কার্টুন নেটওয়ার্ক (পাকিস্তান)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কার্টুন নেটওয়ার্ক
উদ্বোধন২ এপ্রিল ২০০৪; ১৯ বছর আগে (2004-04-02)
মালিকানাওয়ার্নার ব্রস. ডিসকভারি ইন্টারন্যাশনাল
চিত্রের বিন্যাস৪:৩ অথবা ১৬:৯
(৫৭৬আই, এসডিটিভি)
দেশপাকিস্তান
ভাষাইংরেজি
উর্দু
প্রচারের স্থানপাকিস্তান
বাংলাদেশ
শ্রীলঙ্কা
প্রধান কার্যালয়করাচী, সিন্ধু, পাকিস্তান
ভ্রাতৃপ্রতিম
চ্যানেল(সমূহ)
সিএনএন ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়া
ওয়েবসাইটcartoonnetwork.com.pk

কার্টুন নেটওয়ার্ক হচ্ছে এটির আন্তর্জাতিক বিভাগের অধীনে এটি&টির ওয়ার্নার ব্রস. ডিসকভারি দ্বারা পরিচালিত একটি পাকিস্তানি শিশুতোষ কেবল ও স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল। পাকিস্তানি এবং বাংলাদেশী দর্শকদের নিবেদিত, এটি সম্প্রচার শুরু করে ২০০৪ সালের ২ এপ্রিলে।[১][২] এটিতে বেশিরভাগ অ্যানিমেটেড অনুষ্ঠান প্রচারিত হয়। এটি যুক্তরাষ্ট্রভিত্তিক কার্টুন নেটওয়ার্কের পাকিস্তানি সংস্করণ।

ইতিহাস[সম্পাদনা]

নিবেদিত ফিডের উদ্বোধনের পূর্বে পাকিস্তানে এবং বাংলাদেশে কার্টুন নেটওয়ার্কের ভারতীয় ফিড সম্প্রচার হতো।[৩] তারপর ভারতীয় ফিডে ক্রমবর্ধমান স্থানীয়করণের কারণে টার্নার সেই দেশগুলোর জন্য একটি নতুন ফিড উদ্বোধন করে ২০০৪ সালের ২ এপ্রিলে।

২০১১ সালের ১ অক্টোবরে অন্যান্য এশিয়া-প্যাসিফিক ফিডের সাথে কার্টুন নেটওয়ার্ক পাকিস্তান এটির লোগো পরিবর্তন করে। সেই দিনে চ্যানেলে দ্য অ্যামেজিং ওয়ার্ল্ড অফ গামবল এর প্রথম প্রচার হয়।[৪]

কার্টুন নেটওয়ার্ক, সমস্ত বিদেশি চ্যানেলের সাথে, বাংলাদেশে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ২০২১ সালের ২ অক্টোবরে ২০০৬ সালে নিষ্ক্রিয় নীতি অনুযায়ী ক্লিন ফিডে সম্প্রচার না করার কারণে।[৫] ২০২২ সালের ২১ জানুয়ারিতে কার্টুন নেটওয়ার্ক উর্দু ভাষায় টেলিভিশন অনুষ্ঠান যেমন বেন ১০ এবং উই বেয়ার বেয়ারস প্রদান করা শুরু করে।[৬] ভারতীয় ফিডের সাথে ২০২২ সালের ৩০ মার্চ থেকে কার্টুন নেটওয়ার্ক পাকিস্তান "রিড্র ইউওর ওয়ার্ল্ড" ব্র্যান্ডিং এবং গ্রাফিক্স ব্যবহার করা শুরু করে।[৭][৮]

অনুষ্ঠানসমূহ[সম্পাদনা]

এই তালিকায় বর্তমান এবং সাবেক অনুষ্ঠান উভয় অন্তর্ভুক্ত আছে।

আনুষ্ঠানিক ব্লকসমূহ[সম্পাদনা]

কার্টুন নেটওয়ার্ক পপকর্ন[১৬]
ব্লকটি বেশিরভাগ টম অ্যান্ড জেরি, স্কুবি-ডু, বেন ১০, ব্যাটম্যান এবং সুপারম্যান ফ্র্যাঞ্চাইজের থেকে চলচ্চিত্র প্রচার করে, সাথে উই বেয়ার বেয়ারস: দ্য মুভি, ফায়ারব্রিদার এবং মনস্টার বিচ এর মতো চলচ্চিত্র প্রচারিত করেছে।
পোগো
২০০৮ সাল থেকে ২০১৩ সালের পর্যন্ত কার্টুন নেটওয়ার্কে পোগো ব্লকটি প্রচারিত হতো, এবং বিভিন্ন অনুষ্ঠান প্রচার হতো। ২০২১ সালের জানুয়ারিতে পোগো ব্লকটি ফিরে আসে, এবং শুধু গ্রিজি অ্যান্ড দ্য লেমিংজ প্রচারিত হয়। এটি ভারতীয় চ্যানেল পোগোর উপর ভিত্তি করা।
ইট'স অল এবাউট অ্যাকশন[১২]
এই ব্লকটিতে বেন ১০: এলিয়েন ফোর্স, বেন ১০: আলটিমেট এলিয়েন, এবং বেন ১০: অমনিভার্স প্রচারিত হতো।

সমালোচনা ও বিতর্ক[সম্পাদনা]

২০০৫ সালে পাকিস্তান বৈদ্যুতিক গণমাধ্যম নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কিছু টেলিভিশন চ্যানেল বন্ধ করার সংক্রান্ত আদেশ জারি করেছে যা ভারত থেকে ডাব করা হিন্দিতে অনুষ্ঠান সম্প্রচার করে। পরে কার্টুন নেটওয়ার্ক পেমরার আদেশে ইংরেজিতে সম্প্রচারে পরিবর্তন হয়, কিন্তু কিছু মাস পর তথাকথিত হিন্দুস্তানি ফিড চ্যানেলে ফিরে আসে।[২১]

২০১০ সালের প্রথম দিকে পেমরা আবারও সেই চ্যানেলগুলোর বিরুদ্ধে আদেশ জারি করে এবং পুরোপুরি কার্টুন নেটওয়ার্ক এবং নিকেলোডিয়নের পাকিস্তানি ফিড বাদ করে দেওয়া হয়। আবারও, সমস্যাটি ছিল তার সময়সূচী লাইনে হিন্দি ডাব করা অনুষ্ঠান এবং পরিবর্তে পিটিভির সাথে অনুমোদিত একটি শিশুতোষ চ্যানেলের জন্য সরকারের দাবি। নিষেধাজ্ঞা বহাল ছিল এবং ২০১১ সালের জুলাই মাসের শেষ পর্যন্ত প্রত্যাহার করা হয়নি।

১ আগস্ট তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফিরদৌস আশিক আওয়ান একটি ঘোষণা দেন।[২২] তিনি বল্লেন "কার্টুন নেটওয়ার্ক এবং নিকেলোডিয়ন পাকিস্তানে উনাদের অনুষ্ঠান প্রচারিত করার অনুমতি দেওয়া হয়েছে।" কিন্তু বন্ধ হওয়ার সময়, তিনি আবারও একটি বেসরকারি টিভি চ্যানেলে তার আগ্রহ প্রকাশ করেন এবং বলেন, "পাকিস্তান বৈদ্যুতিক গণমাধ্যম নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ যদি কেউ শিশুতোষ জন্য চ্যানেল চালু করতে চায় তাহলে বেসরকারি টিভি চ্যানেলের ব্যবস্থা করবে।"

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Pakistans very own Cartoon Network"। ডিফেন্স। ১ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২২ 
  2. "Leading kids channel 'Cartoon Network' launched in Pakistan"পাকিস্তানি টাইমস। ৬ নভেম্বর ২০০৪। ১১ জুন ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২২ 
  3. "Turner India, Tnt Line Up Slew Of Cartoons"বিজনেস স্ট্যান্ডার্ড ইন্ডিয়া। ১৬ ফেব্রুয়ারি ২০০০। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২২ 
  4. "It's a Fun Thing! Only on Cartoon Network : AsiaNet-Pakistan"এশিয়ানেট পাকিস্তান। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২২ 
  5. হক, রেজওয়ান (২ অক্টোবর ২০২১)। "'The govt did not shut down foreign channels, only foreign commercials'"দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২২ 
  6. Cartoon Network Pakistan - Ben 10 (Urdu Promo) (ইউটিউব) (উর্দু ভাষায়)। zord। ১৭ জানুয়ারি ২০২২। 
  7. মহেন্দ্র, বৈনবী (৩০ মার্চ ২০২২)। "Cartoon Network gears up for summer vacations; launches new brand campaign 'Redraw Your World'"ফিন্যান্সিয়াল এক্সপ্রেস। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২২ 
  8. Cartoon Network Pakistan - Redraw Your World Banner Compilation (ইউটিউব)। Telegroup Archive। ৩০ মার্চ ২০২২। 
  9. Cartoon Network Pakistan (Exclusive!) - Continuity 21.05.2014 (ইউটিউব) (ইংরেজি ভাষায়)। King Of TV Sat। ২২ মে ২০১৪। 
  10. Cartoon Network Pakistan Continuity - 10 August 2020 (ইউটিউব) (ইংরেজি ভাষায়)। ContinuityTV। ১০ আগস্ট ২০২০। 
  11. Cartoon Network Pakistan (first aired) (ইউটিউব) (ইংরেজি ভাষায়)। Pakistan News and Cartoons। ২৯ আগস্ট ২০২০। 
  12. Cartoon Network Pakistan Continuity - 30 April 2019 (ইউটিউব) (ইংরেজি ভাষায়)। ContinuityTV। ৩০ এপ্রিল ২০১৯। 
  13. Cartoon Network Pakistan - Continuity (August 6-8, 2021) (ইউটিউব) (ইংরেজি ভাষায়)। CartoonNetworkRulzz। ৯ আগস্ট ২০২১। 
  14. Cartoon Network Pakistan - Lamput (Promo) (ইউটিউব) (ইংরেজি ভাষায়)। zord। ৮ জানুয়ারি ২০২২। 
  15. Maca and Roni | Cartoon Network Pakistan | Promo (ইউটিউব) (ইংরেজি ভাষায়)। Cartoon Network Pakistan। ২৪ ফেব্রুয়ারি ২০২২। 
  16. Cartoon Network Pakistan Continuity - 15 June 2019 (ইউটিউব) (ইংরেজি ভাষায়)। ContinuityTV। ১৫ জুন ২০১৯। 
  17. Cartoon Network Pakistan Continuity - 3 December 2020 (ইউটিউব) (ইংরেজি ভাষায়)। ContinuityTV। ৩ ডিসেম্বর ২০২০। 
  18. Cartoon Network Pakistan (SD) Continuity 24/11/2020 (ইউটিউব) (ইংরেজি ভাষায়)। AndroEmu Media Archive। ২৫ নভেম্বর ২০২০। 
  19. Taffy, Cartoon Network Pakistan, Promo (ইউটিউব) (উর্দু ভাষায়)। Cartoon Network Pakistan। ১১ ফেব্রুয়ারি ২০২২। 
  20. We Bare Bears - Dub Sample (Urdu) (ইউটিউব) (উর্দু ভাষায়)। zord। ২৩ জানুয়ারি ২০২২। 
  21. "PAKISTAN: Operators slam Pemra move to ban channels, UCLA International Institute"। International.ucla.edu। ২২ ডিসেম্বর ২০০৫। ২০ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২২ 
  22. "Two foreign channels for kids get Pakistan's nod – Thaindian News"। থাইন্ডিয়ান। ২ আগস্ট ২০১১। ১ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২২