পাত্র জাতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পাত্র জাতি হল বাংলাদেশের সিলেট জেলায় বসবাসকারী স্বল্প পরিচিত একটি ক্ষুদ্র জাতিগোষ্ঠী।[১]

ভাষা[সম্পাদনা]

পাত্র জনগোষ্ঠীর ভাষার নাম লালেং ঠার। এ ভাষার কোন বর্ণমালা নেই। এ ভাষার সাথে বাংলা বা অন্য কোন ভাষার কোন মিল নেই। এ ভাষা নিয়ে এখনো উল্লেখ করার মতো কোন গবেষণা হয়নি।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. বাংলাদেশের নানান ভাষা; মুহাম্মদ হাবিবুর রহমান; পৃষ্ঠা নম্বর – ৮৬; প্রথমা প্রকাশন; প্রথম প্রকাশ – অমর একুশে বইমেলা ২০১৪