নারায়ণগঞ্জ কলেজ

স্থানাঙ্ক: ২৩°৩৭′০২″ উত্তর ৯০°৩০′১৪″ পূর্ব / ২৩.৬১৭৩২৬° উত্তর ৯০.৫০৪০০৪° পূর্ব / 23.617326; 90.504004
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নারায়ণগঞ্জ কলেজ
NARAYANGANJ COLLEGE
কলেজের লোগো
অন্যান্য নাম
NC
নীতিবাক্য
শিক্ষাই জীবনের পাথেয়, জ্ঞানের শিক্ষা অনির্বান
ধরনবেসরকারি
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
অধ্যক্ষফজলুল হক রুমন রেজা
শিক্ষার্থী১২০০০+
স্নাতকবিএ, বিবিএ, বিএস‌এস
ঠিকানা
১৬ সিরাজউদ্দৌলা সড়ক, নারায়ণগঞ্জ
, , ,
১৪০০
,
শিক্ষাঙ্গনশহুরে
ভাষাবাংলা
পোশাকের রঙছেলে-          সাদা শার্ট এবং কালো প্যান্ট, মেয়ে-          আকাশি কামিজ এবং সাদা সালোয়ার
ক্রীড়াTrack
ওয়েবসাইটwww.narayanjganjcollege.edu.bd
মানচিত্র

নারায়ণগঞ্জ কলেজ ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। কলেজটিতে রয়েছে একাডেমিক ভবন, আইসিটি ভবন এবং শেখ কামাল ভবন। এছাড়া কলেজটিতে যেসব সুবিধা রয়েছে ই-লাইব্রেরী, স্মার্ট ক্লাসরুম, বাস, আইসিটি ল্যাব, অডিটরিয়াম, সেমিনার রুম, দুটি লিফট, ভার্চুয়াল স্টুডিও এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার। শিক্ষার্থীদের জন্য রয়েছে কম্পিউটারের বিভিন্ন কোর্স ও ভাষা শিক্ষার ব্যবস্থা এবং আত্ব বিকাশের লক্ষ্যে কালচারাল ক্লাব, ডিবেটিং ক্লাব, রবার স্কাউট, বিএনসিসি, রেড ক্রিসেন্ট ও স্পোর্টস ক্লাব।[১]

অবস্থান[সম্পাদনা]

নারায়ণগঞ্জ কলেজ নারায়ণগঞ্জ শহরের কালীর বাজার এলাকায় অবস্থিত। এটি ৮৬/১ নং নবাব সিরাজউদ্দৌলা রোডে অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান।

ইতিহাস[সম্পাদনা]

একাডেমিক কার্যক্রম[সম্পাদনা]

কলেজটিতে অনার্স ও ডিগ্রি ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে নিন্মোক্ত কোর্স চালু রয়েছে।

অনার্স বিভাগসমূহ:
  • বাংলা বিভাগ
  • ইংরেজি বিভাগ
  • রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
  • সমাজকর্ম বিভাগ
  • অর্থনীতি বিভাগ
  • মার্কেটিং বিভাগ
  • হিসাববিজ্ঞান বিভাগ
  • ব্যবস্থাপনা বিভাগ
ডিগ্রি (পাস) কোর্সসমূহ:
  • বি.এ (পাস)
  • বি.এস.এস (পাস)
  • বি.বি.এস (পাস)


উচ্চ মাধ্যমিক: উচ্চ মাধ্যমিক পর্যায়ে কলেজটিতে তিনটি বিভাগ চালু রয়েছে।

  • বিজ্ঞান বিভাগ
  • ব্যবসায় শিক্ষা বিভাগ ও
  • মানবিক বিভাগ।

শিক্ষকবৃন্দ[সম্পাদনা]

চিত্রশালা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সকল অফিসিয়াল তথ্য"। জাতীয় বিশ্ববিদ্যালয়।