বে ওভাল

স্থানাঙ্ক: ৩৭°৩৯′১০.১৩″ দক্ষিণ ১৭৬°১১′২৬.৬৫″ পূর্ব / ৩৭.৬৫২৮১৩৯° দক্ষিণ ১৭৬.১৯০৭৩৬১° পূর্ব / -37.6528139; 176.1907361
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(বেয় ওভাল থেকে পুনর্নির্দেশিত)
বে ওভাল
ব্ল্যাক পার্ক
স্টেডিয়ামের তথ্যাবলি
অবস্থানতাওরাংগা, মাউন্ট মঙ্গানুই, নিউজিল্যান্ড
দেশনিউজিল্যান্ড
প্রতিষ্ঠা২০০৭ (প্রথম অনুষ্ঠিত খেলা)
ধারণক্ষমতা১০,০০০
আন্তর্জাতিক খেলার তথ্য
প্রথম পুরুষ ওডিআই২৮ জানুয়ারি ২০১৪:
কানাডা  বনাম  নেদারল্যান্ডস
সর্বশেষ পুরুষ ওডিআই৫ জানুয়ারি ২০১৬:
নিউজিল্যান্ড  বনাম  শ্রীলঙ্কা
প্রথম পুরুষ টি২০আই৭ জানুয়ারি ২০১৬:
নিউজিল্যান্ড  বনাম  শ্রীলঙ্কা
উৎস: ইএসপিএন ক্রিকইনফো

বে ওভাল (ব্ল্যাক পার্ক নামেও পরিচিত) একটি ক্রিকেট মাঠ যেটি নিউজিল্যান্ডের বে অফ প্লেন্টি স্থানে অবস্থিত।

ইতিহাস[সম্পাদনা]

ব্ল্যাক পার্ক নামে প্রথমে পরিচিত হয়ে,[১] মাঠটিতে ১৯৮৭-১৯৮৮ সালে প্রথম লিস্ট এ ম্যাচ খেলা হয়। খেলাটি হয় উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চল দলের মধ্যে। পরে, ৮০ এবং ৯০ এর দশকে মাঠটিতে ছুটির দিনে একদিনের আন্তর্জাতিক ম্যাচ দেখার জন্য মানুষের ভীড় বাড়তে থাকে। [২] মাঠটিতে ১৯৮৭-১৯৮৮ সিজন থেকে ২০০১-২০০২ সিজন পর্যন্ত মোট ২৬ টি লিস্ট এ ম্যাচ খেলা হয়েছে।[৩] উত্তরাঞ্চলীয় মহিলা দল ২০০৪-২০০৫ সালে মাঠটিতে মোট দুইটী ম্যাচ খেলে।[৪]

দি বে অফ প্লেন্টি ক্রিকেট এসোসিয়েশন নতুন করে মাঠটি তৈরি করে এবং বর্তমানের নামে নামকরিত করে। এবং তখন অর্থাৎ ২০০৮-২০০৯ সালের স্টেট টি টুয়েন্টির (সিনিয়র ম্যাচ) ম্যাচ দিয়ে বে ওভাল তার যাত্রা শুরু করে।[৫]

এরপর ২০১১-১২ সালের এইচআরভি কাপের ৪ টি ম্যাচ, ২০১১-১২ সালের ফোর্ড ট্রফি কাপের দুটি ম্যাচ বে ওভালে অনুষ্ঠিত হয়। ২০১১ সালের ডিসেম্বরে একশন ক্রিকেট কাপে উত্তরাঞ্চলীয় মহিলা দল একটি ম্যাচ খেলে। তাছাড়া বে অভালে প্রথম শ্রেণির ক্রিকেটও খেলা হয়।[২]

আন্তর্জাতিক ক্রিকেট[সম্পাদনা]

আন্তর্জাতিক অঙ্গনের অন্যতম নবীন মাঠ এটি। তবে একে স্টেডিয়াম আখ্যা দেয়া যায় না , কারণ এর চারিপাশে তেমন স্থায়ী গ্যালারী নেই।

টেস্ট ম্যাচ আয়োজন[সম্পাদনা]

টেস্ট আয়োজনে এই মাঠ নবীন।  ২০১৯ সালের জানুয়ারিতে এটিতে প্রথম টেস্ট ম্যাচ খেলা হয় । এক্ষেত্রে, নিউজিল্যান্ডের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড ।

অনুষ্ঠিত একদিনের আন্তর্জাতিক ক্রিকেট[সম্পাদনা]

২০১৪ সালের জানুয়ারির ২৮ তারিখে, বে ওভালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়। দল দুটি ছিল কানাডা এবং নেদারল্যান্ড। পরে, ২০১৪ সালের অক্টোবরে, মাঠটিতে দুটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়। এক্ষেত্রে, নিউজিল্যান্ডের প্রতিপক্ষ ছিল সাউথ আফ্রিকা। কিন্তু ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপে মাঠটি ব্যবহৃত হয়নি।

২০১৬ সালে প্রথম এশীয় দেশ হিসেবে শ্রীলঙ্কা এখানে একদিবসীয় ম্যাচ খেলে। আজ অব্দি কোনো ম্যাচ জেতেনি শ্রীলঙ্কা।

২০১৮ সালে ভারত একদিবসীয় ম্যাচ খেলে। প্রথম এশীয় দেশ হিসেবে ভারত জয় পায়। নিউজিলান্ডের অন্যতম পয়া এই মাঠ ব্যাটিং বান্ধব ।

দল (A) দল (B) বিজয়ী ব্যবধান সাল
 কানাডা  নেদারল্যান্ডস  নেদারল্যান্ডস ৮ উইকেটে ২০১৪
 নিউজিল্যান্ড  দক্ষিণ আফ্রিকা  দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে ২০১৪
 নিউজিল্যান্ড  দক্ষিণ আফ্রিকা  দক্ষিণ আফ্রিকা ৭২ রানের ব্যবধানে ২০১৪
 নিউজিল্যান্ড  শ্রীলঙ্কা  নিউজিল্যান্ড ৩৬ রানের ব্যবধানে ২০১৬

অনুষ্ঠিত টি টুয়েন্টিসমূহ[সম্পাদনা]

দল (A) দল (B) বিজয়ী ব্যবধান সাল
 নিউজিল্যান্ড  শ্রীলঙ্কা  নিউজিল্যান্ড ৩ রানের ব্যবধানে ২০১৬
 নিউজিল্যান্ড  বাংলাদেশ ২০১৬
 নিউজিল্যান্ড  বাংলাদেশ ২০১৬

আন্তর্জাতিক সেঞ্চুরি[সম্পাদনা]

রান খেলোয়াড় দল বল ইনস বিপক্ষে তারিখ ফল
১৪০ থিসারা পেরেরা  শ্রীলঙ্কা &10000000000000074000000 ৭৪  নিউজিল্যান্ড ৫ জানুয়ারি ২০১৯ হার
১৩৮ মার্টিন গাপটিল  নিউজিল্যান্ড &10000000000000139000000 ১৩৯  শ্রীলঙ্কা ৩ জানুয়ারি ২০১৯ জয়ী
১১৯ হাশিম আমলা  দক্ষিণ আফ্রিকা &10000000000000135000000 ১৩৫  নিউজিল্যান্ড ২৪ অক্টোবর ২০১৪ জয়ী
১০২ মার্টিন গাপটিল  নিউজিল্যান্ড &10000000000000109000000 ১০৯  শ্রীলঙ্কা ৫ জানুয়ারি ২০১৬ জয়ী

[৬]

যুব বিশ্বকাপ[সম্পাদনা]

বরিষ্ঠদের কোনো টুর্নামেন্ট আয়োজনের সুযোগ না পেলেও ২০১৮ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ-এর নিউজিল্যান্ড ও ভারতের সমস্ত গ্রুপ ম্যাচ ছাড়াও চূড়ান্ত ম্যাচটি আয়োজন করে। ভারত অস্ট্রেলিয়াকে পরাজিত করে ৪র্থ বার বিশ্বকাপ শিরোপা পায়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Ground profile: Blake Park"। CricketArchive। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১১ 
  2. "Blake Park Oval to host Twenty/20 Cricket"। www.bopcricket.co.nz। ২৫ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১১ 
  3. "List A Matches played on Blake Park"। CricketArchive। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১১ 
  4. "Women's New Zealand Domestic League Matches played on Blake Park, Mount Maunganui"। CricketArchive। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১১ 
  5. "Twenty20 Matches played on Bay Oval, Mount Maunganui"। CricketArchive। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১১ 
  6. "Statistics / Statsguru / One-Day Internationals / Batting records"। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]