হোল্কার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইন্দোরের হোল্কার মহারাজা
প্রাক্তন রাজতন্ত্র
ইন্দোর রাজ্যের পতাকা
রাজোয়াদা, হোল্কার রাজের রাজ প্রাসাদ, ইন্দোর
প্রথম সম্রাট মালহার রাও হোল্কার - ১ম
শেষ সম্রাট যশোবন্ত রাও হোল্কার - ২য়
সরকারি আবাস রাজোয়াদা, ইন্দোর
রাজতন্ত্রের সূচনা ১৭৩১
রাজতন্ত্রের সমাপ্তি ১৯৪৮

হোল্কার রাজ্য ছিলো প্রথমে মারাঠা রাজা এবং পরবর্তীতে ইন্দোরের মহারাজা কর্তৃক শাসিত, যেটি ১৮১৮ সাল পর্যন্ত মধ্য ভারতের মারাঠা সাম্রাজ্যের একটি স্বাধীন সদস্য এবং পরবর্তীকালে শাসন ক্ষমতা দখরকারী ব্রিটিশদের একটি অধীনস্থ সামন্তরাজ্য হিসেবে পরিচিত। এই রাজত্বটি স্থাপন করেন মালহার রাও, যিনি ১৭২১ সালে [মারাঠা সাম্রাজ্য[মারাঠা সাম্রাজ্যের]] পেশোয়ায় চাকুরীতে যোগ দেন, এবং দ্রুত সুবেদার পদে পদোন্নতি লাভ করেন। এই রাজ্যের নাম শাসকের নামের সাথে যুক্ত হতো, যাদের সাধারণভাবে সম্বোধন করা হতো হোল্কারের মহারাজা বলে। সরকারিভাবে তাদের পূর্ণ পদবী ছিলো মহারাজাধিরাজ রাজ রাজেশ্বর সাওয়াই শ্রী (ব্যক্তির নাম) হোল্কার বাহাদুর, ইন্দোরের মহারাজা, যা উপনিবেশিক ধাঁচে হিজ হাইনেস দিয়ে শুরু করা হতো।

ব্রিটিশ শাসনাধীন সময় হোল্কারের মহারাজা ১৯ বার তোপধ্বনিসহ (স্থানীয়ভাবে ১৯ বার তোপধ্বনিসহ) অভিবাদন পেতেন। ইন্দোর রাজ্য ১৯৪৮ সালের ১৬ জুন সদ্য প্রতিষ্ঠিত ভারতীয় সরকারের সাথে একীভূত হয়।

আরও দেখুন[সম্পাদনা]

টীকা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহি:সংযোগ[সম্পাদনা]