তাইওয়ানে সমকামীদের অধিকার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সমকামী অধিকার : তাইওয়ান তাইওয়ান
তাইওয়ান (আরওসি) রিপাবলিক অব চায়নার মুক্ত এলাকা
সমকামী অধিকার?বৈধ
লিঙ্গ স্বীকৃতিলিঙ্গ পরিবর্তনে ইচ্ছুক ব্যক্তিদের লিঙ্গ পরিবর্তনের অনুমতি আছে
সামরিক চাকরিতেহ্যাঁ
বৈষম্য নিরাপত্তাহ্যাঁ
পারিবারিক অধিকার
সম্পর্কের স্বীকৃতিহ্যাঁ
সন্তান দত্তকহ্যাঁ

সমকামিনী, সমকামী, উভকামী, হিজড়া (এলজিবিটি) অধিকার প্রদানের ক্ষেত্রে সাধারণভাবে তাইওয়ান পূর্ব এশিয়া এবং এশিয়ার মধ্যে অনেক উদার। পুরুষ সমকামিতা এবং নারী সমকামিতা দুটোই রাষ্ট্রীয়ভাবে বৈধ এবং সমাজেও খুব ভালোভাবে গৃহীত।

২০০৩ সালে তৎকালীন তাইওয়ান সরকার সম-লিঙ্গের মানুষের মধ্যে বিয়ে বৈধ করে দিতে চাইলেও বিরোধী দলের কারণে পারেনি। শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মক্ষেত্রে সমকামীদেরকে মানসিকভাবে হেয় করা যাবেনা এরকম আইন তাইওয়ানে আছে।

২০১৫ সালে সমকামীদের আনন্দ মিছিলে প্রায় ৮০,০০০ লোক অংশগ্রহণ করেছিল।[১][২][৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Asia’s biggest Pride takes place as tens of thousands march in Taipei/
  2. "Lesbian couple in first Buddhist wedding"। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৭ 
  3. https://qz.com/875131/taiwans-unlikely-road-to-marriage-equality/