আলাপ:মোশাররফ হোসেন (বীর প্রতীক)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কবি শ্রী স্বপন মুসলমান,বিপরীত স্রোতের মাঝি[সম্পাদনা]

কবি শ্রী স্বপন মুসলমানের জন্ম ২রা মে ১৯৮০, বাংলাদেশের সিলেটের রাণাপিংয়ের এক সম্ভ্রান্ত পরিবারে, তার কব্য চর্চা শুরু গত শতকের ৯০ এর দশকে, কবিতায় যখন পরিবর্তনের বিপ্লব সাধনে ব্যস্ত উত্তরাধুনিক কবিরা ক্রমশ দুর্বোধ্য কবিতা রচনার প্রতিদন্ধিতায় সাহিত্যকে পাঠক বিমুখ করে তুলছেন ঠিক সে সময়ে এ কবি সহজ উচ্চারণ করেন বিজ্ঞাপন মুখর এই দিনে কে কাকে ছাড়িয়ে যাবে এই যদি হয় কাব্যের শাসন তবে কবিতায় প্রিয় দর্শীনীর রূপ কীর্তন করে আর মাগীর দালালি করবনা,

অসংখ দালালের ভিড়ে আমিও দালাল যশ প্রার্থী চির কাঙাল তাই আজ ভুল বানানের পঙতি মালায় নিয়ে এলাম নির্বাসিত কবিতার আত্ম সম্মান।

এই যদি হয় তার সমসাময়িক কবিতার শিল্প বিশ্লেশণ তবে আত্মপ্রবঞ্চনায় দেখা যায় তার নির্বিরোধী সুকুমার প্রবৃত্তি, তানি বলেন যদিবা বিনয় হতে তার প্রেমে অভিনয় বেশি ছিলো তবু আমিতো পবিত্র ভালোবেসেছিলাম যার মুখ শ্যাঙল নদীর মতো নিসূর্য করুণ, যে আমাকে ভুলে গেছে

এই প্রস্থাবে তাকে ক্ষমা করো আমি মানুষ আর পশুর ভিতর ব্যবধান খুঁজে দৃশ্যমান কোনো পার্থক্য না পেয়ে যে মিল জেনেছি দুজনের কেউ নিজের পিছন দেখতে পায়না,

কবি শ্রী স্বপন মুসলমান,বিপরীত স্রোতের মাঝি[সম্পাদনা]

কবি শ্রী স্বপন মুসলমানের জন্ম ২রা মে ১৯৮০, বাংলাদেশের সিলেটের রাণাপিংয়ের এক সম্ভ্রান্ত পরিবারে, তার কব্য চর্চা শুরু গত শতকের ৯০ এর দশকে, কবিতায় যখন পরিবর্তনের বিপ্লব সাধনে ব্যস্ত উত্তরাধুনিক কবিরা ক্রমশ দুর্বোধ্য কবিতা রচনার প্রতিদন্ধিতায় সাহিত্যকে পাঠক বিমুখ করে তুলছেন ঠিক সে সময়ে এ কবি সহজ উচ্চারণ করেন বিজ্ঞাপন মুখর এই দিনে কে কাকে ছাড়িয়ে যাবে এই যদি হয় কাব্যের শাসন তবে কবিতায় প্রিয় দর্শীনীর রূপ কীর্তন করে আর মাগীর দালালি করবনা,

অসংখ দালালের ভিড়ে আমিও দালাল যশ প্রার্থী চির কাঙাল তাই আজ ভুল বানানের পঙতি মালায় নিয়ে এলাম নির্বাসিত কবিতার আত্ম সম্মান।

এই যদি হয় তার সমসাময়িক কবিতার শিল্প বিশ্লেশণ তবে আত্মপ্রবঞ্চনায় দেখা যায় তার নির্বিরোধী সুকুমার প্রবৃত্তি, তানি বলেন যদিবা বিনয় হতে তার প্রেমে অভিনয় বেশি ছিলো তবু আমিতো পবিত্র ভালোবেসেছিলাম যার মুখ শ্যাঙল নদীর মতো নিসূর্য করুণ, যে আমাকে ভুলে গেছে

এই প্রস্থাবে তাকে ক্ষমা করো আমি মানুষ আর পশুর ভিতর ব্যবধান খুঁজে দৃশ্যমান কোনো পার্থক্য না পেয়ে যে মিল জেনেছি দুজনের কেউ নিজের পিছন দেখতে পায়না,