নওশের আলী খান ইউস্ফজী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নওশের আলী খান ইউস্ফজী
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ববাংলাদেশ
পেশালেখক

নওশের আলী খান ইউস্ফজী টাঙ্গাইল জেলায় প্রথম মুসলমানদের মধ্যে এফএ পাস করেন।[১] বিভিন্ন ধরনের লেখালেখি পাশাপাশি গদ্যে ছিল তার ভালো দখল।

জন্ম[সম্পাদনা]

নওশের আলী খান ইউস্ফজী ১৮৬৪ সালে কালিহাতির চা্রান গরামে জন্মগ্রহণ করেন।

কর্মজীবন[সম্পাদনা]

নওশের আলী খান ইউস্ফজী ১৮৮৯ সালে পাকুল্লায় সাব-রেজিস্টার পদে চাকুরি গ্রহণ করেন।

উল্লেখযোগ্য রচনাবলি[সম্পাদনা]

  1. বঙ্গীয় মুসলমান
  2. শৈশব-কুসুম
  3. দলিল রেজেস্টরি শিক্ষা
  4. মোসলেম জাতীয় সঙ্গীত
  5. সাহিত্য প্রভা ইত্যাদি।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "প্রখ্যাত ব্যক্তিত্ব"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২২ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৯