বীণা মজুমদার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বীণা মজুমদার
২০১০ সালে বীণা মজুমদার
জন্ম(১৯২৭-০৩-২৮)২৮ মার্চ ১৯২৭
কলকাতা, ভারত
মৃত্যু৩০ মে ২০১৩(2013-05-30) (বয়স ৮৬)
নতুন দিল্লি, ভারত
জাতীয়তাভারতীয়
শিক্ষাডি. ফিল.
মাতৃশিক্ষায়তনঅক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
পেশাওম্যান স্টাডিজ শিক্ষাবিদ ও গবেষক
প্রতিষ্ঠানসামাজিক বিজ্ঞান গবেষণা সংস্থা, দিল্লি

ড. বীণা মজুমদার (জন্ম: ২৮ মার্চ, ১৯২৭ - মৃত্যু: ৩০ মে, ২০১৩) কলকাতায় জন্মগ্রহণকারী বিশিষ্ট ভারতীয় মহিলা শিক্ষাবিদ, বামপন্থী কর্মী ও নারীবাদী ছিলেন। ভারতে নারীদের গবেষণায় অগ্রণী ভূমিকা পালন করেন। ভারতে নারী আন্দোলনে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। প্রথম মহিলা শিক্ষাবিদ হিসেবে সক্রিয়তার পাশাপাশি নারী গবেষণায় পাণ্ডিত্যপূর্ণ ভূমিকা রাখেন। ভারতে নারীদের মর্যাদাবিষয়ক প্রথম কমিটির সচিবের দায়িত্ব পালন করেন। ১৯৭৪ সালে টুওয়ার্ডস ইকুয়ালিটি শীর্ষক প্রতিবেদনে দেশের নারীদের অবস্থার বিষয়ে তুলে ধরেন।[১][২] ১৯৮০ সালে ভারতীয় সামাজিক বিজ্ঞান গবেষণা সংস্থার (আইসিএসএসআর) অধীনে প্রতিষ্ঠিত স্বায়ত্ত্বশাসিত সংস্থা সেন্টার ফর ওম্যানস ডেভেলপমেন্ট স্টাডিজের (সিডব্লিউডিএস) প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন। দিল্লিভিত্তিক ওম্যানস ডেভেলপমেন্ট স্টাডিজ সেন্টারের জাতীয় গবেষণা অধ্যাপক হিসেবে মনোনীত হন।[৩]

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

বীণা মজুমদার কলকাতার মধ্যবিত্ত বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি সর্বকনিষ্ঠা ছিলেন। বাবা প্রকাশ মজুমদার পেশায় প্রকৌশলী ছিলেন। তার কাকা আর.সি. মজুমদার সুপ্রসিদ্ধ ইতিহাসবেত্তা ছিলেন।[৪] কলকাতার সেন্ট জোন্স ডাইওসিসান গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে বিদ্যালয় জীবন পার করে বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণাধীন ওম্যানস কলেজে পড়াশোনা করেন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধীনে আশুতোষ কলেজে অধ্যয়ন করেন। সেখানে অবস্থানকালে আশুতোষ কলেজ গার্লস স্টুডেন্ট ইউনিয়নের সাধারণ সম্পাদক মনোনীত হন।

কলেজে থাকাকালীন রামা রাও কমিটির সমর্থনে সভা-সমাবেশ আয়োজন করেন। ঐ কমিটি উত্তরাধিকারের ক্ষেত্রে কন্যাদের সুযোগ-সুবিধা বৃদ্ধিকল্পে হিন্দু আইন সংস্কারের জন্য সুপারিশমালা প্রণয়ন করেছিল।[৪] ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতা লাভের অল্প কিছুদিন পর অক্সফোর্ডের সেন্ট হিউ কলেজে ভর্তি হন। ১৯৫১ সালে সেখান থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন। ১৯৬০ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফিরে আসেন ও সেখান থেকে ১৯৬২ সালে ডি.ফিল সম্পন্ন করেন।

কর্মজীবন[সম্পাদনা]

১৯৫১ সালে পাটনা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রভাষক হিসেবে বর্ণাঢ্যময় কর্মজীবন শুরু করেন। অল্প কিছুদিন পরই পাটনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রথম সচিব হন।[৪] পরবর্তীতে বারহামপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। পরবর্তীকালে নয়াদিল্লিতে অবস্থিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সচিবালয়ে শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

এপ্রিল-ডিসেম্বর, ১৯৭০ সময়কালে ভারতের বিশ্ববিদ্যালয় শিক্ষা ও সামাজিক পরিবর্তন শীর্ষক গবেষণা প্রকল্পের জন্য শিমলায় ভারতীয় এডভান্স স্টাডিজ ইনস্টিটিউটের ফেলো মনোনীত হন।[১][৫]

১৯৭১-৭৪ সময়কালে ভারতের মহিলাদের মর্যাদাবিষয়ক কমিটির সদস্য সচিবের দায়িত্বে ছিলেন। ১৯৭১ সালে এ কমিটি ভারত সরকার কর্তৃক নিযুক্ত ছিল। তাকে সাথে নিয়ে কমিটি পুণর্গঠিত হয় ও পরবর্তীতে সদস্য সচিবরূপে নিযুক্ত করে।[৬]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

২০১০ সালে তিনি স্মৃতিকথাভিত্তিক মেমরিজ অব এ রোলিং স্টোন প্রকাশ করেন।

১৯৫২ সালে প্রথিতযশা সঙ্গীতজ্ঞ শঙ্কর মজুমদারের সাথে পরিণয়সূত্রে আবদ্ধ হন। পাটনায় কর্মরত অবস্থায় তারা একে-অপরের সাথে পরিচিত হন। বিয়ের পর ‘মজুমদার’ বানান সংশোধন করনে।[৪] এ দম্পতির চার সন্তান রয়েছে। তিন কন্যা ও এক পুত্রের মধ্যে এক কন্যা মার্কসবাদী ভারতীয় কমিউনিস্ট পার্টির নেতা সীতারাম ইয়েচুরি’র সাবেক স্ত্রী ছিলেন।

৮৬ বছর বয়সে স্বল্পকালীন অসুস্থতায় আক্রান্ত হয়ে ৩০ মে, ২০১৩ তারিখে দিল্লির একটি হাসপাতালে তার দেহাবসান ঘটে। এ সময় তিনি তার সন্তানদের রেখে গেছেন।[৪]

গ্রন্থপঞ্জি[সম্পাদনা]

  • Education & social change: three studies on nineteenth century India. Indian Institute of Advanced Study, 1972.
  • Role of rural women in development. University of Sussex. Institute of Development Studies. Allied Publishers, 1978.
  • Symbols of power: studies on the political status of women in India. Allied, 1979.
  • Women and rural transformation: two studies with Rekha Mehra, Kunjulekshmi Saradamoni. ICSSR. Centre for Women's Development Studies. Pub. Concept, 1983.
  • Emergence of the Women's Question in India and the Role of Women's Studies. Centre for Women's Development Studies, 1985.
  • Khadi and Village Industries Commission. Centre for Women's Development Studies. 1988.
  • Peasant Women Organise for Empowerment: The Bankura Experiment. Centre for Women's Development Studies. 1989.
  • Women workers in India: studies in employment and status, with Leela Kasturi, Sulabha Brahme, Renana Jhabvala. ICSSR. Chanakya Publications, 1990. আইএসবিএন ৯৭৮-৮১-৭০০১০-৭৩-৯.
  • * Legislative Measures and Policy Directions for Improving the Lot of Farm Women, with Kumud Sarma, Lotika Sarkar. Indian Council of Agricultural Research.
  • Women and Indian nationalism, with Leela Kasturi. Vikas Pub. House, 1994. আইএসবিএন ৯৭৮-৮১-৭০০১০-৭৩-৯.
  • Changing Terms of Political Discourse: Women's Movement in India, 1970s–1990s, with Indu Agnihotri. Economic and Political Weekly, Vol. XXX No. 29, 4 March 1995
  • Political Ideology of the Women's Movement's Engagement with Law. Centre for Women's Development Studies, 2000.
  • Face to face with rural women: CWDS' search for new knowledge and an interventionist role. Centre for Women's Development Studies, 2002.
  • The Mind and the Medium. Explorations in the Evolution of British Imperial Policy in India. Three Essays Collective. 2010. আইএসবিএন ৯৭৮-৮১-৮৮৭৮৯-৬৪-১
  • Memories of a Rolling Stone. Zubaan Books. 2010. আইএসবিএন ৯৭৮-৮১-৮৯৮৮৪-৫২-৯.

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Interview with Vina Mazumdar, Global Feminisms Project Deep Blue, Michigan University
  2. "First Anniversary Special Fifty Faces, A Million Reasons: Vina Mazumdar : Gender Activist" (ইংরেজি ভাষায়)। Outlook (magazine)। ২৩ অক্টোবর ১৯৯৬। ৯ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১৬ 
  3. Our people ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ অক্টোবর ২০০৯ তারিখে Centre for Women's Development Studies, website.
  4. "Remembering Vina Mazumdar" (ইংরেজি ভাষায়)। The Hindu। ৩০ মে ২০১৩। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৩ 
  5. Fellows of the Institute ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৩ জানুয়ারি ২০১০ তারিখে Indian Institute of Advanced Studies website.
  6. Agrawal, p. 62

অতিরিক্ত তথ্যসূত্র[সম্পাদনা]

আরও পড়ুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]