উর্ট মেঘ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শিল্পীর তুলিতে উর্ট মেঘ এবং কাইপার বেষ্টনী (ইন্‌সেট)।

উর্ট মেঘ(Oort cloud) বা ওপিক-উর্ট মেঘ (/ˈɔːrt/ বা /ˈʊərt/[১]) জ্যোর্তিবিজ্ঞানীদের মতে, সূর্যের চারিদিকে ১,০০,০০০ জ্যোর্তিবিজ্ঞান একক (A.U.) দূরত্বে সূর্যকে প্রদক্ষিণ করতে থাকা গ্রহাণুপুঞ্জ ও ধূমকেতুর অঞ্চল বা পটী৷[২] জ্যোর্তিবিজ্ঞানীদের বিশ্বাসমতে, সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করা দীর্ঘদূরত্বের ধুমকেতু এবং বৃহস্পতি গোত্রের ধূমকেতুর এই অঞ্চলেই উৎপত্তিস্থল৷ উর্ট মেঘ অঞ্চলের শেষ সীমাকেই সৌরজগৎ এর শেষ সীমা বলে ধরা হয়৷[৩] নেদারল্যান্ডসের জ্যোর্তিবিজ্ঞানী জা হেন্দ্রিক উর্ট এবং ইষ্টোনিয়ান জ্যোতির্বিজ্ঞানী আর্নেষ্ট ওপিকের নামে নামকরণ করা এই অঞ্চল সূর্য থেকে ২০০০-৫০০০ জ্যোর্তিবিজ্ঞান একক (A.U.) থেকে 50,000 জ্যোর্তিবিজ্ঞান একক (A.U.) পর্যন্ত বিস্তৃত, যেখানে প্লুটো (বামন গ্রহ)এর দূরত্ব মাত্র ৩০-৪৯ জ্যোর্তিবিজ্ঞান একক (A.U.)৷

উর্ট মেঘ অঞ্চল দুই অংশে বিভক্ত - ক) গোলাকৃতি বাহ্যিক অঞ্চল ও খ) কাহী আকৃতির অন্তঃ উর্ট মেঘ অঞ্চল৷ এই অঞ্চলের উৎপত্তি সম্বন্ধে ভাবা হয যে, আদিম সৌরজগতের সৃষ্টির সময়ে এর অবস্থান সূর্যের থেকে এত দূরে ছিল না কিন্তু বৃহস্পতি, শনি, ইউরেনাসনেপচুনের মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পড়ে সরে গিয়ে এখনকার এই অবস্থান নেয়৷

উর্ট ক্লাউড থেকে সৌরজগতের অভ্যন্তর পর্যন্ত দূরত্ব এবং দুটি নিকটতম নক্ষত্রের দূরত্ব জ্যোতির্বিদ্যার এককে পরিমাপ করা হয়। স্কেলটি লগারিদমিক: প্রতিটি নির্দেশিত দূরত্ব পূর্ববর্তী দূরত্বের চেয়ে দশগুণ বেশি। লাল তীরটি ২০১২-২০১৩ সালের মধ্যে স্পেস প্রোব ভয়েজার ১ এর অবস্থান নির্দেশ করে, যা প্রায় ৩০০ বছরের মধ্যে উর্ট ক্লাউডে পৌঁছাবে
সৌরজগতের বাকি অংশের তুলনায় Oort মেঘের অনুমিত দূরত্ব
শিল্পীর ছাপ ভয়েজার মহাকাশযান।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Oort"অর্থের বিনিময়ে সদস্যতা প্রয়োজনঅক্সফোর্ড ইংলিশ ডিকশনারি (অনলাইন সংস্করণ)। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস।  (Sসাবস্ক্রিপশন বা পার্টিশিপেটিং ইনস্টিটিউট মেম্বারশিপ প্রয়োজনীয়.)
  2. Paul R. Weissman (১৯৮৩)। "The mass of the Oort Cloud"Astronomy and Astrophysics118 (1): 90–94। বিবকোড:1983A&A...118...90W 
  3. "Kuiper Belt & Oort Cloud"NASA Solar System Exploration web siteNASA। ২০১৩-০৬-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৮-০৮