গ্রাস কার্প

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গ্রাস কার্প
Ctenopharyngodon idella
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Chordata
উপপর্ব: Vertebrata
মহাশ্রেণী: Osteichthyes
শ্রেণী: Actinopterygii
বর্গ: Cypriniformes
পরিবার: Cyprinidae
গণ: Ctenopharyngodon
প্রজাতি: Ctenopharyngodon idella
দ্বিপদী নাম
Ctenopharyngodon idella
(Valenciennes, 1844)
প্রতিশব্দ

Pristiodon siemionovii Dybowski, 1877[১]
Sarcocheilichthys teretiusculus Kner, 1867[১]
Ctenopharyngodon laticeps Steindachner, 1866[১]
Leuciscus tschiliensis Basilewsky, 1855[১]
Leuciscus idella Valenciennes, 1844[১]
Ctenopharingodon idellus (Valenciennes, 1844)[১]
Ctenopharyngodon idellus (Valenciennes, 1844)[২]
Ctenopharygodon idella (Valenciennes, 1844)[৩]
Ctenopharingodon idella (Valenciennes, 1844)[১]
Leuciscus idellus Valenciennes, 1844[৪]

গ্রাস কার্প বা গ্রাস কাপ (বৈজ্ঞানিক নাম: Ctenopharyngodon idella) (ইংরেজি: grass carp) হচ্ছে Cyprinidae পরিবারের Ctenopharyngodon গণের একটি স্বাদুপানির মাছ।

বর্ণনা[সম্পাদনা]

দেহ মোটা ও লম্বা। মুখ ছোট এবং উপরের ঠোঁট নিচের তুলনায় একটু লম্বাটে। পিঠটা ধূসর বর্ণের, কিন্তু পেটের রং রুপোলি বর্ণের।[৫]

বিস্তৃতি[সম্পাদনা]

চীনে সমতল ভূমির নদীর মাছ। এটি পৃথিবীর অনেক দেশেই নতুন প্রজাতির মাছ।

খাদ্য[সম্পাদনা]

গ্রাসকার্প মাছ দৈনিক তার দেহের ওজনের ৪০-৫০ শতাংশ পর্যন্ত ঘাস খেতে পারে।ঘাস ছাড়াও এই মাছ পুকুরের আগাছা, শৈবাল, তন্তু শেওলা, ঘাস, লতা-পাতা খেয়ে থাকে।

চাষ পদ্ধতি[সম্পাদনা]

এই মাছটি মজুদ পুকুরে ২ থেকে ৩ শতকে ১০০ গ্রাম থেকে ২০০ গ্রাম সাইজের ১ টি করে পোনা মজুদ করলে ৬ মাসের মধ্যে ১ থেকে ১.৫ কেজি সাইজের হতে দেখা যায়।

বাংলাদেশে বর্তমান অবস্থা এবং সংরক্ষণ[সম্পাদনা]

আইইউসিএন বাংলাদেশ (২০০০) এর লাল তালিকাতে এই প্রজাতিটি অন্তর্ভুক্ত নয়।[৫]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Shireman, J.V. and C.R. Smith (1983) Synopsis of biological data on the grass carp, Ctenopharyngodon idella (Cuvier and Valenciennes, 1884)., FAO Fish. Synop. No.135, 86 p.
  2. Kottelat, M., A.J. Whitten, S.N. Kartikasari and S. Wirjoatmodjo (1993) Freshwater fishes of Western Indonesia and Sulawesi = Ikan air tawar Indonesia Bagian Barat dan Sulawesi., Periplus Editions, Hong Kong. 344 p.
  3. Coker, G.A., C.B. Portt and C.K. Minns (2001) Morphological and ecological characteristics of Canadian freshwater fishes., Can. Manuscr. Rep. Fish. Aquat. Sci. No. 2554. 89p.
  4. Weber, M. and L.F. De Beaufort (1916) The fishes of the Indo-Australian Archipelago. III. Ostariophysi: II Cyprinoidea Apodes, Synbranchi., Brill, Leiden, The Netherlands, 455 p.
  5. এ কে আতাউর রহমান, গাউছিয়া ওয়াহিদুন্নেছা চৌধুরী (অক্টোবর ২০০৯)। "স্বাদুপানির মাছ"। আহমেদ, জিয়া উদ্দিন; আবু তৈয়ব, আবু আহমদ; হুমায়ুন কবির, সৈয়দ মোহাম্মদ; আহমাদ, মোনাওয়ার। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ২৩ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৬৫–৬৭। আইএসবিএন 984-30000-0286-0 |আইএসবিএন= এর মান পরীক্ষা করুন: invalid prefix (সাহায্য)