অ্যানায়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অধাতু সমূহ তাদের সর্বশেষ শক্তিস্তরে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে যে আয়নে পরিণত হয় তাকে অ্যানায়ন বলে। অ্যানায়নে প্রোটনের তুলানায় ইলেকট্রন বেশি থাকায় এর আধান (চার্জ) ঋণাত্মক(–) বা negaitive.

অ্যানায়ন

ব্যাখ্যা[সম্পাদনা]

সাধারণত সব পরমাণুই আধান নিরপেক্ষ। কারণ তাদের মধ্যে যতটি ধনাত্মক চার্জ যুক্ত প্রোটন থাকে ঠিক ততটিই ঋণাত্মক চার্জ যুক্ত ইলেকট্রন থাকে। তাই সামগ্রিক ভাবে তারা আধান নিরপেক্ষ। তবে প্রতিটি পরমাণুই তাদের নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। যেহেতু অধাতু সমূহের সর্বশেষ শক্তিস্তরে ৫টি, ৬টি বা ৭টি ইলেকট্রন থাকে তাই এদের প্রতি নিউক্লিয়াসের প্রোটনের আকর্ষণ অনেক বেশি থাকে। অর্থাৎ, এদের আয়নিকরণ শক্তির মান অনেক বেশি হয়। ফলে, ওই ইলেকট্রন গুলো ত্যাগ করতে অনেক বেশি শক্তি প্রয়োজন হয়, যা সাধারণ অবস্থায় কোন রাসায়নিক বিক্রিয়া থেকে সহজে পাওয়া যায় না। ফলে অধাতু সমুহ ইলেকট্রন ত্যাগ করেনা। তাই তারা অন্য পরমাণু (সাধারণত ধাতব পরমাণু) থেকে ১টি, ২টি বা ৩টি ইলেকট্রন গ্রহণ করে।

সর্বশেষ শক্তিস্তরের ওই ইলেকট্রন গুলো গ্রহণ করলে অধাতব পরমাণু গুলো আর আধান নিরপেক্ষ থাকে না। এগুলো আয়নে পরিণত হয়। এই আয়নই হল অ্যানায়ন[১]

অ্যানায়নের তালিকা[সম্পাদনা]

সাধারণ অ্যানায়ন
ইংরেজি নাম বাংলা লিপিতে নাম ফরমুলা যোজনী প্রচলিত নাম
মৌলের অ্যানায়ন
Azide অ্যাজাইড N
Bromide ব্রোমাইড Br
Chloride ক্লোরাইড Cl
Fluoride ফ্লোরাইড F
Hydride হাইড্রাইড H
Iodide আয়োডাইড I
Nitride নাইট্রাইড N3−
Phosphide ফসফাইড P3−
Oxide অক্সাইড O2−
Sulfide সালফাইড S2−
selenide সেলেনাইড Se2−
অক্সো-অ্যানায়ন (যৌগ মূলকের অ্যানায়ন)
Carbonate কার্বনেট CO২−
Chlorate ক্লোরেট ClO
Chromate ক্রোমেট CrO২−
Dichromate ডাই ক্রোমেট Cr
O২−
Dihydrogen phosphate ডাই হাইড্রোজেন ফসফেট H
PO
Hydrogen carbonate হাইড্রোজেন কার্বনেট HCO
bicarbonate (বাইকার্বনেট)
Hydrogen sulfate হাইড্রোজেন সালফেট HSO
bisulfate (বাইসালফেট)
Hydrogen sulfite হাইড্রোজেন সালফাইট HSO
bisulfite (বাইসালফাইট)
Hydroxide হাইড্রোক্সাইড OH
Hypochlorite হাইপোক্লোরাইট ClO
Monohydrogen phosphate মনোহাইড্রোজেন ফসফেট HPO২−
Nitrate নাইট্রেট NO
Nitrite নাইট্রাইট NO
Perchlorate পার ক্লোরেট ClO
Permanganate পার ম্যাঙ্গানেট MnO
Peroxide পার অক্সাইড O২−
Phosphate ফসফেট PO৩−
Sulfate সালফেট SO২−
Sulfite সালফাইট SO২−
Superoxide সুপার অক্সাইড O
Thiosulfate থায়োসালফেট S
O২−
Silicate সিলিকেট SiO৪−
Metasilicate মেটাসিলিকেট SiO২−
Aluminium silicate অ্যালুমিনিয়াম সিলিকেট AlSiO
জৈব এসিডের অ্যানায়ন
Acetate এসিটেড CH
COO
ethanoate (ইথানয়েট)
Formate ফরমেট HCOO
methanoate (মিথানয়েট)
Oxalate অক্সালেট C
O২−
Cyanide সায়ানাইড CN

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. রসায়ন ৯ম-১০ম। NCTB। ২০১৮। পৃষ্ঠা ৯২-৯৪।