ধীরেন্দ্রলাল বড়ুয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ধীরেন্দ্রলাল বড়ুয়া
মৃত্যু১২ জানুয়ারি, ১৯৩৪
জাতীয়তাব্রিটিশ ভারতীয়
নাগরিকত্ব ব্রিটিশ ভারত
রাজনৈতিক দলঅনুশীলন সমিতি,
আন্দোলনভারতের বিপ্লবী স্বাধীনতা আন্দোলন

ধীরেন্দ্রলাল বড়ুয়া (? - ১২ জানুয়ারি, ১৯৩৪) চট্টগ্রাম যুববিদ্রোহের একজন কিশোর শহীদ।

বিপ্লবী কার্যাবলী[সম্পাদনা]

ধীরেন্দ্রলাল বড়ুয়া জৈষ্ঠপুরা গ্রামের একজন স্কুলপড়ুয়া। তিনি ছিলেন মাস্টারদা সূর্যসেনের বিপ্লবী দলের একজন কিশোর সদস্য। চট্টগ্রাম বিদ্রোহের বিপ্লবীদের আশ্রয় দেওয়া এবং ১৯৩৩ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসে চট্টগ্রাম জেল সংলগ্ন এলাকায় মিছিল করার অপরাধে তার কারাদণ্ড হয়।[১]

মৃত্যু[সম্পাদনা]

চট্টগ্রাম জেলে বন্দী অবস্থায় মাস্টারদা ও তারকেশ্বর দস্তিদারের ফাঁসির কিছু পূর্বে ধীরেন্দ্রলাল ও সহ বন্দীরা মাস্টারদার নামে জয়ধ্বনি ও বন্দে মাতরম্‌ স্লোগান দিতে থাকেন। স্লোগান দেওয়ার অপরাধে কারারক্ষীরা তাকে অমানুষিক প্রহার ও নির্যাতন করে। এর ফলে তার মৃত্যু হয়।[২][৩][৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Manoshi Bhattacharya (২০১২)। Chittagong Summer of 1930। HarperCollins publishers। 
  2. মহেন্দ্র বড়ুয়া, সূর্য সেন ও স্বাধীনতা সংগ্রাম (১৯৯৫)। স্বাধীনতা সংগ্রামে বৌদ্ধ সমাজ। বহরমপুর: সূর্যসেনা প্রকাশনী। পৃষ্ঠা ১২২। 
  3. প্রথম খন্ড, সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত (২০০২)। বাঙালি সংসদ চরিতাভিধান। কলকাতা: সাহিত্য সংংসদ। পৃষ্ঠা ২৩১। 
  4. Ghosh, Kali Charan (১৯৭২)। Jāgaraṇa o bisphoraṇa। Iṇḍiẏāna Ayāsosiẏeṭeḍa Pābaliśiṃ Koṃ.।