ভূকৈলাস রাজবাড়ি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভূকৈলাস রাজবাড়ি কলকাতার খিদিরপুর অঞ্চলে অবস্থিত। রাজা জয়নারায়ণ ঘোষাল ১৭৮১ সালে এই রাজবাড়ি তৈরি করেন।[১]

ইতিহাস[সম্পাদনা]

রাজা জয়নারায়ণ ঘোষালের জমিদারি ছিল অধুনা ফোর্ট উইলিয়াম অঞ্চলে। কেল্লা তৈরির সময় উনি খিদিরপুরে জমি পান। সেখানে জঙ্গল কেটে বসতি বানান ঘোষালরা। ১০৮ বিঘার জমিতে বসতবাড়ি ছাড়াও গড়ে তোলা হয় শিব ও কুলদেবী ৺পাতিতপাবনী দুর্গার মন্দির। সেই সময় থেকেই গোটা সম্পত্তি কুলদেবী পতিতপাবনীর নামে দেবোত্তর করে দেওয়া হয়।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ভূকৈলাস রাজবাড়ি হবে পর্যটনকেন্দ্র"আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৭