুর ডাকাত ভৈরব সিংহের ছেলে। পুলিশ প্রধান বিশাল ভৈরব সিংহকে মারবার পরে কিশোর বাহাদুরের দায়িত্ব নেন।[৩]

গনিবা (গণ নিরাপত্তা বাহিনী)[সম্পাদনা]

বড় হয়ে পুলিশ প্রধান বিশালের সাহায্যে বাহাদুর গনিবা (গণ নিরাপত্তা বাহিনী) প্রতিষ্ঠা করে। গ্রামবাসীদের প্রশিক্ষণ দিয়ে এখানে ডাকাতদের মোকাবিলা করবার জন্য বাহিনী তৈরী করা হয়।

বেলা[সম্পাদনা]

বেলা বাহাদুরের বান্ধবী। মার্শাল আর্টসে দক্ষ বেলা বাহাদুরকে অনেক অভিযানে সাহায্য করেছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Internationalhero.co.uk"। ২ অক্টোবর ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৩, ২০০৬ 
  2. "Aabid Surti's website"। ১০ মার্চ ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৩, ২০০৬ 
  3. "Ipcomics website"। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৩, ২০০৬ [অকার্যকর সংযোগ]