আলাপ:মৌলিক উপাদানসমূহ (ইউক্লিড)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এ পাতার শিরোনাম কি ইউক্লিডের উপাদানসমূহ হওয়া উচিত ছিল না? আমার মনে হয় এলিমেন্ট কে উপাদান লেখা যায়।--বেলায়েত ১৮:২৪, ২৬ আগস্ট ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]

আমি আপনার সাথে এ ব্যাপারে একমত। অধিকাংশ ভাষাতে এ অনুবাদটিই করা হয়েছে। Muntashir (আলাপ) ০১:৫০, ২৩ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধের ভাষা[সম্পাদনা]

নিবন্ধের ভাষা আমার কাছে কিছুটা দুর্বোধ্য মনে হচ্ছে। নিবন্ধটি ভাষার আরও সহজীকরণ করতে হবে এবং কিছু কিছু লাইকে পুনরায় সহজ ভাষায় লিখতে হবে। আশা করবো নিবন্ধ দাতা পুনরায় নিবন্ধটি পরে ভাষাটাকে আরও একটু সহজ করবেন। ধন্যবাদ।--বেলায়েত ১৮:৫৭, ২৬ আগস্ট ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]

আমার তো মনে হয় বইয়ের নাম "এলিমেন্টস"। এটার বাংলা করা ঠিক হবে না, যদি না এর সঠিক কোন বাংলা অনুবাদ প্রকাশিত হয়। --μακσυδআলাপ ১৮:৫৮, ২৬ আগস্ট ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]
শিরোনাম না হয় থাকলো কিন্তু আমার মনে হয় নিবন্ধের ভিতরের এলিমেন্ট শব্দগুলোর গণিত পরিভাষা অনুযায়ী উপাদান হওয়ার কথা ছিল।--বেলায়েত ১৯:০১, ২৬ আগস্ট ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]
নিবন্ধের ভেতরে "উপাদান" লেখার ব্যাপারে বেলায়েত ভাইয়ের সাথে সহমত প্রকাশ করছি। আর নামের অনুবাদ না করে মূল ইংরেজি নামের প্রতিবর্ণীকরণ করে পুনর্নির্দেশ দিলাম। — তানভির আলাপ অবদান ১১:৩৬, ৪ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধের শিরোনাম[সম্পাদনা]

"ইউক্লিড'স এলিমেন্টস" মূল গ্রিক বইয়ের ইংরেজি অনুবাদের নাম। এটা বাংলায় এভাবে প্রতিবর্ণীকরণ করার কোন কারণ দেখছি না। বরঞ্চ মূল গ্রিক নাম "স্তোইকেইয়া" অথবা বাংলাকে অগ্রাধিকার দেওয়ার জন্য সহজ বাংলা অনুবাদকৃত নাম রাখতে পারি। আমি দ্বিতীয় পথটি অনুসরণ করেছি। এতে বইয়ের শিরোনাম আরও সহজে বোঝা যাবে। ভাল না লাগলে মূল গ্রিক নামটির বাংলা প্রতিবর্ণীকরণ "স্তোইকেইয়া" ব্যবহার করা যেতে পারে। কিন্তু ইংরেজি নয়। বাংলা উইকি/ভাষা ইংরেজি উইকির/ভাষার ভাষাগত সাবসেট নয়। অর্ণব (আলাপ | অবদান) ১৯:৫৮, ১ এপ্রিল ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়া প্রচলিত নামের অনুসরণ করে। বাংলা ভাষায় বইটি এলিমেন্টস নামেই পরিচিত। মৌলিক উপাদানসমূহ শব্দবন্ধের এই অর্থে প্রয়োগ আমি আজ পর্যন্ত কোনো জায়গায় দেখিনি, এবং বিজ্ঞানের কোনো শিক্ষার্থীই সম্ভবত দেখেননি। তাই আমার প্রস্তাব, এটিকে পুনরায় এলিমেন্টস নামে স্থানান্তর করা হোক। --Ifteebd10 (আলাপ) ১২:৫৩, ২১ অক্টোবর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]