সামুদ্রিক কাছিম মুক্তকরার যন্ত্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জাল থেকে কাছিম বের হয়ে যাচ্ছে
Loggerhead কাছিমটি জালের মধ্যে অবস্থান করছে
Loggerhead যন্ত্রটির সাহায্যে বের হয়ে যাচ্ছে
সামুদ্রিক কাছিম বের করার একটি যন্ত্র বসানো হয়েছে

TED হলো একটি বিশেষ যন্ত্র ,যা সমুদ্রে বাণিজ্যিক মাছ ধরার জলযানে জালের সাহায্যে স্থাপন করা হয় যাতে কোনো কচ্ছপ জালে ঢুকে গেলে বা আটকা পড়লে সহজে বের হতে পারে।

চিংড়ি মাছ ধরার জাহাজের নীচে ট্রলিং ব্যবহার করে হলে সামুদ্রিক কচ্ছপ ধরা যেতে পারে। চিংড়ি ধরার জন্য, একটি সূক্ষ্ম ট্রল জালের প্রয়োজন হয়। তবে এর ফলে প্রচুর পরিমাণে অন্যান্য সামুদ্রিক জীবগুলিও বাইক্যাচ হিসাবে ধরা পড়তে পারে। যখন একটি কচ্ছপ একটি ট্রল জালে ধরা পড়ে বা আটকে যায়, তখন এটি আটকে যায় এবং পৃষ্ঠে ফিরে আসতে অক্ষম হয়। যেহেতু সামুদ্রিক কচ্ছপ ফুসফুসের সাহায্যে শ্বাসপ্রশ্বাস চালায়,তাই তারা শেষ পর্যন্ত ডুবে যায়।[১][২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Jenkins, Lekelia (২০১২-০১-০১)। "Reducing sea turtle bycatch in trawl nets: A history of NMFS turtle excluder device (TED) research"Marine Fisheries Review74: 26–44। 
  2. Wolfe, Wes। "Feds pressured on turtle device rule"The Brunswick News। সংগ্রহের তারিখ ২০১৮-০৮-২৫