সাইফ উল হক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাইফ উল হক
সাইফ উল হক
জন্ম (1958-08-14) ১৪ আগস্ট ১৯৫৮ (বয়স ৬৫)
জাতীয়তাবাংলাদেশী
মাতৃশিক্ষায়তনবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
পুরস্কারবাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট পুরস্কার
স্থাপত্য প্রতিষ্ঠানসাইফ উল হক স্থপতি
ভবনসমুহজ্ঞান বিজ্ঞান কেন্দ্র
ব্র্যাক প্রশিক্ষণ কেন্দ্র

সাইফ উল হক (জন্ম ১৯৫৮) একজন বাংলাদেশী স্থপতি ও শিক্ষাবিদ। তার উল্লেখযোগ্য স্থাপনাসমূহ হল ব্র্যাক প্রশিক্ষণ কেন্দ্র, জ্ঞান বিজ্ঞান কেন্দ্র, আর্কিডিয়া শিক্ষা প্রকল্প।

প্রাথমিক জীবন[সম্পাদনা]

সাইফ ১৯৫৮ সালের ১৪ আগস্ট তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা আব্দুল হক ছিলেন একজন সরকারি কর্মকর্তা এবং মাতা জাকিয়া সুলতানা একজন গৃহিণী।

তিনি ১৯৭৫ সালে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি এবং ১৯৭৭ সালে নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এ স্থাপত্য বিভাগে ভর্তি হন। বিশ্ববিদ্যালয় পড়াকালীন স্থপতি কাজী খালিদ আশরাফ, জালাল আহমদ, এহসান খান, সালাউদ্দিন আহমেদরাজিউল আহসান তার বন্ধু ছিলেন। ১৯৮৩ সালে তিনি ব্যাচেলর অফ আর্কিটেকচার ডিগ্রি লাভ করেন। বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে খালিদ আশরাফ, খালেদ নোমান ও জালাল আহমদকে নিয়ে তিনি "ডায়াগ্রাম আর্কিটেক্টস" কনসালটেন্সি ফার্ম প্রতিষ্ঠা করেন।[১]

স্থাপনা[সম্পাদনা]

  • ব্র্যাক প্রশিক্ষণ কেন্দ্র, ফরিদপুর (১৯৯২)
  • বাঁচতে শেখা প্রশিক্ষণ কেন্দ্র, যশোর (১৯৯৪)
  • ফরাসি প্রত্নতত্ত্ববিদদের আবাস ভবন, বগুড়া (১৯৯৬)
  • গোভিন্দ গুনালঙ্কার হোস্টেল, চট্টগ্রাম (১৯৯৯)
  • জ্ঞান বিজ্ঞান কেন্দ্র, মধুপুর (২০০৩)
  • প্যারামাউন্ট স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী (২০০৯)
  • ডিজাইন ডেভলপমেন্ট সেন্টার, চট্টগ্রাম, (২০১২)
  • আর্কিডিয়া শিক্ষা প্রকল্প, কেরানীগঞ্জ, ঢাকা (২০১৫)
  • আলিয়ঁস ফ্রসেস-এর লাইব্রেরীর ইন্টেরিয়র, ধানমন্ডি

পুরস্কার[সম্পাদনা]

প্রদর্শনী[সম্পাদনা]

  • ঢাকা আর্ট সামিট

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. তারেক, মোহাম্মদ (২২ আগস্ট ২০১৬)। "সাইফ উল হকের স্থাপত্য ভাবনা"আনন্দ আলো। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]