বড় মসজিদ (দুবাই)

স্থানাঙ্ক: ২৫°১৫′৫২″ উত্তর ৫৫°১৭′৪৮″ পূর্ব / ২৫.২৬৪৪৪° উত্তর ৫৫.২৯৬৬৭° পূর্ব / 25.26444; 55.29667
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(গ্র্যান্ড মসজিদ (দুবাই) থেকে পুনর্নির্দেশিত)
বড় মসজিদের মিনার

বড় মসজিদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত একটি মসজিদ। এটি মূলত ১৯০০ খ্রিষ্টাব্দে নির্মিত হয়। পরে এটিকে ভেঙ্গে ১৯৬০ খ্রিষ্টাব্দে পুনর্নির্মাণ করা হয়। আবার ১৯৯৮ খ্রিষ্টাব্দে এটিকে পুনর্নির্মাণের মধ্য দিয়ে যেতে হয়। মসজিদটি ১২০০ জনেরও বেশি সংখ্যক মুসল্লি ধারণ করতে পারে। অমুসলিমদের মিনার ব্যতীত মসজিদের কোনো অংশে প্রবেশ করতে দেওয়া হয় না[১][২] এ মসজিদটি দুবাইয়ের ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনের কেন্দ্রবিন্দু।[৩]

ইতিহাস[সম্পাদনা]

মসজিদটি মূলত একটি মক্তব ছিল, যেখানে পবিত্র কুরআন শরিফ শিক্ষা দেয়া হত। এখানে ১৯০০ সালের দিকে কুরআন শিক্ষা দেয়ার জন্য শিক্ষার্থী ভর্তি শুরু হয়।[১][৪] এই মসজিদটি দুবাইয়ের অন্যতম বৃহৎ মসজিদ এবং পুরাতন শহরটির একটি কর্তৃত্বপূর্ণ অট্টালিকা।[১]

স্থাপত্যকলা[সম্পাদনা]

মসজিদটির উচ্চতর গঠনটি হল এর ৭০ মিটার (২৩০ ফু) মিনার, যা দুবাইয়ের মিনারগুলোর মধ্যে সবচেয়ে উঁচু এবং বাতিঘরের প্রতিনিধিত্ব করে। মসজিদটির বেলে-ধূসর দেয়ালগুলো অনলংকৃত হলেও সেখানে একটি বড় কুরআনের শিলালিপি রয়েছে যা প্রবেশদ্বারের সম্মুখের পাঁচটি কলামের উপরে খচিত এবং ছয় ধাপের একটি সংক্ষিপ্ত ফ্লাইটের উপরের বসানো রয়েছে।[১][৪] মসজিদে ৪৫টি ছোট এবং নয়টি বৃহৎ গম্বুজ ও লম্বা মিনার রয়েছে।[১] কাঠের জানালাগুলোতে হস্তনির্মিত কাঁচ লাগানো হয়েছে। মসজিদটির মিনার আনাতোলীয় রীতিতে নকশা করা হয়েছে। মসজিদটির দর্শকদের রক্ষণশীল পোশাক পরিধান করার পরামর্শ দেওয়া হয়ে থাকে।[২][৫]

এ মসজিদের নিকটতম মেট্রো স্টেশনটি হল আল ফাহিদি

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Thomas,Gavin (৩ সেপ্টেম্বর ২০০৯)। Frommer's Dubai and Abu Dhabi Day by Day। John Wiley & Sons। পৃষ্ঠা 41–42। আইএসবিএন 978-0-470-68459-7 
  2. Lyons, Colette (২০১০)। The Unofficial Guide to Dubai। John Wiley & Sons। পৃষ্ঠা 187। 
  3. "Lonely Planet review for Grand Mosque"। Lonely Planet। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৩ 
  4. Thomas, Gavin (২০০৯)। Frommer's Dubai and Abu Dhabi Day by Day। পৃষ্ঠা 41। 
  5. Ian Cross; Pilot Productions (২০০৫)। Adventure Golf: From Fairways to Fun Days Attractions on and Off the World's Most Remarkable Golf Courses। GLOBE PEQUOT Press। পৃষ্ঠা 107। আইএসবিএন 978-0-7627-3790-1 [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]