অন্তরা দেব সেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অন্তরা দেব সেন
কলকাতা সাহিত্য সম্মেলন ২০১৩ (Kolkata Literary Meet 2013)
জন্ম১৯৬৩ (বয়স ৬০–৬১)
পেশালেখিকা, সাংবাদিক
দাম্পত্য সঙ্গীপ্রতীক কাঞ্জিলাল
পিতা-মাতাঅমর্ত্য সেন
নবনীতা দেবসেন

অন্তরা দেব সেন (জন্ম ১৯৬৩) একজন ব্রিটিশ-ভারতীয় সাংবাদিক।

জন্ম ও শিক্ষাজীবন[সম্পাদনা]

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ও সাহিত্যিক নবনীতা দেবসেনের কন্যা তথা প্রথম সন্তান অন্তরা দেব সেন ইংল্যান্ডের ক্যামব্রিজে জন্মগ্রহণ করেন।[১] উনি দিল্লী এবং কলকাতায় স্কুলশিক্ষা ও ভারত (কলকাতা) এবং যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা লাভ করেন। কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং ম্যাসাচুসেট্‌সের স্মিথ কলেজহার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উনি ছাত্রী ছিলেন।

কর্মজীবন[সম্পাদনা]

শিক্ষাজীবনের শেষে উনি হিন্দুস্তান টাইমসে এ যোগ দেন। প্রবীণ সম্পাদক রূপে সেখান থেকে ওনাকে রয়টার্স ফাউন্ডেসনের ফেলোশিপে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পাঠানো হয়। উনি কলকাতায় আনন্দবাজার পত্রিকা গ্রুপ এবং দিল্লীতে দি ইন্ডিয়ান এক্সপ্রেসেও কাজ করেছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Biography of Amartya Sen"। thefamouspeople.com। 

বহি:সংযোগ[সম্পাদনা]