জন সুলিভান মায়ো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জন সুলিভান মায়ো একজন মার্কিন প্রকৌশলী এবং বেল ল্যাবসের সপ্তম প্রেসিডেন্ট।

জীবনী[সম্পাদনা]

মায়ো ১৯৩০ সালের ২৬ ফেব্রুয়ারি নর্থ কারোলাইনার গ্রিনভিলে জন্মগ্রহণ করেন। তিনি নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটি থেকে তড়িৎ প্রকৌশলে ১৯৫২ সালে বিএসসি, ১৯৫৩ সালে এমএসসি এবং ১৯৫৫ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৫৫ সালে বেল ল্যাবসে যগদান করেন। তিনি ১৯৭৮ সালে আইইইই আলেক্সান্ডার গ্রাহাম বেল মেডেল লাভ করেন। [১] [২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. http://ethw.org/John_S._Mayo
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৫ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৬