সড়ক ই৬১১ (সংযুক্ত আরব আমিরাত)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
টেমপ্লেট:Infobox road/name/ARE
إ ٦١١
আমিরাতগুলির সড়ক
পথের তথ্য
অস্তিত্বকাল২০০৬–বর্তমান
অবস্থান
প্রধান শহরদুবাই, আবু ধাবি, শারজাহ, আজমান, উম আল কুওয়াইন, রাস আল খাইমাহ, আল ফুজাইরাহ
মহাসড়ক ব্যবস্থা

ই ৬১১ (আরবি: إ ٦١١) সংযুক্ত আরব আমিরাতের একটি সড়ক। এটি আমিরাত সড়ক নামেও পরিচিত। আবুধাবি আমিরাতের সাথে উত্তরাঞ্চলীয় রাশ আল খাইমাহ, উম্ম আল কওয়্যাইন আমিরাতকে সংযুক্ত করার জন্য ই ৬১১ সড়কটি তৈরী করা হয়েছে। রাস্তাটি দুবাই শহরকে পাশ কাটিয়ে ই ৩১১-এর সমান্তরালে অতিক্রম করে।

ইতিহাস[সম্পাদনা]

রাস্তাটি তিন ধাপে সম্পন্ন করা হয়েছে। প্রথম পর্যায় ফেব্রুয়ারি ২০০৬ এ শুরু হয়। এই পর্যায়ে একটি সেক্টর তৈরির লক্ষ্য ছিল, যা ই ৬৬ (দুবাই-আল আইন সড়ক) থেকে শুরু হয়ে ই ৭৭ (জেবেল আলী আল হাবাব সড়ক) পর্যন্ত গিয়েছে। দ্বিতীয় পর্যায় ২০০৭ সালের জানুয়ারিতে শুরু হয়। এই পর্যায়ে শারজাহের ই ৮৮ (আল দইদ সড়ক)-এর সাথে বাইপাসকে যুক্ত করা হয়।


২০১৩ সালে এমিরেটস সড়ক নামকরণের আগে, ই ৬৬ কে দুবাই বাইপাস সড়ক বলা হত।[১]

চিত্রশালা[সম্পাদনা]


তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Dubai Bypass Road renamed Emirates Road"Gulf News। এপ্রিল ৬, ২০১৩। সংগ্রহের তারিখ জানুয়ারি ২০, ২০১৪