নির্বাহী ম্যাজিস্ট্রেট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নির্বাহী ম্যাজিস্ট্রেট
নির্বাহী ম্যাজিস্ট্রেট
নির্বাহী ম্যাজিস্ট্রেট
পেশা
নামবিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট
পেশার ধরন
বিসিএস(প্রশাসন)
প্রায়োগিক ক্ষেত্র
প্রশাসন, আইন
বিবরণ
যোগ্যতাসততা,দক্ষতা,পেশাদারিত্ব ও নিরপেক্ষতা
শিক্ষাগত যোগ্যতা
বিসিএস(প্রশাসন) ক্যাডারের সদস্যগণ
কর্মক্ষেত্র
নির্বাহী আদালত
সম্পর্কিত পেশা
ম্যাজিস্ট্রেসি

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ হলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের শাসন বিভাগের ম্যাজিস্ট্রেটগণ। বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) অর্থাৎ বাংলাদেশের প্রশাসন ক্যাডারের সদস্যগণ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত হন। এই কর্মকর্তাগণ নিজ অধিক্ষেত্রে ব্যাপক প্রশাসনিক ক্ষমতা ও সুনির্ধারিত বিচারিক ক্ষমতার অধিকারী। জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের গুরুত্বপূর্ণ ঘটনা এবং জরুরি পরিস্থিতিতে তারা সরকারের নির্দেশনা মোতাবেক সম্মুখসারিতে কার্যনির্বাহীর ভূমিকায় অবতীর্ণ হন। তাঁদের প্রাথমিক দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষা[১], অপরাধ প্রতিরোধ, দ্রুত বিচারিক কার্যক্রম পরিচালনা, নির্বাচনী দায়িত্বপালন, পরীক্ষা সংক্রান্ত দায়িত্বপালন, উচ্ছেদ কার্যক্রম পরিচালনা, প্রোটোকল ব্যবস্থাপনা এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মাধ্যমে সর্বক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা। তাঁরা ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এবং মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর বিধান অনুযায়ী বিজ্ঞ নির্বাহী আদালত এ বিচারকের দায়িত্ব পালন করেন। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দেশের সবচেয়ে মেধাবী নাগরিকদের মধ্য হতে নিয়োগপ্রাপ্ত হন। তাঁদের দক্ষতা, যোগ্যতা, সততা ও পেশাদারিত্ব সর্বমহলে প্রশংসিত।

বিভিন্ন ধরনের নির্বাহী ম্যাজিস্ট্রেট[সম্পাদনা]

দি কোড অফ ক্রিমিনাল প্রসিডউর (CrPC), ১৮৯৮ অনুযায়ী বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) এর সদস্যগণ, যারা সহকারী কমিশনার (AC), উপজেলা নির্বাহী অফিসার (UNO), অতিরিক্ত ডেপুটি কমিশনার (ADC) ও জেলা প্রশাসক (DC) এর তুল্য, তারা নিজ নিজ স্থানীয় এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন। এছাড়াও CrPC'র এর ১০(৫) ধারা অনুযায়ী, যদি বাংলাদেশ সরকার প্রয়োজন মনে করে তাহলে যে কোনও ব্যক্তিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিতে পারেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের যাবতীয় ক্ষমতা তাকে অর্পণ করতে পারে। প্রতিটি প্রাশাসনিক জেলায় নিম্নলিখিত নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ থাকবেন:

(ক) জেলা প্রশাসক
প্রতিটি জেলা ও প্রতিটি মেট্রোপলিটন এলাকায় সরকার প্রয়োজন অনুযায়ী উপযুক্ত সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করবেন। মুখ্য নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জেলা প্রশাসক বলা হয়।
(খ) অতিরিক্ত ডেপুটি কমিশনার
সরকার যে কোনো অতিরিক্ত ডেপুটি কমিশনারকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত করতে পারবেন এবং সরকারের নির্দেশমত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের একজন জেলা প্রশাসকের পূর্ণ অথবা আংশিক ক্ষমতা থাকবে।
(গ) উপজেলা নির্বাহী অফিসার
সমস্ত উপজেলার নির্বাহী অফিসার স্বীয় দায়িত্বের আওতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট।
(ঘ) সহকারী কমিশনার
সহকারী কমিশনারগণ বিভিন্ন উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।

ভ্রাম্যমাণ আদালত আইনে প্রদত্ত ক্ষমতা[সম্পাদনা]

মোবাইল কোর্ট আইন ২০০৯, একটি পদ্ধতিগত আইন। এই আইনের আওতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রায় শখানেক আইন, অধ্যাদেশ ও আদেশের বিচারাধিকার প্রাপ্ত হন। এই আইনের অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট দুই বছর পর্যন্ত কারাদণ্ড এবং সংশ্লিষ্ট আইন মোতাবেক জরিমানার শাস্তি দিতে পারেন। মোবাইল কোর্ট আইনের পরিসরে নিম্নলিখিত আইনসমূহ অন্তর্ভুক্ত:

  • (১) পেনাল কোড, ১৮৬০ (Act No. XLV of 186০)
  • (২) পাবলিক গ্যাম্বলিং আইন, ১৮৬৭ (Act No. II of 1867)
  • (৩) সারাইস আইন, ১৮৬৭ (Act No. XXII of 1867)
  • (৪) টউটস আইন, ১৮৭৯ (Act No XVIII of 1879)
  • (৫) ফেরিস আইন, ১৮৮৫ (Act No.I of 1885)
  • (৬) রেলপথ আইন, ১৮৯০ (Act No. IX of 189০)
  • (৭) বন্দর আইন, ১৯০৮ (Act No. XV of 19০8)
  • (৮) বিদ্যুৎ আইন, ১৯১০ (Act No. IX of 191০)
  • (৯) চলচ্চিত্র আইন, ১৯১৮ (Act No. II of 1918)
  • (১০) কিশোর ধূমপান আইন, ১৯১৯ (Act No. II of 1919)
  • (১১) দূষণ আইন, ১৯১৯ (Act No. XII of 1919)
  • (১২) বন্যপ্রাণীর প্রতি ক্রূরতা আইন, ১৯২০ (Act No. I of 192০)
  • (১৩) পাসপোর্ট আইন, ১৯২০ (Act No. XXXIV of 192০)
  • (১৪) ক্যান্টনমেন্ট আইন, ১৯২৪ (Act No. II of 1924)
  • (১৫) মহাসড়ক আইন, ১৯২৫ (Act No. III of 1925)
  • (১৬) বন আইন, ১৯২৭ (Act No. XVI of 1927)
  • (১৭) বাল্যবিবাহ রোধক আইন, ১৯২৯ (Act No. XVIII of 1929)
  • (১৮) ---
  • (১৯) জনসাধারণের বিনোদন স্থান আইন, ১৯৩৩ (Bengal Act No. X of 1933)
  • (২০) পেট্রোলিয়াম আইন, ১৯৩৪ (Act No XXX of 1934)
  • (২১) অপরাধ আইন (বাণিজ্যিক এলাকা) সংশোধনী, ১৯৪২ (Act No. IV of 1942)
  • (২২) ---
  • (২৩) বন্দর রক্ষা (বিশেষ ব্যবস্থা) আইন, ১৯৪৮ (Act No. XVII of 1948)
  • (২৪) মৎস্যসম্পদ রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ (East Bengal Act No. XVIII of 195০)
  • (২৫) প্রবেশাধিকার নিয়ন্ত্রণ আইন, ১৯৫২ (Act No. LV of 1952)
  • (২৬) ইমারত নির্মাণ আইন, ১৯৫২(West Bengal Act No. II of 1952)
  • (২৭) নিত্যপ্রয়োজনীয় দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ (East Pakistan Act No. I of 1956)
  • (২৮) প্রাণিহত্যা এবং মাংসের মান নিয়ন্ত্রণ আইন,২০১১ ( Act No. 16 of 2০11)
  • (২৯) বিশুদ্ধ খাদ্য আইন, ২০১৩ (Act No. 43 of 2০13)
  • (৩০) সিভিল এভিয়েশন অর্ডিন্যান্স, ১৯৬০(Ordinance No. XXXII of 196০)
  • (৩১) বন্দরের জমি ও স্থাপনা (দখলকৃত সম্পদ পুনরুদ্ধার) অধ্যাদেশ, ১৯৬২ (Ordinance No. IX of 1962)
  • (৩২) চলচ্চিত্র ছাড়পত্র আইন, ১৯৬৩ (Act No. XVIII of 1963)
  • (৩৩) কৃষিজাত পণ্যের বাজার নজরদারি আইন, ১৯৬৪(East Pakistan Act No. IX of 1964)
  • (৩৪) জাহাজচালনা অধ্যাদেশ, ১৯৬৯ (Ordinance No. V of 1969)
  • (৩৫) জাতীয় ও স্থানীয় পর্যায়ে সরকারি জমি ও ইমারত (মালিকানা পুনরুদ্ধার) অধ্যাদেশ, ১৯৭০ (East Pakistan Ordinance No. XVIIII of 197০)
  • (৩৬) কীটনাশক অধ্যাদেশ, ১৯৭১ (Ordinance No. II of 1971)
  • (৩৭) ---
  • (৩৮) জনতা আইন এর বর্ণনা, ১৯৭২ (P.O. No. 155 of 1972)
  • (৩৯) মুদ্রণযন্ত্র ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধন) আইন, ১৯৭৩ (Act No. XXIII of 1973)
  • (৪০) বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ) বিধি, ১৯৭৩ (President's Order No. 23 of 1973)
  • (৪১) আঞ্চলিক জলাশয় এবং জলসীমা আইন, ১৯৭৪ (Act No. XXVI of 1974)
  • (৪২) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অধ্যাদেশ, ১৯৭৬ (Ordinance No. LII of 1976)
  • (৪৩) মংলা বন্দর কর্তৃপক্ষ অধ্যাদেশ, ১৯৭৬ (Ordinance No. LIII of 1976)
  • (৪৪) অভ্যন্তরীণ নৌযান চলাচল অধ্যাদেশ, ১৯৭৬ (Ordinance No.LXXII of 1976)
  • (৪৫)---
  • (৪৬) বীজ অধ্যাদেশ, ১৯৭৭ (Ordinance No. XXXIII of 1977)
  • (৪৭) নোটবই (নিষিদ্ধকরণ) আইন, ১৯৮০(Act No. XII of 198০)
  • (৪৮) মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন, ১৯৮০ (Act No. XVI of 198০)
  • (৪৯) সরকারি পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০(Act No. XLII of 198০)
  • (৫০) চিকিৎসা চর্চা ও প্রাইভেট ক্লিনিক ও ল্যাবরেটরি (বিধিমালা) অধ্যাদেশ,১৯৮২(Ordinance No.IV of 1982)
  • (৫১) [ড্রাগ আইন, ১৯৪০ (Act No.XXIII of 194০) Gi sections 29 I 37)]
  • (৫২) নিক্তি ও বাটখারার আদর্শ অধ্যাদেশ, ১৯৮২ (Ordinance No. XII of 1982)
  • (৫৩) ---
  • (৫৪) ---
  • (৫৫) মৎস্য ও মৎস্যজাত পণ্য (পরীক্ষণ ও মান নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮৩(Ordinance No. XX of 1983)
  • (৫৬) বাংলাদেশ বণিক নৌচলাচল অধ্যাদেশ, ১৯৮৩ (Ordinance No. XXVI of 1983)
  • (৫৭) বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক চর্চা অধ্যাদেশ, ১৯৮৩ (Ordinance No. XXXII of 1983)
  • (৫৮) ---
  • (৫৯) বাংলাদেশ হোমিওপ্যাথি চর্চা অধ্যাদেশ, ১৯৮৩ (Ordinance No. XLI of 1983)
  • (৬০) মোটরচালিত যানবাহন অধ্যাদেশ, ১৯৮৩ (Ordinance No. LV of 1983)
  • (৬১) বিকল্প মাতৃদুগ্ধ (বিধিমালা ও বিপণন) অধ্যাদেশ, ১৯৮৪ (Ordinance No. XXXIII of 1984)
  • (৬২) ---
  • (৬৩) বাংলাদেশ আদর্শ ও পরীক্ষণ প্রতিষ্ঠান অধ্যাদেশ, ১৯৮৫ (Ordinance No. XXXVII of 1985)
  • (৬৪) ---
  • (৬৫) স্থাবর সম্পত্তি গ্রহণ আইন, ১৯৮৮
  • (৬৬) ইট তৈরি এবং চিমনি স্থাপন (নিয়ন্ত্রণ)আইন, ২০১৩
  • (৬৭) আয়োডিনের অভাবজনিত রোগ প্রতিরোধ আইন, ১৯৮৯
  • (৬৮) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০
  • (৬৯) খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২
  • (৭০) বাংলাদেশ পরিবেশ প্রতিরক্ষা আইন, ১৯৯৫
  • (৭১) পানি সরবারাহ ও পয়ঃনিষ্কাশন আইন, ১৯৯৬
  • (৭২) বিমানচালনা নিরাপত্তা ও অপরাধ নিয়ন্ত্রণ আইন, ১৯৯৭
  • (৭৩) শারীরিক অঙ্গ প্রতিস্থাপন আইন, ১৯৯৯
  • (৭৪) ---
  • (৭৫) ---
  • (৭৬) অ্যাসিড নিয়ন্ত্রণ আইন, ২০০২
  • (৭৭) নিরাপদ রক্ত সঞ্চালন আইন, ২০০২
  • (৭৮) অগ্নিকাণ্ড নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ আইন, ২০০৩
  • (৭৯) জন্মমৃত্যু নিবন্ধন আইন, ২০০৪
  • (৮০) ধূমপান ও তামাক ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫
  • (৮১) সার ব্যবস্থাপনা আইন, ২০০৬
  • (৮২) বাংলাদেশ অ্যাক্রিডিটেশন আইন, ২০০৬
  • (৮৩) কেবল টিভি নেটওয়ার্ক ব্যবস্থাপনা আইন, ২০০৬
  • (৮৪) বাংলাদেশ শ্রম আইন, ২০০৬
  • (৮৫) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯
  • (৮৬) উপজেলা পরিষদ আইন, ১৯৯৮
  • (৮৭) স্থানীয় সরকার (মিউনিসিপ্যালিটি) আইন, ২০০৯
  • (৮৮) স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯
  • (৮৯) স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯
  • (৯০)পাট অধ্যাদেশ,১৯৬২
  • (৯১) বাংলাদেশের জাতীয় সংগীত, পতাকা ও প্রতীক বিধিমালা, ১৯৭২
  • (৯২) বাংলাদেশ গ্যাস আইন, ২০১০
  • (৯৩) পেনাল কোড, ১৮৬০;(ধারা ৫০৯)
  • (৯৪)
  • (৯৫) আবাসিক উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন ২০১০
  • (৯৬) বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০
  • (৯৭) দেয়াললিখন ও প্রচারপত্র (নিয়ন্ত্রণ) আইন ২০১২
  • (৯৮) বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২
  • (৯৯) দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২
  • (১০০) পণ্যের জন্য বাধ্যতামূলক পাটের আচ্ছাদন ব্যবহার আইন ২০১০
  • (১০১) বিদেশে কর্মসংস্থান ও অভিবাসন আইন ২০১৩

তথ্যসূত্র[সম্পাদনা]