রাগ মেঘ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রাচীন বঙ্গে যাত্রাপালায় রাগটির ব্যবহারের(Behavior) একটি চিত্র স্হিরপট[১]

মেঘ একটি হিন্দুস্থানী শাস্ত্রীয় রাগ।

তত্ত্ব[সম্পাদনা]

আরোহণ এবং অবরোহণ[সম্পাদনা]

আরোহণ সা ক্ষা রে ক্ষা পা ণি র্সা

অবরোহণ র্সা ণি পা ক্ষা রে ক্ষা রে সা

বাদী ও সমবাদী[সম্পাদনা]

এই রাগে বাদী স্বর সা এবং সমবাদী স্বর পা। রে প্রচুর ব্যবহৃত হলেও সবসময় মা -এর পরে ব্যবহৃত হয়। ণি সর্বদা পা -এর পরে ব্যবহৃত হয়।

পকড়[সম্পাদনা]

রে - রে -্সা -ণি - সা -ক্ষা - রে- পা - ক্ষা - রে - ণি - সা

জাতি ও সম্পর্ক[সম্পাদনা]

সংশ্লিষ্ট রাগগুলোর মধ্যে মল্লার পরিবারের মেঘ মল্লার, মিয়া কি মল্লার, গৌড় মল্লার,রামদাসী মল্লার,ধুলিয়া মল্লার ইত্যাদি উল্লেখযোগ্য পাশাপাশি কাফি ঠাটের মধ্মদ সারঙ্গ উল্লেখযোগ্য।

  চলন[সম্পাদনা]

সময়[সম্পাদনা]

গভীর রাত্রি

ঋতু[সম্পাদনা]

রাগ মেঘ প্রধানত বর্ষাকালের সাথে সম্পর্কযুক্ত।

ঐতিহাসিক তথ্য[সম্পাদনা]

উৎস[সম্পাদনা]

রাগ মেঘ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সবচেয়ে প্রাচীন রাগগুলোর মধ্যে একটি। এটি প্রধান ছয় রাগ ও ছত্রিশ রাগিণীর অন্তর্গত।

গুরুত্বপূর্ণ রেকর্ডিং[সম্পাদনা]

  • Amir Khan, Ragas Megh and Lalit, HMV LP (long-playing record), EMI-EASD1331

তথ্যসূত্র[সম্পাদনা]

The Raga Guide: A Survey of 74 Hindustani Ragas. Zenith Media, London: 1999.

Ramashreya Jha explains difference between Sarang and Megh http://www.parrikar.org/hindustani/sarang/

বহিঃসংযোগ[সম্পাদনা]