আভালাঞ্চ শৃঙ্গ ২

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আভালাঞ্চ শৃঙ্গ ২
Avalanche Peak II
সর্বোচ্চ বিন্দু
উচ্চতা৬,৪৪৩ মিটার (২১,১৩৮ ফুট)
ভূগোল
অবস্থানচামোলি, উত্তরাখণ্ড
মূল পরিসীমাগাড়োয়াল হিমালয়
আরোহণ
প্রথম আরোহণ১৯৩১

আভালাঞ্চ শৃঙ্গ ২ হলো ভারতের উত্তরাখণ্ডে অবস্থিত ৬,৪৪৩ মিটার উচ্চ একটি পর্বতশৃঙ্গ। কালিন্দী গিরিপথের দক্ষিণে এর অবস্থান।

ভৌগোলিক বিবরণ[সম্পাদনা]

কালিন্দী হিমবাহ এবং আরওয়া হিমবাহের উত্তর দক্ষিণের স্তূপ পর্বত বরাবর আভালাঞ্চ শৃঙ্গ ২ অবস্থিত। আভালাঞ্চ শৃঙ্গ ১ এবং আভালাঞ্চ শৃঙ্গ ২ এর মধ্যে এটি উচ্চতম। এটির উচ্চতা ৬,৪৪৩ মিটার। এর উত্তর দিকে ঘাসতোলি উপত্যকা এবং দক্ষিণ পশ্চিমে চৌখাম্বা পর্বত অবস্থিত।

আরোহণ[সম্পাদনা]

এরিক শিপটন এবং ফ্র্যাঙ্ক স্মিথ দুজন শেরপার সাথে ১৯৩১ সালের ২২ জুলাই এই শৃঙ্গ আরোহণ করেন। ফেরার সময় এদের হিমানী-সম্প্রপাতের মধ্যে পড়তে হয়েছিল।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. High Himalaya unknown valleys (4th ed. সংস্করণ)। New Delhi: Indus publ. company। ২০০১। পৃষ্ঠা ৬০। আইএসবিএন 81-7387-117-5