আলাপ:হলুদ বিহার

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

==১ মিটার উঁচু মূর্তি ক্ষুদ্রাকৃতির?==

এ নিবন্ধে লেখা হয়েছে, “... এসময় গ্রামের একটি স্থান থেকে প্রায় ১ মিটার উঁচু একটি ক্ষুদ্রাকৃতির গণেশের ব্রোঞ্জ মূর্তি আবিষ্কৃত হয়। ধারণা করা হয়ে থাকে, মূর্তিটি ৮-৯ শতকের দিকে তৈরি।” ১ মিটার উঁচু মূর্তিকে ক্ষুদ্রাকৃতি বলা যায়? আমার অভিজ্ঞতা হলো এই যে, গণেশের ব্রোঞ্জের মূর্তি সচরাচর ৬ ইঞ্চি থেকে খুব বেশী হলে ৯ ইঞ্চি মধ্যে হয়ে থাকে। অবশ্য ব্রজসত্ত্ব ৩-৪ ফুট দেখেছি। যাই হোক, বড় কথা হলো, ১ মিটার উঁচু মূর্তিকে ক্ষুদ্র বলার কারণ জানা দরকার। অসাবধানতা বশতঃ লিখিত হলে বিপদের কথা। -- Faizul Latif Chowdhury (আলাপ) ১৩:০৮, ১৭ অক্টোবর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

ক্ষুদ্রাকৃতির কথাটা বাংলাদেশের জ্ঞনকোষ বাংলাপিডিয়া থেকে নেওয়া, সেখানে ক্ষুদ্রাকৃতিরই লেখা রয়েছে। লেখার সময়, সেখানকার তথ্যেরই সাহায্য নিয়েছিলাম, ঠিক করে দিচ্ছি।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:১৮, ১৭ অক্টোবর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]