মোহিনী মন্ডল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মোহিনী মন্ডল
জন্ম
মৃত্যু১৯৪২
প্রতিষ্ঠানভারতের কমিউনিস্ট পার্টি

মোহিনী মন্ডল (? —১৯৪২) একজন বিপ্লবী ও মেদিনীপুর জেলার কমিউনিস্ট নেতা।

রাজনীতি[সম্পাদনা]

মোহিনী মন্ডল ব্রিটিশ ভারতেঘাটালে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন অবিভক্ত মেদিনীপুর জেলায় ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব।[১][২] প্রথম জীবনে সন্ত্রাসবাদী বিপ্লবী আন্দোলনের সাথে যুক্ত থাকলেও পরে মার্কসবাদী দর্শনে আকৃষ্ট হন। জেলা নেতা ভুপাল পান্ডা, দেবেন দাস প্রমুখদের সংগে কৃষক সভার কাজ করতেন। কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হলে আত্মগোপন করেছিলেন।[৩] স্বাধীনতা সংগ্রাম ও জেলার বামপন্থী আন্দোলনের প্রথম সারির নেতা হয়েও তিনি অবহেলিত ও অখ্যাত রয়ে গেছেন। তার আত্মগোপনকালীন জীবনের ব্যাপারে আর বেশি কিছু জানা যায়না।

মৃত্যু[সম্পাদনা]

আত্মগোপন থাকা অবস্থাতেই মারা যান মোহিনী মন্ডল।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Freedom from dust"। The Telegraph। July 29, 2004। সংগ্রহের তারিখ 23.01.17  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. প্রথম খন্ড, সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত (২০০২)। সংসদ বাঙালি চরিতাভিধান। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ৪২৯। 
  3. Gpuripada Chatterjee (১৯৮৭)। History of Bagree-Rajya। Mittal Publications। পৃষ্ঠা 188।