দ্বোন-পো-ল্হা-স্ক্যাব্স

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দ্বোন-পো-ল্হা-স্ক্যাব্স

দ্বোন-পো-ল্হা-স্ক্যাব্স (ওয়াইলি: dbon po lha skyabs) (১৪৭৪-১৫০৮) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্বিতীয় র্তা-ত্শাগ-র্জে-দ্রুং উপাধিধারী বৌদ্ধ লামা।

সংক্ষিপ্ত পরিচিতি[সম্পাদনা]

দ্বোন-পো-ল্হা-স্ক্যাব্স ১৪৭৪ খ্রিষ্টাব্দে তিব্বতের দ্বুস অঞ্চলে স্পো-বো-য়িদ-'ওং (ওয়াইলি: spo bo yid 'ong) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতা 'জাম-দ্ব্যাংস-গ্ঝোন-নু (ওয়াইলি: 'jam dbyangs gzhon nu) ছিলেন 'ফাগ্স-পা-ব্দে-ছেন-র্দো-র্জে (ওয়াইলি: 'phags pa bde chen rdo rje) নামক প্রথম 'ফাগ্স-পা-ল্হা (ওয়াইলি: 'phags pa lha) উপাধিধারী বিখ্যাত বৌদ্ধ লামার জ্যৈষ্ঠ ভ্রাতা। এই বিখ্যাত লামার ভ্রাতুষ্পুত্র হওয়ার কারণে তাকে দ্বোন-পো বা ভ্রাতুষ্পুত্র বলা হত। তিনি ছোস-ক্যি-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: chos kyi rgyal mtshan) নামক 'ফাগ্স-পা-ব্দে-ছেন-র্দো-র্জের শিক্ষক ও ষষ্ঠ দ্গা'-ল্দান-খ্রি-পার পুনর্জন্ম রূপে চিহ্নিত হন। ব্দে-ছেন-র্দো-র্জে তাকে শিক্ষা ও দীক্ষা প্রদান করেন। পরবর্তীকালে তিনি দ্রেপুং বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভ করেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Dorje, Sonam (ফেব্রুয়ারি ২০১৪)। "The Second Tatsak Jedrung, Wonpo Lhakyab"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-২৯ 
পূর্বসূরী
ছোস-ক্যি-র্গ্যাল-ম্ত্শান
দ্বোন-পো-ল্হা-স্ক্যাব্স
দ্বিতীয় র্তা-ত্শাগ-র্জে-দ্রুং
উত্তরসূরী
লি-য়ুল-ছোস-র্গ্যাল